HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > বিধানচন্দ্র রায়কে নিয়ে ‘নারদ নারদ'! রানার গর্জন ‘সামান্য নয়, প্রামাণ্য ছবি আনব’

বিধানচন্দ্র রায়কে নিয়ে ‘নারদ নারদ'! রানার গর্জন ‘সামান্য নয়, প্রামাণ্য ছবি আনব’

চিকিৎসক এবং পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডা বিধানচন্দ্র রায়ের বায়োপিক নিয়ে শুরু হল 'লড়াই'। যুযুধান দু'পক্ষের একদিকে এসভিএফ এবং অন্যদিকে প্রযোজক রানা সরকার।

.ডা বিধানচন্দ্র রায়।(ছবি সৌজন্যে - ফেসবুক)

পশ্চিমবঙ্গের রূপকার উচ্চারণ করতেই অবিসংবাদিতভাবে উঠে আসবে তাঁর নাম। ডা.বিধানচন্দ্র রায়। দেশভাগের সময় যেভাবে রাজ্যের ভার তিনি যেভাবে সামলেছিলেন তা আজ ঠাঁই পেয়েছে ইতিহাসের পাতায়। পাশাপাশি ধন্বন্তরি চিকিৎসক হিসেবেও তাঁর খ্যাতি ছিল দেশজোড়া। মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেও নিয়মিত রোগী দেখতেন। বলা হত, রোগীর মুখে দেখে কিংবা কাশি শুনেই নাকি বলে দিতে পারতেন তাঁর শরীরে কী রোগ বাসা বেঁধেছে। এবার এই প্রবাদপ্রতিম মানুষটিকে নিয়েই তৈরি হতে চলেছে বায়োপিক। তবে একটি নয়। দু'দুটি! উদ্যোক্তাদের নাম? এসভিএফ এবং প্রযোজক রানা সরকার।

কোনও বিখ্যাত ব্যক্তিত্বের বায়োপিক নিয়ে প্রযোজকদের মধ্যে 'লড়াই' এর ঘটনা এই প্রথম নয়। উদাহরণ হিসেবে বলা যায়, অজয় দেবগণ-কে নিয়ে 'ভগৎ সিং' এর বায়োপিক ঘোষণা করার প্রায় পরপরই ববি দেওলকে নিয়েও অন্য এক বলি-প্রযোজক ঘোষণা করেছিলেন 'ভগৎ সিং' এর বায়োপিক। এবং বাস্তবে তা রূপও পেয়েছিল। বক্স অফিসে এই দুই ছবির মধ্যে কে বেশি সফল হয়েছে, সে প্রশ্ন অবশ্য আলাদা। তবে দর্শক কিন্তু দু'টি ছবিই দেখেছিলেন।

তবে জানিয়ে রাখা ভালো, ডা.বিধানচন্দ্র রায়-এর এই বায়োপিক নিয়ে বেশ কিছুদিন হল জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিখ্যাত ছবি নির্মাতা সংস্থা এসভিএফ। তবে যেহেতু সবটাই এখনও প্রস্তুতির স্তরে তাই সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তাদের তরফে। হয়ত নতুন বছরে এই ছবির ঘোষণা করে দর্শকদের চমকে দিতে চাইছে তারা। ইন্ডাস্ট্রিতে জোর ফিসফাস, মুখ্যমন্ত্রী এবং ডাক্তারের হওয়ার পাশাপাশি ডা.রায়ের জীবনে ভালোবাসার অধ্যায় তথা তাঁর প্রেমিক স্বত্বাটিই নাকি মূলত এই ছবির উপজীব্য হতে চলেছে। 

বিধানচন্দ্র এবং কল্যাণী সরকারের প্রেম এই ছবির ভরকেন্দ্র। প্রবাদপ্রতিম ডাক্তার নীলরতন সরকারের কন্যা ছিলেন কল্যাণী।শোনা যায়, ডা.রায় এবং তাঁর মধ্যে গভীর প্রেম ছিল। কিন্তু তাঁদের বিয়েতে রাজি ছিলেন না ডা.নীলরতন সরকার স্বয়ং। কল্যাণীকেই ভুলতে না পেরে নাকি আর কোনওদিন সংসার করেননি ডা.রায়। একই ছবি ছিল কল্যাণীর ক্ষেত্রেও। পরবর্তী সময়ে তিনি আত্মহত্যা করেন। তবে নিজের ভালোবাসাকে একমুহূর্তের জন্যেও ভোলেননি ডা.রায়। দেশভাগের পর উদ্বাস্তু সমস্যার সমাধানে নদীয়া জেলায় যে নতুন টাউনশিপ গড়ে তুলেছিলেন, তার নাম দিয়েছিলেন 'কল্যাণী'। সব ঠিকঠাক থাকলে ২০২২ এর প্রথম দিকেই নাকি শুরু হয়ে যেতে পারে এই ছবির শ্যুটিং।

অন্যদিকে, রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এদিন বোমা ফাটিয়েছেন রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "বিধান রায়ের একটা প্রপার বায়োপিক আমরা বানাচ্ছি। অনেকদিন আগেই ফেসবুকে তার আভাস দিয়েছিলাম। শ্রীকান্ত ও মণিদা আমাদের বন্ধু , তাই এই প্রজেক্ট নিয়ে SVF-এর সাথে কোনো দ্বন্দ নেই...বরং একটা প্রতিযোগিতা থাকুক কে কতটা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে...এখন শুধু অপেক্ষা সৃজিত কবে সময় করে উঠতে পারে ওর ব্যস্ত সিডিউল থেকে, সেই মত আমরা প্ল্যান করবো...সঙ্গে থাকুন!"

হিন্দুস্তান টাইমসের তরফে রানা সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে ফোনের ওপার থেকে তিনি বলেন, "আমার প্রযোজনায় সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গ' ছবির কাজ শেষ হলেই ডা. বিধানচন্দ্র রায়ের বায়োপিকের কাজ শুরু করে দেব। আমাদের ভাবনায় বিধান রায়ের চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য্য আর কল্যাণী সরকারের চরিত্রে প্রিয়াঙ্কা সরকার"। সামান্য থেমে পরিষ্কার, কাটা কাটা ভাষায় তিনি জানান, " আরও একটা কথা। ডা.বিধানচন্দ্র রায় কিন্তু বাঙালির আবেগের অপর একটি নাম। তাই শুধুমাত্র তাঁর প্রেমের দিকটির কথা তুলে একটি আস্ত ছবি তৈরি করা উচিত নয় বলেই আমার মনে হয়। মনে রাখতে হবে , তিনি কিন্তু সামান্য কোনও ব্যক্তি নয়। তাই তাঁর বিষয়ে যা যা সেলুলয়েডে ফুটিয়ে তোলা হবে তা যেন প্রামাণ্য হয়। এবং সেটাই দস্তুর। তাই আমি এটুকু জোর দিয়ে বলতে পারি, আমাদের ছবিতে কোনও 'সামান্য' বিধানচন্দ্র নয়, বরং 'প্রামাণ্য' বিধানচন্দ্র রায়কে উপস্থিত করব"।

বায়োস্কোপ খবর

Latest News

অবশেষে স্বস্তির বৃষ্টি, ভিজল কলকাতা, প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি বড় মেয়ের গলা জড়িয়ে 'রবি'র গান গাইলেন রূপাঞ্জনার মা, আর অভিনেত্রী? পাহাড়ের কোলে অভিনব উপায়ে লঞ্চ হল ভারতের T20 WC-এর জার্সি,তাতে আছে গেরুয়ার ছোঁয়া ‘বিজেপিকে মন্ত্রপূত জল ছিটিয়ে ইঁদুর করে দিন!’ গল্প শুনিয়ে জনতাকে ডাক অভিষেকের বিশ্বের ২ নম্বরকে উড়িয়ে দিলেন মনিকা বাত্রা! প্রথম গেমে হেরেও জিতলেন ৩-১-তে ব্যাট আর গ্লাভস হাতে, এবারের আইপিএলে কেমন পারফরমেন্স ধোনির? লখনউয়ের বিপক্ষে ৮১ রানের ইনিংস,আইপিএলে তাক লাগিয়ে দিয়েছেন নারিন মমতা একজন নোংরা রাজনীতিবিদ, ঈশ্বরের পক্ষেও ওকে বাঁচানো কঠিন: রাজ্যপাল কাঞ্চনের জন্মদিনে শ্রীময়ী একাই একশো! হেঁশেলে ঢুকে কী কী রান্না করলেন নতুন বউ? শীঘ্রই তৈরি হতে চলেছে গজকেশরী যোগ, ৩ রাশির ভাগ্য হবে উজ্জ্বল, আয় ও সন্মান বাড়বে

Latest IPL News

‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো LSG vs KKR: রাসেল মিডল ওভারে উইকেট নিয়ে চাপ কমিয়ে দেয়, প্রশংসায় পঞ্চমুখ রানা ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার 'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন টি২০ বিশ্বকাপে নাশকতার ছক পাকিস্তানের জঙ্গি সংগঠনের, কি ব্যবস্থা নিচ্ছে ICC? ঘরের মাঠে না জিতলে কিচ্ছু হবে না, পঞ্জাবের খেলায় হতাশ হয়ে হাল ছাড়লেন প্রীতি! বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ ‘১৫-২০ রান কম উঠেছিল’,ধোনির দিকে আঙুল না তুললেও ব্যাটিং নিয়ে মুখ খুললেন জাড্ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ