বাংলা নিউজ > বায়োস্কোপ > Projapati Trailer: ‘বিয়ে করলেই ভেন্টিলেশন’,দেবের জন্য হন্যে হয়ে বউ খুঁজছেন মিঠুন,আসছে ‘প্রজাপতি’

Projapati Trailer: ‘বিয়ে করলেই ভেন্টিলেশন’,দেবের জন্য হন্যে হয়ে বউ খুঁজছেন মিঠুন,আসছে ‘প্রজাপতি’

এসে গেল প্রজাপতির ট্রেলার

Projapati Trailer: ‘মারব এখানে, ঘুঁটি পড়বে পকেটে’, স্বমহিমায় বাংলা ছবির পর্দায় কামব্যআক করছেন মিঠুন চক্রবর্তী। প্রকাশ্যে দেব-মিঠুন অভিনীত ‘প্রজপতি’র ট্রেলার। 

‘বিয়ে না করলে আইসোলেশন, করলেই ভেন্টিলেশন’- এমনটাই মত দেবের! তাই এখনও ছাতনা তলায় বসেননি নায়ক। অথচ নাছোড়বান্দা বাবা (মিঠুন চক্রবর্তী)। একা হাতে এতদিন ছেলের খেয়াল রাখছেন, তবে আর পারা যাচ্ছে না। ‘তুই শুধু বিয়েটা করেনে’- ছেলের কাছে কাতর আর্জি প্রৌঢ় গৌর বাবুর (মিঠুন অভিনীত চরিত্র)। তবে বিয়ের ফাঁদে পা দিতে না-রাজ পেশায় ওয়েডিং প্ল্যানার দেব। ছেলে কি শেষমেষ বিয়েতে রাজি হবে নাকি তাঁর রাজি না হওয়ার পিছনে রয়েছে অন্য কোনও কারণ? সবটাই উঠে আসবে পরিচালক অভিজিৎ সেনের ক্রিসমাস রিলিজ ‘প্রজাপতি’তে।

বৃহস্পতিবার সামনে এল এই ছবির ট্রেলার। বাবা-ছেলের সম্পর্কের সমীকরণই এই ছবির প্রাণভ্রমরা। ট্রেলারের পরতে পরতেও সেই নিখাদ ভালোবাসার ছবি উঠে আসে। এর আগে হিরোগিরি (২০১৫) ছবিতে একসঙ্গে দেখেছে দর্শক দেখেছে মিঠুন ও দেবকে।। তবে এই ছবিটাই আবর্তিত এই দু'জনের সম্পর্কে ঘিরে।

চমকের শেষ এখানেই নয়, এই ছবির সুবাদেই ৪৬ বছর পর (মৃগয়া-র পর) একফ্রেমে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে। মমতা শঙ্করের মেয়ের ভূমিকায় রয়েছেন কৌশানি (জয়শ্রী)। ছেলের সম্ভাব্য পাত্রী হিসাবে তাঁকে পছন্দ করেন মিঠুন,তবে বিয়ে থেকে বাঁচতে দেবের অজুহাত ‘আমার গার্লফ্রেন্ড আছে'। এরপর কাহিনিতে এন্ট্রি মালার। সেই ভূমিকায় থাকছেন ‘যমুনা ঢাকি’ খ্যাত শ্বেতা ভট্টাচার্য। ট্রেলারে ইঙ্গিত মিলেছে সহকর্মী মালাকেই নিজের প্রেমিকা হিসাবে পরিচয় দেবেন দেব। তারপর কী হবে? মালার সঙ্গে কি মালাবদল ঘটবে? নাকি কাহিনিতে থাকবে অন্য কোনও টুইস্ট? তা জানতে অপেক্ষা আগামী ২৩শে ডিসেম্বরের। ছবিতে অনন্যা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন, অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায় এবং কণীনিকা বন্দ্যোপাধ্যায়।

এর আগে অভিজিৎ সেনের পরিচালনায় ‘টনিক’ ছবিতে কাজ করেছেন দেব। এবার এই জুটি উপহার দিচ্ছে ‘প্রজাপতি’। এই ছবিক যৌথ প্রযোজকের ভূমিকায় রয়েছেন দেব। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থা বেঙ্গল টকিসের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ‘প্রজাপতি’।

বন্ধ করুন