দিদি নম্বর ওয়ানে এদিন খেলতে এসেছিলেন মন দিতে চাই ধারাবাহিকের কলাকুশলীরা। সেখানে এসে রচনা বন্দ্যোপাধ্যায় এক প্রকার সবার সামনে অরুণিমা হালদার এবং রব দের সম্পর্কের কথা ফাঁস করে দিলেন। এতদিন কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে পর্দার দেওরের সঙ্গে চুপিচুপি প্রেম করছেন অরুণিমা। এদিন সেই কথাই যেন প্রমাণিত হল।
দিদি নম্বর ওয়ানে রব এবং অরুণিমার সম্পর্কের কথা
এদিন দিদি নম্বর ওয়ানে মন দিতে চাই ধারাবাহিকের কলাকুশলীরা এসেছিলেন। সেখানেই নায়িকা অরুণিমার সঙ্গে মজায় মেতে ওঠেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি মজা করে অরুণিমাকে জিজ্ঞেস করেন, 'জীবনে কী চলছে?' উত্তরে অভিনেত্রী বলেন, 'আর কিছুই চলছে না। সকালে শ্যুটিংয়ে যাচ্ছি, বিকেলে ফিরে আসছি। ঘুমাচ্ছি। আবার শ্যুটিংয়ে চলে যাচ্ছি।' শুনে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটা হতে পারে? ঠাম্মি কিন্তু সত্যি জানিয়ে দেবে। এত বছর ধরে সবার উপর কড়া নজর, এতদিন আমরা নজরে ছিলাম। এবার তোমার। কী ঠাম্মি? কার সঙ্গে ফোনে কথা বলে ও?' উত্তরে ঠাম্মি ওরফে অনামিকা সাহা বলেন, ' না না, ফোনে কথা বলে না। কেউ নিতেও আসে না। তবে হতে পরে যেখানে কাজ করে সেখানেই সে উপস্থিত।' এই কথা শুনে সকলেই হেসে ফেলেন।
আরও পড়ুন: 'বাবা বেদম পিটিয়েছিল', রণবীরকে মারতেন ঋষি কাপুর! গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে কোন গল্প শোনালেন?
আরও পড়ুন: 'আমার মতো ভুল...' নেশায় বুঁদ হয়ে শেষ হয়েছে কেরিয়ার, ভক্তদের কীসের থেকে সাবধান করলেন হানি সিং?
একই কথা বলেন নিশা পোদ্দারও। তিনি তিতির ওরফে অরুণিমাকে নিয়ে বলেন, 'তিতিরের সঙ্গে দেওরের সম্পর্ক ভালো। কিন্তু অরুণিমার সঙ্গে পর্দার দেওরের সম্পর্ক একটু বেশিই ভালো।' এটা শুনে অরুণিমা সাফাই দিয়ে বলেন, 'ওর সঙ্গে ভালো সম্পর্ক কারণ আমি ওকে বহুদিন ধরে চিনি।' রচনা যখন শেষে বলেন, 'ও তার মানে বহুদিনের সম্পর্ক (প্রেম)।' উত্তরে সম্মতি জানান মন দিতে চাই ধারাবাহিকের নায়িকা
আরও পড়ুন: মায়ের শত অনুরোধ উপরোধেও বিয়েতে নারাজ হানি! শর্ত দিয়ে বললেন, 'যদি মেয়েটি...'
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।