'ইয়ো ইয়ো হানি সিং'। এই বাক্যটা প্রায় সকলেরই চেনা। বলিউডের জগতে ধূমকেতুর মতো উদয় হয়েছিলেন তিনি। হারিয়েও যান একই ভাবে। একাধিক হিট গান উপহার দিয়েছেন, কিন্তু কেরিয়ার, খ্যাতির মধ্যগগনে থাকাকালীন নিমেষে হারিয়ে যান হানি সিং। এখন আবার মূল স্রোতে ফেরার চেষ্টা করছেন, কেরিয়ারটাকে পুনরুজ্জীবিত করা যায় কিনা সেটার চেষ্টা করছেন। করছেন টুকটাক লাইভ শোও। কিন্তু তাতেও যেন রীতিমত হিমশিম খাচ্ছেন। তবুও চেষ্টা চালাচ্ছেন। আর এদিন তেমনই এক লাইভ অনুষ্ঠান থেকে তিনি ভক্তদের সচেতন করলেন।
ভক্তদের উদ্দেশ্য কী বললেন হানি সিং?
হানি সিং এখন আবার তাঁর মিউজিক অ্যালবাম আনছেন। লাইভ শো করছেন। তেমনই এক শোতে এদিন তিনি ভক্তদের একটি বিশেষ জিনিস নিয়ে সচেতন করলেন।
আরও পড়ুন: খোলা পিঠ জুড়ে কবিতার লাইন, সাদা - লালের নকশি কাঁথার গাউনে প্রাচ্য - পাশ্চাত্য মেলালেন মনামী
তিনি লাইক অনুষ্ঠান চলাকালীন ভক্তদের উদ্দেশ্যে একপ্রকার কাতর আবেদন করে বলেন, 'দয়া করে আপনারা কেউ গাঁজা খাবেন না। গাঁজার নেশার জন্যই আমার জীবনের মূল্যবান পাঁচটা বছর নষ্ট হয়ে গিয়েছে।' তিনি এদিন আরও বলেন, 'মদ খেতে ইচ্ছে করলে যত ইচ্ছে মদ খান। কিন্তু গাঁজা খাবেন না। এটার জন্যই আমার জীবন বরবাদ হয়ে গিয়েছে।' হানি সিংয়ের কথা এদিন বেশ স্পষ্টই বুঝিয়ে দেন তিনি তাঁর কাজে অনুতপ্ত। ভুল বুঝেছেন এবং সেটা বদলানোর আপ্রাণ চেষ্টা করছেন। শুধু ভুল শুধরে নিচ্ছেন যে সেটা নয়, একই সঙ্গে তিনি কেরিয়ারটা আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
আরও পড়ুন: প্রচার ছেড়ে নাম - সংকীর্তনের অনুষ্ঠানে হাজির সায়নী! ভক্তদের সঙ্গে নেচে নেচে গাইলেন কৃষ্ণগান
প্রসঙ্গত বাদশা এখন সঙ্গীত জগতে বিখ্যাত নাম। তবে একটা সময় তিনি কিন্তু হানি সিংয়ের জন্যই গান গাইতেন। আর সেগুলো বিখ্যাত হতো। যখন এটা বুঝতে পারেন বাদশা তিনি হানির জন্য গান লেখা বন্ধ করে নিজে গান তৈরি করতে থাকেন। তবে এখন আবার যখন হানি সিং তাঁর কেরিয়ারে মন দিচ্ছেন তখন তাঁদের ভক্তরা আবারও তাঁদের গান শুনতে আগ্রহী।