দিদি নম্বর ওয়ানে মাকে নিয়ে টলিউডের জনপ্রিয় অভিনেতারা খেলতে এসেছিলেন। সেখানেই টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেতা হানি বাফনা জানান বিয়ের জন্য তাঁর কেমন মেয়ে পছন্দ। জানান তাঁর কেরিয়ার নিয়ে প্ল্যানিংও।
বিয়ে নিয়ে দিদি নম্বর ওয়ানে কী বললেন হানি?
এদিন হানি বাফনার মা সুরজ বাফনা জানান তাঁর ছেলের বিষয়ে তাঁর কোনও অভিযোগ নেই। কেবল সে বিয়ে করতে চায় না। কারণ জিজ্ঞেস করলে অভিনেতা জানান 'আমি এখনও স্ট্রাগল করছি।' এরপর রচনা বন্দ্যোপাধ্যায় জানান তিনিও এখনও স্ট্রাগল করছেন। এটা বিয়ে না করার কোনও কারণ নয়। দিদির বোঝানোয় বিয়েতে রাজি হন হানি। তবে জানান তিনি তাঁর স্ত্রী হিসেবে শ্যামবর্ণ কোনও মেয়েকে চান। এটাই তাঁর পছন্দ। ছেলের কথা শুনে সুরজ বাফনা জানান, 'দিদি আপনার নম্বরটা দেবেন, বাড়ি গিয়ে বিয়ের জন্য বেঁকে বসলে আপনাকে জানাব।' এটা শুনেই সকলে হেসে ফেলেন।
আরও পড়ুন: 'কোনও সেন্স নেই...' বরকে দিয়ে পদসেবা, চরম কটাক্ষের মুখে এবারের CCL-এর নায়ক রাহুলের স্ত্রী প্রীতি
কেরিয়ার নিয়ে কী বললেন হানি?
হানি বাফনা এদিন দিদি নম্বর ওয়ানে জানান তিনি এখন টলিউডের পাশাপাশি বলিউডের জন্য ট্রাই করছেন। অডিশন দিচ্ছেন। এদিন তিনি আরও বলেন, 'বাইরে গেলেও আমি বাংলা ছাড়ব না। এখানে আবার ফিরে আসব।'
আরও পড়ুন: অ্যানিম্যাল বিতর্কে সন্দীপের পাশেই সৃজিত? বললেন, 'ছবিতে কী কতটা থাকবে সেটা পরিচালকের...'
হানির অ্যাকসিডেন্ট
কিছু মাস আগে গুরুতর দুর্ঘটনার কবলে পড়েন হানি বাফনা। তাঁর হাতে কেটে রক্তারক্তি হয়ে যায়। দুবার অপারেশন করতে হয়। এখনও ফিজিওথেরাপি চলছে। তবে অভিনেতা জানান 'এখন আমি অনেকটাই সুস্থ। কিন্তু গোটা বিষয়টা খুবই কষ্টকর ছিল।'
আরও পড়ুন: ডোনার কলেজে লুকিয়ে দেখা করতে যেতেন সৌরভ! ধরা পড়তেই দাদাগিরিতে বললেন, 'ওটা আমি না, ওর প্রাক্তন'
আরও পড়ুন: 'কেউ পাত্তা দিচ্ছে না তাই এখন...' মোদীর পর এবার কুণাল কামরার নিশানায় সলমন, ক্ষুব্ধ ভাইজানের ভক্তরা
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।