মুম্বইয়ের অ্যাপার্টমেন্টের নীচেই হোলি খেললেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। প্রতিবেশীদের সঙ্গে হোলি খেলায় মেতে উঠেছিলেন তারকা দম্পতি। সঙ্গে রয়েছেন ছোট্ট রাহাও। দম্পতি এ বছর খুবই অল্প হোলি খেলেছেন। জানা যাচ্ছে, রাহা নাকি জ্বরে কাবু, তাই সেলিব্রেশনে তেমন কোনও বিশেষ প্ল্যানিংই করেননি তাঁরা।
দক্ষিণী অভিনেতা নাদিয়া মইদু রণবীর এবং আলিয়া, রাহার সঙ্গে হোলি খেলার ঝলক শেয়ার করেছেন। রণবীর-আলিয়া নিজেদের আবাসনের নীচে রঙের উৎসবে মেতে উঠেছিলেন। দোলের দিন রীতিমতো হাঁটি হাঁটি পা করে বাবা-মায়ের সঙ্গে দেখা মিলেছে রাহার। বলিউডের এই মিষ্টি জুটি নিজেদের দেড় বছরের মেয়েকে নিয়েই প্রতিবেশিদের সঙ্গে রঙ খেলেছেন। রাহার সঙ্গে এ দিন ছিল তাঁর ন্যানিও। আরও পড়ুন: ‘খুব বড় হিট হবে’, অক্ষয়-টাইগারের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'-র ট্রেলার দেখে আর কী বললেন সলমন
রংয়ের উৎসবের একদিন পরেই রণবীর-আলিয়ার ফ্যান অ্যাকাউন্ট থেকে একটি স্ক্রিনশট দ্রুত গতিতে ভাইরাল হয়েছে। সম্ভবত নাদিয়ার লেখা একটি বার্তা যেখানে লেখা, ‘আমি পৌঁছানোর মাত্র ১০ মিনিট আগেই এটা ঘটেছে। তাঁরা বিল্ডিংয়ের প্রত্য়েক প্রতিবেশীর সঙ্গে কথা বলেছেন এবং যোগদান করতে ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু যেহেতু রাহার গায়ে জ্বর। তাই ওদের খুব মিস করছি’। আরও পড়ুন: জেপি নড্ডার সঙ্গে ৫০ মিনিট বৈঠক করলেন BJP প্রার্থী কঙ্গনা, কী কথাবার্তা হল
একটি ভিডিয়োয় দেখা গিয়েছে এক মহিলা প্রথমে রণবীরের গালে আবির লাগান, তার হাত থেকেই আবির নিয়ে পালটা গালে ঘষেন রণবীর। এরপর তিনি আলিয়াকে গিয়ে আবির ছোঁয়ান। সেই মুহূর্ত হাঁ করে দেখতে ব্যস্ত রাহা। এরপর হাঁটু মুড়ে বসে রণবীর-আলিয়ার সেই প্রতিবেশী আলাপ সারেন রাহার সঙ্গে। ফ্যানপেজ গুলোর সুবাদে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রণবীর-আলিয়ার হোলি সেলিব্রেশনের একগুচ্ছ ভিডিয়ো।
এদিন রণবীরের দেখা মিলেছে ধূসর টি-শার্ট আর লাল শর্টসে। মুম্বইয়ের পালি হিল এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন রালিয়া। হোলির দিন সাদা রঙের টপ আর ছাই রঙা প্য়ান্টে পাওয়া গেল আলিয়া-কন্যাকে। কমলা রঙা ট্যাঙ্ক টপ আর গোলাপি শর্টসে আলিয়া। মেয়ের উপর সারাক্ষণ নজরদারি চালালেন নিজে। রঙের উৎসব চাক্ষুস করলেও মেয়ের গায়ে এক ফোঁটাও রঙ লাগাননি আলিয়া। সম্ভবত একরত্তির গায়ে জ্বর থাকার দরুন এই সিদ্ধান্ত নিয়েছেন মা আলিয়া।
এই অ্যাপার্টমেন্টেই ২০২২ সালের এপ্রিল মাসে বিয়ের পর্ব সেরেছিলেন রণবীর-আলিয়া। রণবীরের ‘বাস্তু’ অ্যাপার্টমেন্টের সঙ্গে দম্পতির অনেক স্মৃতি জড়িয়ে। তবে রালিয়ার নতুন অ্যাপার্টমেন্ট আপতত তৈরি হচ্ছে।