বাংলা নিউজ > বায়োস্কোপ > Solanki Roy-Satyam Bhattacharya: ওয়েব মাধ্যমে জুটি বাঁধছেন শোলাঙ্কি-সত্যম, কোন গল্প বলবে রাহুলের প্রথম সিরিজ

Solanki Roy-Satyam Bhattacharya: ওয়েব মাধ্যমে জুটি বাঁধছেন শোলাঙ্কি-সত্যম, কোন গল্প বলবে রাহুলের প্রথম সিরিজ

ওয়েব মাধ্যমে জুটি বাঁধছেন শোলাঙ্কি-সত্যম

Solanki Roy-Satyam Bhattacharya: ওয়েব সিরিজ পরিচালনায় পা রাখতে চলেছেন রাহুল মুখোপাধ্যায়। আর তাঁর প্রথম ওয়েব সিরিজে জুটি বাঁধছেন খড়ি আর রঘু দা। থুড়ি শোলাঙ্কি এবং সত্যম ভট্টাচার্য।

'বল্লভপুরের রূপকথা' (Ballavpurer Roopkatha) দিয়ে শুরু কেরিয়ার। বেশিদিন না মাত্র গত বছর অক্টোবরের কথা। এরই মধ্যে একাধিক সিনেমা, সিরিজে অভিনয় করে সকলের নজর কেড়েছেন সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya)। এবার শোনা যাচ্ছে তাঁকে নাকি দেখা যাবে রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) নতুন ওয়েব সিরিজে। রাহুল মুখোপাধ্যায়ের এটা প্রথম পরিচিত ওয়েব সিরিজ। তিনি এই কাজের মাধ্যমেই ওয়েব মাধ্যমে পরিচালক হিসেবে ডেবিউ করবেন। আর সেখানেই জুটি বাঁধবেন ‘রঘু দা’ এবং ‘খড়ি’। থুড়ি সত্যম ভট্টাচার্য এবং শোলাঙ্কি রায় (Solanki Roy)।

পরিচালক রাহুল মুখোপাধ্যায় এর আগে একাধিক সিনেমার পরিচালনা করেছেন। উদাহরণ হিসেবে বলা যাবে ‘কিশমিশ’, ‘দিলখুশ’, ইত্যাদির নাম। তবে এবার তিনি পা রাখতে চলেছেন ওয়েব মাধ্যমে।

রাহুল মুখোপাধ্যায়ের নতুন সিরিজে দেখা যাবে শোলাঙ্কি রায়কে। এতদিন তাঁকে স্টার জলসার পর্দায় খড়ির চরিত্রে দেখা যাচ্ছিল। সদ্যই তিনি এই ধারাবাহিক থেকে বেড়িয়েছেন। সেখানে তাঁর চরিত্রের মৃত্যু ঘটেছে। এবার নতুন প্রজেক্ট নিয়ে আসছেন তিনি। যদিও শোলাঙ্কিকে সকলেই মূলত ছোট পর্দায় দেখে থাকেন তবুও তিনি একাধিক সিনেমা, সিরিজ করেছেন। তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাজ হল ‘বাবা বেবি ও’।

অন্যদিকে ‘বল্লভপুরের রূপকথা’ ছবি দিয়েই কেরিয়ার শুরু হয় সত্যম ভট্টাচার্যের। এখন তিনি বাংলা বিনোদন জগতের অন্যতম প্রতিভাবান মুখ। একাধিক সিনেমা, সিরিজে ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন তিনি। কিছুদিন আগেই ‘রক্তবীজ’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন তিনি। তাঁকে আগামীতে দেবের সঙ্গে ব্যোমকেশ ছবিতেও দেখা যাবে।

রাহুল মুখোপাধ্যায়ের এই সিরিজের নাম ‘কেয়ার অব চৌধুরী’ বাড়ি রাখা হয়েছে। শোলাঙ্কি এবং সত্যম ছাড়াও এই সিরিজে থাকবে পরান বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, শান্তি লাল মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, ঋতব্রত মুখোপাধ্যায়, সোহম মৈত্র প্রমুখ। থাকতে পারেন কাঞ্চন মল্লিকও। যদিও সেটা এখনও চূড়ান্ত হয়নি। বোলপুরে আউটডোরে শ্যুটিং হবে এই সিরিজ। আগামীতে মাসের ২ তারিখ থেকে শুরু হবে এটার কাজ।

বন্ধ করুন