বরাবরই চর্চায় থাকেন টলিপাড়ার অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নেটপাড়ার বড়ই প্রিয় তিনি। অভিনেত্রী হিসেবে ঠিক যতটা মন কাড়েন, ঠিক ততটাই রাজ-পত্নীকে ভালোবাসেন মানুষ তাঁর ব্যক্তিগত জীবনের কারণে। মানে স্বামী-পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক, তাঁদের রসায়ন সমস্তটাই মন দিতে নেয় অনুরাগীদের। আর ছোট্ট ইউভান তো আছেই। সে তো এখন থেকেই সকলের নয়নের মণি।
তবে শুভশ্রীকে এখন আরও বেশি বেশি ভালোবাসা দেওয়ার কারণ হল অভিনেত্রী দ্বিতীয়বার মা হতে চলেছেন। জুন মাসে দিয়েছেন দ্বিতীয় সন্তান আসার সুখবর। ২০২০ সালে সেপ্টেম্বর মাসে জন্ম হয়েছিল ইউভানের। আর ২০২৩ সালের ডিসেম্বরে আসার কথা চক্রবর্তী পরিবারে নতুন অতিথির। দুই সন্তানের যে স্বপ্ন শুভশ্রী দেখতেন, তা খুব জলদিই পূরণ হতে চলেছে।
গর্ভাবস্থা মানে কোনও ‘অসুস্থতা’ নয়। একটানা কাজ করছেন এখন শুভশ্রী। দিনকয়েক আগে অবধি চলেছিল ডান্স বাংলা ডান্সের শ্যুট। তার মাঝে আবার প্রলয়-এর প্রচারের কাজেও অংশ নিয়েছিলেন পুরোদমে। তিনি যে ছিলেন এই সিরিজের প্রযোজক। আবার প্রলয় দিয়েই হাতেখড়ি হয়েছিল প্রযোজনায়। সঙ্গে শরীরচর্চাও করছেন। যার টুকটাক ঝলক সামাজিক মাধ্যমেও শেয়ারের করে নেন ‘পরীণিতা’।
কালো ঢিলেঢালা টিশার্ট, স্ল্যাক্সে একটি ছবি শেয়ার করলেন তিনি সোমবারে। যাতে দেখা গেল জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন হবু মা। ক্যাপশনে লিখলেন, ‘যদি আপনার গাইনোকলজিস্ট অনুমতি দেয় তাহলে প্রতিদিন অল্প অল্প করে শরীরচর্চা করুন। এটি আপনাকে শান্ত রাখবে। ইতিবাচক রাখবে। সুন্দর রাখবে।’
ইউভানের সময় ভরা করোনা ছিল। তাই ছিল অনেক বাধানিষেধ। ছিল লকডাউন। তাই সেভাবে বাড়ির বাইরে পা রাখেননি শুভশ্রী। তবে এবারে চুটিয়ে উপভোগ করছেন মাতৃত্বের এই পর্যায়। রাজ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেন, ‘শুভশ্রী এই সময়টা দারুণভাবে উপভোগ করছেন, কাজ করছেন, জিম করছেন। ইউভানের জন্মের সময়টা থেকে এই সময়টা এক্কেবারেই আলাদা। এই সময়টাতেও শুভশ্রী কাজের মধ্যেই থাকতে চায়।’