কোনও কোনও সম্পর্ক ভাঙলেও তা থেকে যায় চিরদিন দর্শক মনে। সেই তালিকায় অনায়াসেই ফেলা যায় দেব আর শুভশ্রীর প্রেম। সেই কবে একে-অপরের থেকে সরে এসেছেন। শুভশ্রী তো বিয়েও করে ফেলেছেন রাজ চক্রবর্তীকে। এক সন্তানের মা। জলদি আসছে দ্বিতীয় সন্তানও। এদিকে দেবও সম্পর্কে রয়েছেন রুক্মিণীর সঙ্গে। তবে দর্শক মনে তাঁদের নিয়ে চর্চা এখনও থামেনি। এখনও দর্শকরা দেব-শুভশ্রী জুটিকে একসঙ্গে দেখার আবদার করে বসে মাঝেমাঝেই।
২০০৯ সালে চ্যালেঞ্জ ছবিতে প্রথমবার জুটি বাঁধেন দেব আর শুভশ্রী। বক্স অফিসে সুপারহিট হয় সেই ছবি। সঙ্গে গাঢ় হয় সম্পর্কের রসায়নও। পরাণ যায় জ্বলিয়া রে, খোকাবাবু, রোমিও, চ্যালেঞ্জে-র মতো একাধিক ছবিতে কাজ করেন দুজন। তবে সম্পর্ক ভাঙার পর আর কাজ করেননি। ২০১৬ সালে দেব আর শুভশ্রীকে নিয়ে একটা ছবি তৈরি করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, নাম ‘ধূমকেতু’। সেটার মুক্তিও এখনও আটকে আছে। সে প্রসঙ্গে ছবির প্রযোজক রাণা সরকার জানিয়েছিলেন, দেব ডাবিং না করাতেই নাকি সেই ছবির মুক্তি আটকে রয়েছে।
সে যাই হোক, শুভশ্রী আর দেব দুজনেই এখন ব্যস্ত নিজেদের সিনেমা নিয়ে। ১১ অগস্ট আছে দেবের ব্যোমকেশ ও দুর্গ রহস্য। আর ১১ অগস্ট থেকেই জি ফাইভে প্রিমিয়ার হওয়া শুরু হবে আবার প্রলয় সিরিজের। যার পরিচালক রাজ চক্রবর্তী আর প্রযোজ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুজনেই ব্যস্ত নিজেদের ছবি আর সিরিজের প্রচারে।
তবে আবার প্রলয়ের প্রচারের সময় একটু অস্বস্তিকর পরিস্থিতির মুখেই পড়তে হল রাজকে। এক সাংবাদিক হঠাৎই প্রশ্ন করে বসেন, হিট সিনেমা প্রলয় যেমন ফিরিয়ে আনলেন, তেমনই দেব-শুভশ্রীর জুটিকে ফিরিয়ে আনার কোনও ইচ্ছে আছে কি না?
রাজ অবশ্য বেশ ঠান্ডা মাথাতেই দিলেন জবাব বউ-এর প্রাক্তনকে নিয়ে। বললেন, ‘এই মুহূর্তে ১১ তারিখ রিলিজ করছে আবার প্রলয়। আমি সেটার উপরেই ফোকাস করছি। আগামী দিনে কী করব সেটা নয় আগামী দিনেই দেখা যাবে।’
প্রসঙ্গত, চলতি বছরে এক অ্যাওয়ার্ড শো-র মঞ্চে বহুবছর পর ক্যামেরার সামনে মুখোমুখি হন দেব আর শুভশ্রী। সিরিজের সেরা অভিনেত্রী হিসেবে ইন্দুবালা ভাতের হোটেলের জন্য পুরস্কার নেন তিনি দেবেরই হাত থেকে। যদিও পুরস্কার পাওয়ার পর তাঁর মুখে ছিল স্বামী রাজেরই প্রশংসা। আড়াই বছরের ছোট্ট বাচ্চা নিয়ে যেভাবে তিনি কেরিয়ার সামলাচ্ছেন তার সম্পূর্ণ ক্রেডিট তিনি দেন রাজকেই। মঞ্চে দেবের সামনে শুভশ্রীর মুখে রাজের প্রশংসার সেই ভিডিয়ো খুব ভাইরাল হয়েছিল সোশ্যালে।