১৯৯০-এর দশকে রাজকুমার সন্তোষীর পরিচালনায় বেশকিছু বড় হিট দিয়েছেন সানি দেওল। যার মধ্যে ছিল 'ঘায়েল', ‘ঘটক’, ‘দামিনী’র মতো ছবি। যদিও 'দামিনী'তে ছোট্ট একটি চরিত্রে ছিলেন সানি। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিল। তবে তারপর থেকে আর একসঙ্গে কাজ করেননি সানি ও রাজকুমার সন্তোষী। তবে বহু বছর পর আবারও পরিচালক রাজকুমার সন্তোষীর পরিচালনায় কাজ করতে চলেছেন সানি দেওয়াল। সৌজন্য আমির খানের প্রযোজনা সংস্থার ছবি ‘লাহোর ১৯৪৭’।
তবে এতদিন কেন একসঙ্গে কাজ করেননি এই পরিচালক ও অভিনেতা জুটি। শোনা যায় সানির সঙ্গে ঝামেলার কারণেই তাঁর সঙ্গে আর কাজ করেননি রাজকুমার সন্তোষী। সম্প্রতি নিজেদের মধ্যে সেই ঝামেলার কথা নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে অকপটে স্বীকার করে নেন রাজকুমার। ঠিক কী বলেছেন তিনি?
রাজকুমার সন্তোষী বলেন, ‘হ্য়াঁ, আমার আর সানির ঝগড়া হয়েছিল। তবে এটা আমি মানতে বাধ্য যে সানি আমায় সেই সময় চিনেছিলেন, যদি আর কেউ আমায় চিনতে পারেননি। সানির সঙ্গে ঘায়েল-ই আমার প্রথম ছবি। আমি তখন ইন্ডাস্ট্রিতে এক্কেবারেই নতুন ছিলাম, উনি (সানি) ই ছবির প্রযোজনা করেছিলেন, আর আমাকে ছবি পরিচালনার সুযোগ দিয়েছিলেন। আমি পুরো স্বাধীনভাবে ছবিটা বানিয়েছি, এটাই ওঁর মহত্ব।’
আরও পড়ুন-আরও পড়ুন-চর্চায় 'খুফিয়া'! টাবুর সঙ্গে চুম্বনের দৃশ্যের শ্য়ুটিং নিয়ে অকপট বাঁধন
আরও পড়ুন-বোনকে ওরা খুন করেছে, আমাকেও হুমকি দেওয়া হচ্ছে, কোথায় আছি তাই জানাতে পারব না: মধুরা
জানা যায়, রাজকুমার সন্তোষীর সঙ্গে সানি দেওলের ঝাগড়ার কারণ নাকি ভগৎ সিং-কে নিয়ে তৈরি দুটি ছবি। শোনা গিয়েছিল ভগৎ সিংকে নিয়ে দুটি ছবি তৈরি হচ্ছিল। সানি দেওলের ‘২৩শে মার্চ ১৯৩১: শহিদ’ ছবিটি প্রথমে পরিচালনা করার কথা ছিল রাজকুমার সন্তোষীর, যেখানে প্রধান ভূমিকায় ববি দেওল অভিনয় করেছিলেন। তবে পরে সেই ছবির পরিবর্তে, তিনি অজয় দেবগন অভিনীত ‘দ্য লিজেন্ড অফ ভগত সিং’ পরিচালনা করেন রাজকুমার সন্তোষী। আর এটা নিয়েই নাকি সানি ও রাজকুমারের ঝামেলা হয়েছিল।। এরপর ছবিগুলো বক্স অফিসেও মুখোমুখি হয়েছিল। এরপর আর কখনও একসঙ্গে কাজ করেননি রাজকুমার সন্তোষী ও সানি দেওল।
তবে সময় হয়ত সবই বদলে দেয়। তাই হয়ত এতদিন পর ফের আমির খান প্রযোজিত ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন রাজকুমার সন্তোষী ও সানি দেওল।
এদিকে এর আগে, বলিউড হাঙ্গামাks সন্তোষী বলেছিলেন যে ‘ঘায়েল’-এর সাফল্যের পরে, তার এবং সানির ‘ঘটক’-এ কাজ করার কথা ছিল তবে ‘দামিনী’তে সানির ক্যামিও চরিত্রে কাজ করার কথা ছিল না। রাজকুমার জানান, ওই চরিত্রের জন্য আসলে এই ওম পুরীর কথাই ভেবেছিলেন তিনি। সন্তোষী বলেন ‘হ্যাঁ, আমরা ওম পুরীকে নিয়ে আসার এবং অমরীশ পুরীর সঙ্গে ওঁর দ্বন্দ্ব দেখানোর চিন্তা করেছিলাম। কারণ ঘায়েলের পর সানি তখন অনেক বড় নায়ক। তাই দামনীর ওই ছোট্ট চরিত্রে সানির কাজ করার কথা ছিরল না। যাইহোক, প্রযোজক এবং ওম পুরীর সচিবের মধ্যে পারিশ্রমিক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তারপর সানিকে নেওয়ার কথা ভাবলাম। তখন তিনি আনন্দের সঙ্গেই সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন।’