বাংলা নিউজ > বায়োস্কোপ > Rajnikant Jailer: আসছে রজনীকান্তের 'জেলার', ১০ অগস্ট ছুটি দেওয়া শুরু চেন্নাই-বেঙ্গালুরুর অফিসে

Rajnikant Jailer: আসছে রজনীকান্তের 'জেলার', ১০ অগস্ট ছুটি দেওয়া শুরু চেন্নাই-বেঙ্গালুরুর অফিসে

রজনীকান্তের জেলার নিয়ে উন্মাদনা। 

রিপোর্ট অনুযায়ী, শুক্রবার ‘জেলার’ সিনেমার প্রিভিউ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। শুধু দেশ নয়, বিদেশেও নাকি চলছে রজনীকান্ত-জ্বর। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ার পর্যন্ত প্রসারিত হয়েছে যা।

রজনীকান্তের আসন্ন ফিল্ম 'জেলার' প্রিমিয়ার হচ্ছে ১০ অগস্ট। ভারতজুড়ে সিনেমা হলে ধামাকা করবে আশা রেখেই ছবি আনছেন নির্মাতারা। প্রায় দুই বছরের অনুপস্থিতির পর রুপোলি পর্দায় ফিরছেন দক্ষিণের এই সুপারস্টার। আর সেই উপলক্ষে ছুটি দিয়ে দেওয়া শুরু করে দিল চেন্নাই-বেঙ্গালুরুর অফিসগুিলো।

রিপোর্ট অনুযায়ী, শুক্রবারই সিনেমার প্রিভিউ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। শুধু দেশ নয়, বিদেশেও নাকি চলছে রজনীকান্ত-জ্বর। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ার পর্যন্ত প্রসারিত হয়েছে যা। 'জেলার' তার মুক্তির দিনে ৯০ শতাংশের বেশি স্ক্রিন নিজের দখলে রাখবে বলে মনে করা হচ্ছে। যা রজনীকান্তের জন্য ঐতিহাসিক উদ্বোধন হতে চলেছে। আরও পড়ুন: শাশুড়ির অত্যাচার, ডুবে মরার হুমকি এল শিমুলের থেকে, এবার কি শুধরোবে পরাগ?

নেলসন দিলীপকুমার দ্বারা পরিচালিত 'জেলার' একটি অ্যাকশন ফিল্ম। যেখানে রজনীকান্তকে দেখা যাবে অ্যাকশন প্যাকড অবতারে। রজনীকান্তের চরিত্রের নাম 'টাইগার' মুথুভেল পান্ডিয়ান। এই সিনেমাতে তাঁকে দেখা যাবে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে। প্রিভিউতে রজনীকান্তকে তলোয়ার আর বন্দুক, দুই ব্যবহার করতে দেখা গিয়েছে। ছবিতে রয়েছে জ্যাকি শ্রফও। এছাড়াও 'জেলার'-এ প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, বসন্ত রবি, এবং বিনায়কানের মতো কাস্ট থাকছে। আরও পড়ুন: টাকলু শাহরুখের নতুন ছবি! ভক্তদের উসকে দিতে জাওয়ানের নতুন পোস্টার দিলেন কিং খান

এদিকে জেলার মুক্তির ১ দিন পর বক্স অফিসে আসছে আরও দুটি হিন্দি ছবি। ফলে টক্করটা হবে একেবারে কাঁটায় কাঁটায়। সানি দেওল ও আমিশা পাটেলের গদর ২ মুক্তি পাচ্ছে ১১ অগস্টে। আর একইসঙ্গে হলে আসছে অক্ষয় কুমারের ওএমজি ২। তিনটে ছবি নিয়েই ভালো ক্রেজ আছে বাজারে। আরও পড়ুন: ‘মানতে পারি না ছেলে মুখের উপর আমায় জবাব দিচ্ছে!’, মাতৃত্ব নিয়ে চিন্তায় রচনা

সানি-আমিশার গদর ২-এর গল্পে দেখা যাবে এবার ছেলে জিতে-কে বাঁচাতে পাকিস্তানে যাবে তারা সিং। লড়বে পাকিস্তান আর্মির সঙ্গে। আর ওএমজি ২-তে উলটো দিকে মর্তে আসবেন ভগবান শিব। যেই চরিত্রে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, শিব ভক্তের চরিত্রে। পঙ্কজের পরিবারের উপর নেমে আসা বিপদ আটকাতেই আসবে শিব। ছবিতে আইনজীবীর চরিত্রে ইয়ামি গৌতম।

 

বন্ধ করুন