নতুন বছরের শুরুতেই মিলেছিল গুড নিউজ! রকুল প্রীত সিং এবং প্রযোজক জ্যাকি ভাগনানি তাঁদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে প্রস্তুত। আগামী ২২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন দুজনে। এবার জুটির বিয়ে নিয়ে সামনে এল চমকে যাওয়ার মতো তথ্য! পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, শেষ মুহূর্তে বিদেশে একটি বিয়ের পরিকল্পনা বাতিল করেছেন জ্যাকি-রকুল। সবটাই পেছনেই রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছে।
কেন বিয়ের ভেন্যু বদল করলেন জ্যাকি
পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, রকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা করেছিলেন। প্রায় ছয় মাসের সূক্ষ্ম পরিকল্পনার পরে, সবকিছু মোটামুটি ঠিকঠাক ছিল। তবে, ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ধনী ও প্রভাবশালী পরিবারগুলিকে তাদের জীবনের বড় অনুষ্ঠানের স্থান হিসাবে ভারতকে বেছে নেওয়ার আহ্বান জানান। এরপরই মন বদলান হবু বর-কনে। রকুল এবং জ্যাকি তাদের বিয়ের সব পরিকল্পনা বদলে ফেলেন।
সূত্রটি আরও জানায়, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পরিকল্পনায় এই পরিবর্তন আনা হয়। মধ্যপ্রাচ্য নয়, আগামী ২২ শে ফেব্রুয়ারি গোয়ায় চারহাত এক হবে রাকুল-জ্যাকির।
বিয়ের এক মাসও বাকি নেই
চলতি মাসের শুরুতে মুম্বইয়ে রাম মন্দিরের রেপ্লিকা রথে পুজো দিতে দেখা গিয়েছিল এই জুটিকে। সফরের পর রকুল ও জ্যাকি তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি যৌথ পোস্টও শেয়ার করেছেন। রকুলের পরনে ছিল প্যাস্টেল সবুজ পোশাক, জ্যাকি ঝলমল করলন হলুদ কুর্তা পাজামায়। ভিডিয়োর ক্যাপশনে জ্যাকি লিখেছেন, ‘রাম মন্দিরের রেপ্লিকা রথ দেখে মুগ্ধ। শান্তিপূর্ণ এবং ঐশ্বরিক…’।
জ্যাকি-রকুলের সম্পর্কের টাইমলাইন
২০২১ সালে নিজেদের সম্পর্কে অফিসিয়্যাল সিলমোহর দিয়েছিলেন রকুল প্রীত। প্রেমিকের হাতে হাত রাখার লেন্সবন্দি মুহূর্ত ইনস্টাগ্রামে দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘এ বছরে তুমিই আমার সব চেয়ে বড় উপহার।’ তারপর কেটেছে প্রায় দু-বছর। ২২-এর নভেম্বরেই নাকি বিয়ে করে নিতে দুজনে। তবে কাজ নিয়ে ব্যস্ততার জেরে সেবার ভেস্তে যায় পরিকল্পনা। তবে এবার দিনক্ষণ পাকা।
বলিউডে যেখানে ‘আমরা শুধুই বন্ধু’ বলার চল, সেখানে উলটো পথের পথিক রকুল ও জ্যাকি। এই ব্যাপারে অভিনেত্রীকে প্রশ্ন করা হল তিনি সটান জানিয়েছিলেন, ‘হ্যাঁ এরকম হয় কারণ অনেকেই ভয় পান যে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তাঁর কর্মজীবন নিয়ে প্রকাশিত খবরে প্রভাব ফেলবে। কিন্তু, এরকম হওয়ার সম্ভাবনাই নেই! আর যদি হয় তাহলে বুঝতে হবে কোথাও বড় একটা ভুল হচ্ছে।’
চিনে নিন রকুলের হবু বরকে
বলিউডের নামী পরিচালক-প্রযোজক বাবা বসু ভগনানির ছেলে জ্যাকি। বাবার প্রযোজনায় ২০০৯ সালে ‘কল কিসনে দেখা’ ছবিতে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জ্যাকি। প্রথম ছবিতে বিশেষ সাফল্য মেলেনি। তার পর একাধিক বার পর্দায় তাঁকে দেখা গেলেও দর্শক-মনে চাপ ফেলতে পারেননি জ্যাকি। এর পরেই পর্দার সামনে থেকে নেপথ্যে স্থানান্তর। আপাতত প্রযোজনা নিয়ে ব্যস্ত রকুলের হবু বর।
রকুলের আসন্ন প্রোজেক্ট
২০২৩ সালটা পেশাগতভাবে মোটেই ভাবে যায়নি রাকুলের। তাঁর বক্স অফিসে একমাত্র হিন্দি রিলিজ ছিল ‘ছাত্রিওয়ালি’। সামাজিক বার্তা থাকলেও সিনেমা হলে মুখ থুবড়ে পড়ে এই ছবি। তবে নতুন বছরে কমল হাসানের ইন্ডিয়ান ২-তে দেখা যাবে জ্যাকির হবু বউকে।