বলিউডে ফের বিয়ের সানাই। আগামী ২১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন রকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানি। বিয়ের আয়োজন হয়েছে গোয়ায়, সমুদ্র সৈকতের পাশে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে করবেন রকুল-জ্যাকি। ইতিমধ্যেই সেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২০ ফেব্রুয়ারি হবে মেহেন্দি অনুষ্ঠান।
বিয়ে নিয়ে মিডিয়ার সামনে এখনও কোনও মন্তব্য করেননি রকুল এবং জ্যাকির মধ্যে দুজনের মধ্যে কেউই। তবে আমন্ত্রিতদের মধ্যে একজন জানিয়েছেন, ‘মেহেন্দিতে কার্নিভাল ভাবস রেখেছেন, আর বিয়েতে থাকছে প্যাস্টেল টোনের ছোঁয়া। প্রত্যেক ইভেন্টে আলাদা আলাদা থিম রেখেছেন। নতুন কনে হেঁটে প্রায় ৮০ মিটার একটি রাস্তা তৈরি করা হয়েছে, যাতে কার্পেট পাতা থাকবে। প্রত্যেক আলাদা আলাদা থিম এবং অনুষ্ঠানের জন্য রং-এর থিমের কথা আগে থেকেই আমন্ত্রিতদের জানিয়ে দেওয়া হবে’। আরও পড়ুন: নতুন রেস্তোরাঁর গ্র্যান্ড ওপেনিং করলেন গৌরী! করণ, ভাবনা থেকে নীলম, হাজির আর কারা
সদ্য প্রকাশ্যে এসেছে রকুল-জ্যাকির বিয়ের কার্ড। সেটাও করা হয়েছে নীল-সাদা রঙে। নিজেদের বিয়েতে অভিনব পন্থা নিলেন রকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানি। এলাহি আয়োজন থাকছে। তবে, সে সবই হবে পরিবেশবান্ধব পদ্ধিতে।
ইটাইমসকে সূত্র আরও জানিয়েছে, ‘সমুদ্র সৈকতে বিয়ে করবেন তাঁরা। রকুল এবং জ্যাকি দুজনেই সমুদ্র খুব পছন্দ করেন। জীবনের বড় দিনের জন্য তাই সমুদ্র সৈকতের ধারের ভেন্যু বেছে নিয়েছেন। এখনও পর্যন্ত হানিমুন প্ল্যান ফাঁস করেননি। বিয়ের পর পরই কাজে ফিরবেন এই জুটি। বিয়ে শুরুর তিন দিন আগে পর্যন্তও কাজ করবেন রকুল। প্রায় এক সপ্তাহের মতো কাজ থেকে ছুটি নিয়েছেন’।
বেশ কয়েক বছর ধরে প্রেম করছেন তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে তেমন ভাবে আলোচনা না করলেও কখনও সে ভাবে লুকোছাপাও করেননি রকুলপ্রীত বা জ্যাকি কেউই। ২০২১ সালের অক্টোবরে রকুল ও জ্যাকি তাঁদের সম্পর্ককে ইনস্টাগ্রামের মাধ্যমে অফিসিয়ালি জানান। অভিনেত্রী লিখেছিলেন, ‘এ বছরে তুমিই আমার সব চেয়ে বড় উপহার।’ আগামী ২১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে এই জুটি। ২২ ফেব্রুয়ারি মুম্বইয়ের বন্ধুবান্ধব, তারকাদের জন্য রয়েছে রিসেপশন পার্টির আয়োজন। প্রযোজক বাসু ভগনানির ছেলে জ্যাকি। তাই জ্যাকি-রকুলের বিয়েতে যে বি-টাউনের খ্যাতনামী তারকারা আসবেন, এটা ধরে নেওয়াই যায়।
একট সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, 'জ্যাকি এবং রকুল তাঁদের বিয়ের অনুষ্ঠান হতে চলেছে খুবই অন্তরঙ্গ। তবে এক্ষেত্রে তাঁরা তাঁদের জন্য সবকিছুতেই সেরাটাই বেছে নিতে চান। জানা যাচ্ছে সব্যসাচী কিংবা মণীশ মালহোত্রার কিংবা তরুণ তাহিলিয়ানি কালজয়ী ডিজাইন করা পোশাকই পরবেন রকুল-জ্য়াকি।