একের পর এক অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকারা বিয়ে করছেন। টলিপাড়ায় এখন যেন বিয়ের মরশুম। সদ্যই চার হাত এক হল অনুপম-প্রশ্মিতা, কাঞ্চন-শ্রীময়ীর। আবার ওই একই দিনে সাতপাকে বাঁধা পড়েছেম টলিউডের আরেক অভিনেত্রী জয়িতা গোস্বামী। হ্য়াঁ, ঠিকই ধরেছেন টেলি পর্দার ‘রামপ্রসাদ’-এর বৌদি লবঙ্গলতা।
বিয়ের পর বউভাতের দিন সকালে হয়েছে অভিনেত্রী জয়িতা গোস্বামীর ভাত-কাপড়ের অনুষ্ঠান। জীবনের সেই মুহূর্তটি মজাদার করে তুলেছিলেন অভিনেত্রী। ভাত-কাপড়ের অনুষ্ঠানে জয়িতার স্বামী অর্থাৎ নেতা পার্থিব বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল ‘আমি আগে থেকেই তোমার দায়িত্ব নিয়েছিলাম। আজ থেকে সবকিছু সামাজিক হবে।’ পার্থিব বলার পরই জয়িতা বলেন, ‘আচ্ছা তুমি আমার দায়িত্ব নিলে আর আমি তোমার অনলাইনে যা যা ট্রান্সাকশন, গুগল পে থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব আমিই নিলাম।’
আরও পড়ুন-বাইক চালাচ্ছেন দেব, পিছনে উল্টো করে বসে খোল বাজাচ্ছেন যিশু, কয়লাখনিতে চলছে খাদানের শ্যুটিং
আরও পড়ুন-ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন, একটু সুস্থ হতেই ছেলে-বউমার সঙ্গে কোথায় বেড়াতে গেলেন মিঠুন?
জয়িতার মুখে এমন কথা শুনে সকলেই উপস্থিত সকলেই হেসে ফেলেন। পাশ থেকে আবার কেউ একজন বললেন, ‘নে এবার ভাতটা খা…’। জয়িতার এই পোস্ট দেখে না হেসে পারেননি নেট নাগরিকরাও।
২ মার্চ, বিয়ের দিন টুকটুকে লাল বেনারসিতে সেজেছিলেন জয়িতা গোস্বামী, সঙ্গে ছিল গা ভর্তি সোনার হয়না। অন্যদিকে, পার্থিবকে দেখা যায় বিয়ের জোড়ে। ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় কায়দায় নাচতে নাচতে বিয়ে করতে এসেছিলেন পার্থিব। বিয়ের নানান মুহূর্ত ভিডিয়ো আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জয়িতা-পার্থিব।
জয়িতা এবং পার্থিবের বিয়েতে শুভকামনা জানাতে এদিন হাজির হয়েছিলেন টলিউডের বহু চেনা মুখেরা। রামপ্রসাদ ধারাবাহিকের সকল সদস্যরাও হাজির ছিলেন। লবঙ্গলতার বিয়েতে দেখা যায় রামপ্রসাদ সব্যসাচী চৌধুরী, মা কালী পায়েল, সহ অন্যান্যরা।