কেরিয়ারের অনেকগুলো বছর পার করে এসেছেন। মৃণাল সেনের হাত ধরে বড় পর্দায় ডেবিউ সেরেছেন। প্রথম ছবি ছিল ‘ইন্টারভিউ’। এবার সময়ের দাবি মেনে তিনি ওয়েব মাধ্যমে আসতে চলেছেন। হরনাথ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’ -এর হাত ধরে বিনোদনের এই নতুন মাধ্যমে পা রাখবেন রঞ্জিত মল্লিক।
‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’ নামক ওয়েব সিরিজটির পোস্টার সদ্যই মুক্তি পেয়েছে। আগামী ১১ অগাস্ট আসতে চলেছে এই সিরিজ। আড্ডা টাইমসে দেখা যাবে এই আসন্ন সিরিজ। হরনাথ চক্রবর্তী নিজেই তাঁর এই আগামী কাজের পোস্টার সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। পছন্দের অভিনেতাকে এই নতুন মাধ্যমে আসতে দেখে খুশি ভক্তরাও।
হরনাথ চক্রবর্তীর পোস্টে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এই সিরিজ নিয়ে, কেউ আবার প্রশংসা করেছেন। এক ব্যক্তি লেখেন 'পোস্টার দেখেই আগ্রহ বেড়ে গেল।' কেউ আবার লেখেন, 'অনেক শুভেচ্ছা নেবেন।'
হরনাথ চক্রবর্তী যে ছবিটি শেয়ার করেছেন এই সিরিজের সেখানে একটি চেয়ারে শুয়ে থাকতে দেখা যাচ্ছে রঞ্জিত মল্লিককে। তিনি ওই অবস্থাতেই শুয়ে শুয়ে যে কিছু ভাবছেন সেটা স্পষ্ট। প্রসঙ্গত এই হরনাথ চক্রবর্তীর সঙ্গেই কিন্তু রঞ্জিত মল্লিক একটা সময় একটার পর একটা ছবিতে কাজ করেছে, সুপারহিট ছবি উপহার দিয়েছেন। এই পরিচালক অভিনেতা জুটির অন্যতম সেরা কাজের মধ্যে অবশ্যই নাম করা যায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘দাদা ঠাকুর’, ‘সাথী’, ‘নাটের গুরু’, ইত্যাদি।
আরও পড়ুন: 'ভীষণ বাধ্য মেয়ে', কোয়েলের জন্মদিনে মেয়ের চরিত্রের কোন দিক প্রকাশ্যে আনলেন রঞ্জিত
প্রসঙ্গত রঞ্জিত মল্লিককে এর আগে শেষবার অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের সঙ্গে ‘লাভ ম্যারেজ’ ছবিতে দেখা গিয়েছিল। প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত এই কমেডি ছবিতে আলাদা ভাবে নজর কেড়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।
অন্যদিকে ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’ সিরিজে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। অবসর নেওয়ার পর মানুষের জীবনে বদল আসা অবশ্যম্ভাবী। কী কী বদল আসবে তার জীবনে, তিনি কী করেই বা সেটার সঙ্গে মানান নিজেকে সেগুলোই এখানে তুলে ধরা হবে। অনুরাধা রায়, অদৃজা রায়, আরিয়ান ভৌমিক সহ অন্যান্য অভিনেতাদের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।