বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে নাম আসে দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং-এর। এদিকে খবর রয়েছে, এই পাওয়ার কাপলের মধ্যে নাকি আজকাল বিশেষ বনিবনা হচ্ছে না। বিয়ের বয়স পাঁচ হতে না হতেই তাই আলাদা হওয়ার সিদ্ধান্তটা নিয়েই ফেলেছেন। আর এই গুজবের আগুনে আরও ঘি পড়ে যখন দীপিকার জন্মদিনে রণবীরের তরফ থেকে আসে না কোনও পোস্ট। গোটা দিন পেরিয়ে গেলেও নীরবই থাকেন অভিনেত্রী। না পোস্ট করেন কোনও ছবি বা কোনও বার্থ ডে নোট।
গত বৃহস্পতিবার ৩৮ বছরে পা দেন বলিউড অভিনেতা রণবীর সিং। আলিয়া ভাট থেকে শুরু করে সারা আলি খান, গোটা বলিউড রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও, দীপিকার এই মৌনতা কারও চোখ এড়ায়নি। রণবীরের ভক্তরা সরাসরি সমালোচনা করেন অভিনেত্রীর। ফের একবার ডিভোর্সের গুঞ্জনও মাথাচাড়া দিয়ে ওঠে।
তবে তারপরই যেন তৎপর হয়ে ওঠে দু পক্ষ। প্রথমে দীপিকা ইনস্টাগ্রামে স্বামী ম্যাগাজিনের সম্প্রতি ভোগ ম্যাগাজিনের জন্য করা ফোটোশ্যুটের ছবি শেয়ার করে নেন নিজের ইনস্টা স্টোরিতে। লেখেন, ‘Hell Yea’। সাধারণত উচ্ছ্বাস বা আনন্দ প্রকাশ করতেই ব্যবহার করা হয় এই শব্দবন্ধ।
কিছু কম যান না রণবীরও। তিনিও ইনস্টা স্টোরিতে বউ-এর সঙ্গে একটি সাদা কালো ছবি শেয়ার করে নিলেন। যেখানে জাহাজের মধ্যে রয়েছেন দুজন। মুখ বাইরে বের করে রেখেছেন সমুদ্রের হাওয়া খেতে। দীপিকার চোখ বন্ধ। ক্যামেরার থেকে দূরে তাকানো। পাশে থাকা রণবীরের মুখে হাসি, পোজ দিয়েছেন ক্যামেরায়। এই ছবি শেয়ার করে রণবীর সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘জন্মদিনের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ’।
এই পোস্টের খানিক পরেই মুম্বইয়ের রাস্তায় পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হয় রণবীর সিং-এর গাড়ি। গাড়ির সামনের সিটে বসে মুখ ঘুরিয়ে পিছনের সিটে থাকা কারও সঙ্গে কথা বলছিলেন তিনি। যা থেকে অনেকেরই প্রশ্ন, দীপিকা গাড়িতে থাকলে কেন পাশাপাশি বসলেন না তাঁরা! প্রসঙ্গত, আলিবাগেই এবারের জন্মদিন কাটান রণবীর সিং। এদিন সেখান থেকেই ফিরছিলেন।
৬ বছর প্রেম করার পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং। ‘ফাইন্ডিং ফ্যানি’, ‘রাম-লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-এর মতো বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। দিন দুই আগেই প্রোজেক্ট কে-র টিজার পোস্টার শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। এছাড়াও তাঁর হাতে রয়েছে ফাইটার। রণবীরকে পরবর্তীতে দেখা যাবে রকি অউর রানি কি প্রেম কাহানিতে আলিয়া ভাটের বিপরীতে। যা ২৮ জুলাই মুক্তি পাচ্ছে।