বাংলা নিউজ > বায়োস্কোপ > Raveena Tandon: ‘মিস করছি তোমায়’, বাবার জন্মদিনে স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরলেন রবিনা

Raveena Tandon: ‘মিস করছি তোমায়’, বাবার জন্মদিনে স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরলেন রবিনা

বাবার জন্মদিনে স্মৃতির সরণি বেয়ে অতীতে ফিরলেন রবিনা

Raveena Tandon: মেয়েবেলার একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন রবিনা। সঙ্গে বলিউডে যখন তিনি সবে সবে তাঁর কেরিয়ার শুরু করছেন সেই সময়ের ছবি পোস্ট করলেন। প্রতিটা ছবিতে তাঁর সঙ্গে তাঁর বাবাকে দেখা যাচ্ছে। বাবার জন্মবার্ষিকীকেতে এভাবে শ্রদ্ধা জানালেন তিনি।

ছোটবেলার একাধিক ছবি আজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী রবিনা টন্ডন। আর এই ছবিগুলোর মাধ্যমেই তিনি তাঁর বাবা তথা প্রয়াত প্রযোজক-পরিচালক রবি টন্ডনকে শ্রদ্ধা জানান তাঁর জন্মবার্ষিকীতে। গত বছর না ফেরার দেশে চলে গিয়েছেন অভিনেত্রীর বাবা। এই বছর তাঁর মেয়ে তাই তাঁর স্ত্রীর উদ্দেশে একটি ভিডিয়ো বানিয়ে সেটা পোস্ট করেন। সেই ভিডিয়োতে তাঁদের নানা মুহূর্তের টুকরো ছবি ধরা পড়েছে। সেখানে যেমন তাঁর ছোটবেলার নানা ছবি দেখা গিয়েছে, তেমনই অভিনেত্রী যখন প্রথম তাঁর কেরিয়ার শুরু করেন বলিউডে সেটারও ছবি আছে। একই সঙ্গে রাশা থাডানির ছবিও দেখা গিয়েছে। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'শুভ জন্মদিন বাবা, মিস করি তোমায়।'

অভিনেত্রী যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে প্রথম ছবিতে তাঁর একদম পুঁচকেবেলার একটা ছবি দেখা যায়। তিনি তাঁর বাবার কোলে ছিলেন তখন। তাঁর পরনে একটি ফ্রক এবং হেয়ারব্যান্ড। আরেকটি ছবিতেও তাঁকে তাঁর বাবার কোলেই দেখা যায়। সেখানেও অভিনেত্রীকে তাঁর বাবার কোলে দেখা যায়। এখানেও তাঁর পরনে একটি মিষ্টি ড্রেস ছিল। এছাড়া তাঁদের একটি পারিবারিক ছবি দেখা যায় এই ভিডিয়োতে যেখানে রবি টন্ডন ছাড়াও তাঁর মা বীণা টন্ডন এবং ভাই রাজীব টন্ডনকে দেখা যাচ্ছে। তাঁদের সকলের পরনেই আছে ট্র্যাডিশনাল পোশাক।

এছাড়াও অভিনেত্রী তাঁর বাবার কিছু ছবি পোস্ট করেন সাম্প্রতিক সময়ের। একই সঙ্গে তাঁর মেয়ে এবং বাবার বেশ কিছু ছবিও দেখা যায় এখানে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ৮৭ বছর বয়সে রবিনার বাবা পরলোক গমন করেন। তিনি লাং ফাইব্রোসিসে ভুগছিলেন। আর শ্বাস প্রশ্বাসজনিত কারণেই তাঁর মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর একাধিক ছবি পোস্ট করে অভিনেত্রী তাঁকে শ্রদ্ধা জানান, লেখেন, 'তুমি আমার সঙ্গেই সবসময় হাঁটবে, আমি তোমার সঙ্গেই থাকব। আমি তোমায় কোথাও যেতে দিচ্ছি না বাবা। অনেক ভালোবাসি তোমায়।'

২০২০ সালে সিনেস্তানকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আমি আমার বাবার কারণে গর্বিত। উনি আমার কেরিয়ার হ্যান্ডেল করেছেন। তিনি একজন অত্যন্ত সুদক্ষ পরিচালক হিসেবে পরিচিত ছিলেন। তিনি যেমন ভালো কমেডি ছবি বানাতে পারতেন তেমনই সাইকোলজিক্যাল থ্রিলার ছবিও বানাতে পারতেন।

বন্ধ করুন