বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: সলমন ম্যাজিকে ভর করে রবিবারও ফাটিয়ে ব্যবসা, ভক্তদের ধন্যবাদ জানালেন ভাইজান

Salman Khan: সলমন ম্যাজিকে ভর করে রবিবারও ফাটিয়ে ব্যবসা, ভক্তদের ধন্যবাদ জানালেন ভাইজান

ফ্যানেদের ধন্যবাদ জানালেন ভাইজান (PTI)

Salman Khan on Kisi Ka Bhai Kisi Ki Jaan: ইদের পরদিনও বক্স অফিসে জারি সলমন ধামাকা। ভরিয়ে দিচ্ছে ফ্যানেরা, ধন্যবাদ জ্ঞাপন ভাইজানের। 

শুরুটা দুর্দান্ত হয়নি। মুক্তির প্রথম দিন মাত্র ১৫ কোটিতেই আটকে যায় সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। সমালোচকরাও ছবির নেগেটিভ রিভিউ দিয়েছেন, তবে ইদের দিন ফ্যানেরা নিরাশ করল না প্রিয় ভাইজানকে। দ্বিতীয় দিন এক লাফে বেড়েছে ছবির আয়। খুশির ইদে দলে দলে সিনেমা হল ভরিয়ে দিয়েছেন সলমন অনুরাগীরা।

চলতি বছরের অন্যতম বহুচর্চিত ছবি ফারহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’। সলমনের শেষ দুটি রিলিজ ‘রাধে’ এবং ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ বক্স অফিসে দাগ কাটতে পুরোপুরি ব্যর্থ। তাই এই ছবির বক্স অফিস ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন সলমন। পাঠান ঘিরে যে উন্মাদনা চোখে পড়েছিল, তার ছিটে ফোঁটাও দেখা যায়নি এই ছবিকে ঘিরে। তবে ইদের বক্স অফিস নম্বর দেখে খানিকটা স্বস্তিতে সলমন। শনিবার ২৫.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ভাইজানের ছবি। যার অর্থ ছবির প্রথম ২ দিনে মোট ৪১.৫৬ কোটি টাকা রয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। এর জেরেই ফ্য়ানেদের ধন্যবাদ জানাতে ভুললেন তারকা।

টুইটারে নিজের একটি ছবি শেয়ার করে নায়ক লেখেন, ‘সকলকে ধন্যবাদ আপনাদের ভালোবাসা আর সমর্থনের জন্য। থ্য়াঙ্ক ইউ, মন থেকে কৃতজ্ঞ’। ছবিতে কালো রঙা শার্টে দেখা দিলেন সলমন। শরীর চাপা শার্টে সুস্পষ্ট তাঁর সুঠাম দেহ। সঙ্গে সল্লু মিঁয়ার হালকা হাসি ‘চারচান্দ’ লাগিয়েছে ছবিতে। 

সলমনের ছবির কমেন্ট বক্সে এক ভক্ত লেখেন, ‘ভাইজান আপনি নিজের একটা নিয়ম ভুলে গেছেন, নো সরি, নো থ্য়াঙ্ক ইউ'। অপর একজন লেখেন, ‘ভাই সবসময় তোমার পাশে আছি, আপনি আমাদের জান’। 

প্রথমদিনের তুলনায় ছবির কালেকশন একলাফে ৬২.৮৭% বেড়েছে দ্বিতীয় দিন। দেশের নানান প্রান্তে রবিবারও ছবির একাধিক শো হাউসফুল। প্রাথমিক রিপোর্ট বলছে তৃতীয় দিনেও ছবির কালেকশন রয়েছে ২৫-২৭ কোটির আশেপাশে। এর ফলে প্রথম তিন দিনে ছবির আয় দাঁড়াল ৬৭-৬৯ কোটি টাকা। 

সলমনের এই ছবি দেশের ৪৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। ছবির শো সংখ্য়া প্রায় ১৬০০০। ছবিতে সলমন ছাড়াও দেখা মিলেছে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, পলক তিওয়ারি, জগপতি বাবুদের। ক্যামিও অ্য়াপিয়ারেন্সে দেখা মিলেছে রাম চরণের।

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর সেভাবে বক্স অফিসে ঝড় তুলতে সফল হননি সলমন। কিসি কা ভাই কিসি কি জান কি এই হিসাব বদলাতে সফল হবে? সেটাই এখন দেখবার। 

 

 

বন্ধ করুন