জেদ্দায় চলছে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল। শুক্রবার অভিনেত্রী স্ত্রী করিনা কাপুর খানের সঙ্গে সেখানে পৌঁছেছেন অভিনেতা সইফ আলি খান। সৌদি আরবের উৎসবে উইমেন ইন সিনেমা ইভেন্টে যোগ দেওয়ার আগে তারকা দম্পতি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। ক্যামেরায় ধরা পড়েছে দুজনের মধ্যেকার একটি সুন্দর মুহূর্ত।
রেড কার্পেটে এক সাংবাদিক সইফকে সিনেমায় নারীদের অবদান সম্পর্কে জিজ্ঞেস করলে অভিনেতা বলেছেন, ‘শুরু থেকেই নারীদের ছাড়া সিনেমা অসম্পূর্ণ। সিনেমার কথা ভাবতে গেলে অনেক গুরুত্বপূর্ণ মহিলার কথা মনে পড়ে, মারলেন ডিয়েট্রিচ থেকে অড্রে হেপবার্ন থেকে চার্লিজ থেরনরা আমার প্রিয় অভিনেত্রী..’।
এরই ফাঁকে করিনার জিজ্ঞাসা, ‘তোমার স্ত্রী…!’ তড়িঘড়ি নিজের ভুল সংশোধন করে অভিনেতা জানিয়েছেন, ‘আমার সুন্দরী স্ত্রী…।’ সইফকে নার্ভাস হয়ে যেতে দেখে হেসে কুটোপাটি বেবো।
আরও পড়ুন: অশান্তি চরম সীমায়! শ্রাবন্তীর বিরুদ্ধে নতুন মামলা করলেন তৃতীয় স্বামী রোশন সিং
মা শর্মিলা ঠাকুরের সম্পর্কে বলতে গিয়ে সইফ জানিয়েছেন, ‘আমার মা প্রথম সিনেমায় (অপুর সংসার) সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছিল। সেই সময় তাঁর বয়স ছিল ১৬ বছর। তাই আমার মনে হয় নারীসুলভ সংবেদনশীলতা এবং আঘাত, প্রকৃতির পুরো দিকটাই সিনেমার মধ্যে দিয়ে নারীরা আমাদের বোঝায়।’
অনুষ্ঠান সম্পর্কে কথা বলতে গিয়ে বেবো বলেছেন, ‘বিশ্ব জুড়ে বহু ভিন্ন ভিন্ন দেশের মহিলা এই উত্সবের অংশ হয়ে আসছেন। এখান থেকেই বোঝা যাচ্ছে, ভারত এবং আরও কোনও জায়গার মহিলারা সত্যিই এটাকে উদযাপন করছে, নেতৃত্ব দিচ্ছে। সব ধরণের অভিনেতাদের সাহসী ভূমিকায় দেখে ভালো লাগছে।’
এই বছর রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় কিস্তিতে একাধিক বলিউড তারকা যোগদান করেছেন। করিনা-সইফের পাশাপাশি শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, কাজল, অক্ষয় কুমার, সোনম কাপুরও যোগ দিয়েছেন।