রবিবার রাতে নেহা ধুপিয়ার হাউস পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অফ হোয়াইট রঙের জাম্প স্যুট পরে পার্টিতে হাজির হন তিনি। সঙ্গে নিয়ে ছিলেন লুই ভিতোঁর ব্যাগ। নেহার বাড়ির পার্টিতে হাজির ছিলেন বলিউডের আরও অনেক সেলিব্রিটি।
পোশাকের সঙ্গে ম্যাচিং করে ছোট্ট কানের দুল পরেছিলেন রিয়া। বাম হাতে পরেছিলেন ব্যাঙ্গেলস। চুল মিড পার্ট করে খোলা রেখে হালকা মেকআপ করেছেন তিনি। সবথেকে বেশি নজর কেড়েছে রিয়ার হাতের লুই ভিতোঁর ব্যাগ। লাক্সারি ব্র্যান্ডের লেটেস্ট কালেকশনের এই ব্যাগের দাম কত জানেন? ২ লাখ ৮০ হাজার টাকা। প্রিমিয়াম এই লেদারের ব্যাগ রিয়ার হাতে দেখে নজর কেড়েছে অনেকেরই। আরও পড়ুন: জলসার বাংলোয় রয়েছে চকচকে মার্বেলের মন্দির, নিজের হাতে পুজো দেন অমিতাভ, দেখুন ছবি
এ দিন পাপারাৎজ্জির উপর আচমকা চটে যান রিয়া। পার্টিতে প্রবেশের মুখে মেজাজ হারালেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ফটোশিকারিদের উপর মেজাজ দেখাচ্ছেন রিয়া চক্রবর্তী। ক্যামেরায় ছবি ক্লিক করতেই পাপারাজ্জিদের ধমকে দিলেন অভিনেত্রী। পার্টির শেষে নেহার বাড়ি থেকে বের হতেই রিয়াকে ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। আর তখনই মেজাজ হারান অভিনেত্রী। চিত্র সাংবাদিকদের রিয়া বলে ওঠেন ‘চিৎকার করবেন না! চুপচাপ ছবি তুলুন। আপনাদের চিৎকার যথেষ্ট বিরক্তিকর!’ আরও পড়ুন: নাতি-নাতনির জন্মদিনে কী শুনেই ‘না’ বলেছিলেন মা হিরু? জানালেন করণ নিজে
নতুন বাড়ি কিনেছেন বলিউড অভিনেতা নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদী। সেই উপলক্ষে ইন্ডাস্ট্রির বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁদের বাড়ির গৃহপ্রবেশে। গত বছরই মুম্বইয়ে নতুন বাড়ি কিনেছেন তাঁরা। নেহা-অঙ্গদের বাড়ির পার্টি ছিল তারকাখচিত। হাজির হয়েছেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর, অনন্যা পাণ্ডে, করণ জোহর, রিতেশ দেশমুখ, যুবরাজ সিং, চাঙ্কি পাণ্ডে, ভাবনা পাণ্ডে, রিয়া চক্রবর্তী, সিদ্ধান্ত চতুর্বেদী, অগস্ত্য নন্দা, নভ্যা নভেলি নন্দা, বিদ্যা বালান সহ আরও অনেকে।
তাহিরা কাশ্যপ, কোঙ্কনা সেন শর্মা, মালাইকা আরোরা, শোভিতা ধুলিপালা সহ বলিউডের আরও অনেক তারকা এ দিন সেজেগুজে হাজির হয়েছিলেন নোহা-অঙ্গদের বাড়ির পার্টিতে।
প্রসঙ্গত, ২০২০তে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে যাওয়ার কথা অনেকেরই জানা। তবে সুশান্তের মৃত্যুর পর রিয়ার জীবনের সেই কালো অধ্যায় এখন অতীত। সুশান্ত পর্বের ইতি টেনে রিয়া এখন ব্যস্ত কেরিয়ার নিয়ে।