অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান চলছে গুজরাটে জামনগরে। আর সেই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন বলিউডের তাবড় তাবড় অভিনেতারা। এসেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং তাঁদের মেয়ে রাহা কাপুর। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলল তাঁদের এই প্রাক বিবাহ অনুষ্ঠান। সেখানকার দ্বিতীয় দিনের থিম ছিল জঙ্গল। সেই উপলক্ষ্যে মায়ের সঙ্গে টুইনিং করেছিল রাহা। আর এদিনই ছোট্ট রাহার সঙ্গে খেলতে দেখা গেল অনন্তকে।
আরও পড়ুন: 'সন্ধিক্ষণে একেবারে...' ৫ জানুয়ারি নয়, কবে জন্মদিন মমতার? দিদি নম্বর ওয়ানে ফাঁস সত্য
রাহার সঙ্গে খেলায় মগ্ন অনন্ত
অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের থিম ছিল জঙ্গল। সেদিন এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের জঙ্গল এবং প্রকৃতির প্রতি ভালোবাসাকে পোশাকের মাধ্যমে তুলে ধরেছিলেন। সেই অনুষ্ঠানে একাধিক ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে। এর মধ্যে অন্যতম হল অনন্ত এবং রাহার খেলার ভিডিয়ো।
আরও পড়ুন: 'আমি অভিনেত্রী হলাম কী করে!' নেপোটিজম বিতর্কে হঠাৎ করণের পাশে দিশা
এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে অনন্ত রাহার সঙ্গে হ্যান্ডশেক করছেন। খেলছেন। কিন্তু ছোট্ট রাহার মন পড়ে অন্য দিকে। চারিদিকে এত মানুষ দেখে সে থই খুঁজে পাচ্ছে না কাকে দেখবে আর কাকে নয়!
অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে অতিথিদের জন্য আলিশান টেন্টের ব্যবস্থা করা হয়েছে। সেখানে কী কী আছে, কীভাবে সেখানে দিন কাটাচ্ছেন রণবীর আলিয়া সেটাও একটি ভিডিয়োতে দেখা গিয়েছে।
অনন্ত রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান
১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়েছে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান। শেষ হবে ৩ মার্চ। তাঁদের এই অনুষ্ঠানে দেশে, বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছেন। গান গেয়ে তাক লাগিয়েছেন রিহানা। নাচতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান, আমির খানকে। ধোনি সহ অমিতাভ বচ্চন, প্রমুখকেও দেখা যায় এই অনুষ্ঠানে। মেয়ে রাহাকে নিয়ে এসেছিলেন রণবীর আলিয়াও।