গত অক্টোবরেই প্যারিস ফ্যাশান উইকে যোগ দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখানে ঐশ্বর্যর লুকে অনেকেই যেমন মুগ্ধ ছিলেন, তেমনই আবার অনেকেরই মনে হয়েছে ‘ঐশ্বর্যা মোটা হয়ে গিয়েছেন’ যেকারণে তীব্র ট্রোলের মুখেও পড়তে হয় রাই' সুন্দরীকে। এবার সেই ঘটনা প্রসঙ্গেই ঐশ্বর্যর হয়ে সুর চড়ালেন অভিনেত্রী রিচা চাড্ডা। ঐশ্বর্যকে ট্রোল করা নিয়ে রিচার সাফ কথা, ‘লোকজন ওঁকে হিংসে করে…’।
সম্প্রতি একটি টক শোয়ে হাজির হয়েছিলেন রিচা চাড্ডা। ২০১৬তে 'সরবজিৎ' ছবিতে একসঙ্গে অভিনয়ও করেন রিচা। তিনি বলেন, ‘লোকডন তো ওঁকে হিংসা করেন। কী আর বলব! কুমড়োর মতো মুখ নিয়ে…, উনি(ঐশ্বর্য) ভারতের সবথেকে সুন্দরী মহিলা, ভীষণ শৃঙ্খলাপরায়ণ, লাবণ্যময়ী। ওঁকে কখনও কারোর সম্পর্কে খারাপ কথা বলতে শুনবেন না, কোনও বিতর্কে থাকেন না। আমার তো ওঁকে ভীষণ পছন্দ। উনি দক্ষিণ ভারতীয় মানসিকতার এক পরিবারের থেকে এসেছেন। উনি এমন একজন মহিলা যিনি বাড়িতে দই-ভাত-পাপড় খেয়ে থাকেন। লোকজন ট্রোল করে ওঁকে, তাতে কী যায় আসে!’
আরও পড়ুন-প্রয়াত 'সাথ নিভানা সাথিয়া'র 'জানকী বা' অপর্ণা, আবেগঘন পোস্ট পর্দার 'পরিধি' লাভলির
আরও পড়ুন-রবিবারেও থাকছে 'রাঙা বউ' ও ‘মিলি’র স্পেশাল পর্ব, দিদি নম্বর ১ দেখবেন নতুন সময়ে
এরপর রিচার কাছে প্রশ্ন আসে, এগুলো কীভাবে সামলানো উচিত? এমন কথায় কিছুটা বিরক্ত রিচা বলেন, ‘এতে সামলানোর কী আছে। একটা কথা শোন চিন্টু (কল্পিত নেটিজেন চরিত্র) চণ্ডীগড়ে বসে কী ভাবছে, তাতে কার কী আসে যায়! চিন্টু যদি সামনে আসে, তাহলে তো কেউ ওঁকে হয়ত বাড়ির পরিচারক হিসাবেও রাখবেন না। চিন্টু কাছে হয়ত চাকরি নেই, কিছু নেই, ও হতাশ। তাহলে ও কীই বা করবে, এসবই বলবে এর পোশাকটা ভালো নয়, ওর ওটা খারাপ, কী যায় আসে! এসব নিয়ে আগে ভাবতাম, মন খারপ হত, এখন এসবে মাথাও ঘামাই না। হতাশাগ্রস্ত লোকজন ঐশ্বর্যের সৌন্দর্যে হিংসে করেন।’
এদিকে X-(টুইটার) রিচার এই মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর অনেকেই রিচা চাড্ডাকে সমর্থন করেছেন। বহু নেটিজেনই লিখেছেন, ‘রিচা এক্কেবারে সত্যি কথা বলেছেন’।
প্রসঙ্গত, ২০১৬ সালে 'সরবজিৎ' ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেন রণদীপ হুদা। ছবিতে তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল রিচা চাড্ডাকে। আর ঐশ্বর্যর বোনের ভূমিকায় ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।