বক্স অফিসে Animal ঝড়। ফের একবার নিজের ‘ক্যারিশ্মা’ দেখাতে সফল রণবীর কাপুর। রণবীরকে Animal-এ দেখে মুগ্ধ বহু দর্শক। এমনই এক মুগ্ধ দর্শক হলেন ‘জওয়ান’ অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ্যেই 'অ্যানিম্যাল'-এর প্রশংসায় পঞ্চমুখ ঋদ্ধি। এদিকে উগ্র পৌরুষে ভরা রণবীরের এই ছবির প্রশংসা করায় নেটপাড়ার একাংশের তীব্র সমালোচনার মুখে পড়ে শাহরুখের পর্দার মা।
ঠিক কী লেখেন ঋদ্ধি ডোগরা?
ঋদ্ধি X-(টুইটার)-এ লেখেন, ‘এই ছবি নিয়ে কী আজেবাজে বকছেন! কী দুর্ধর্ষ ছবি! এই ছবি দেখে যাঁরা উত্তেজিত বোধ করছেন, তাঁদের উচিত নিজেদের অনভূতিকে সম্মান দিয়ে ছবিটা না দেখা। কারণ এই ছবিকে জুড়ে যে পরিণাম দেখানো হয়েছে, তার গুঢ় অর্থ রয়েছে। এখানে একটা উত্তেজিত হৃদয়ের জয় হয়েছে। আমার হৃদয় এটা গ্রহণ করতে ঠিক সক্ষম নয়। তবে আমার এই অ্যানিম্যাল ছবিটা ভীষণই পছন্দ হয়েছে।’
'অ্যানিম্যাল'-এর প্রশংসা করে এই টুইট করার পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের মুখে পড়েছেন ঋদ্ধি। এক ব্যক্তি ঋদ্ধিকে একহাত নিয়ে লিখেছেন, ‘আমি একমত, তবে সিনেমায় নারীদের অবক্ষয়,বস্তুনিষ্ঠতা দেখানো হয়েছে, সঙ্গে যে হিংস্রতা, তীব্রতা দেখানো হয়েছে, তবে এর পরিণতি দেখানো হয়নি। এই বিষয়গুলিকে পরিচালক মহিমান্বিত করেছেন। ঋদ্ধি এই নেটিজেনকে উত্তরও দিয়েছেন।
ঋদ্ধি লিখেছেন, ‘যেকোন পরিবর্তনের প্রথম কাজ হল গ্রহণযোগ্যতা। প্রথমত, দেশের ভালো মানুষদের উচিত সমাজের এই প্রচলিত সমস্যাগুলোকে গ্রহণ করা। আপনি যখন সিনেমায় এগুলি দেখেন, তখন সংবেদনশীলতার সঙ্গে যে আমরা যেন তা দেখতে পারি। আমাদের চারপাশে যাঁরা এইধরনের আচরণ করেন তাদেকে পরিবর্তনের লেন্স হিসাবে এই ছবিকে ব্যবহার করা উচিত।’নে
কেউ আবরা ঋদ্ধির উদ্দেশ্যে লিখেছেন, ‘এই ছবির পক্ষে মতামত দেওয়ার জন্য শক্তি লাগে। কারণ, আপনি জানেন, এটার হয়ে লেখার জন্য আপনি জানেন আপনার বিচার করা হবে। যাঁরা এই ছবিকে আক্রমণ করছেন, তাঁরা এটা জানেন, এই চরিত্রের পরিণতি না দেখেই এধরনের দুর্ব্যবহারকে মহিমান্বিত করা হচ্ছে।’
তবে অ্যানিম্যালের প্রশংসা করার জন্য কেউ কেউ ঋদ্ধি ডোগরাকে 'লোভি' বলেও আক্রমণ করতে ছাড়েননি, তাঁদের দাবি, রণবীরের সঙ্গে কাজ করার লোভেই তিনি এধরনের ছবির প্রশংসা করছেন। আর এই প্রশংসার কারণে ঋদ্ধি তাঁর অনুরাগীদের হারাচ্ছেন বলেও দাবি করেছেন এক নেটিজেন। অনেকেই ঋদ্ধিকে আনফলো করে দেওয়ারও হুমকি দিয়েছেন।