রানি মুখোপাধ্যায়ের জা হতে হতেও হননি নার্গিস ফাকরি। লম্বা সময় রানির দেওর তথা যশ রাজ ফিল্মসের অন্য়তম কর্ণধার উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস ফাকরি। তবে টেকেনি সেই প্রেম। এই মুহূর্তে লস অ্যাঞ্জেলস স্থিত ব্যবসায়ী টোনি বেইগের সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীরের ‘রকস্টার’ নায়িকা।
নতুন বছরকে স্বাগত জানাতে দুবাইতে হাজির হয়েছিলেন নার্গিস-টোনি। আর সেখানেই জুটির সঙ্গে সময় কাটালেন নার্গিসের প্রাক্তন উদয় চোপড়া। এখানেই শেষ নয়, নার্গিস ও উদয়ের একফ্রেমে বন্দি ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টনি। এই পার্টিতে দেখা মিলেছে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান এবং তাঁর প্রেমিক আরসালান গোনির।
টনির পোস্ট করা একটি গ্রুপ ছবিতে দেখা গেল নার্গিসকে বাহুডোরে আগলে রেখেছেন টনি। নায়িকার অন্য পাশে শ্য়াম্পেনের গ্লাস হাতে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন উদয় চোপড়া। দুবাইয়ের অভিজাত ক্লাবে আয়োজিত এই পার্টিতে গোলাপি রঙা লেসের ড্রেসে দেখা মিলল নার্গিসের। অন্যদিকে নীল রঙা ব্লেজারে ধরা দিলেন টনি।
পার্টির অন্দরের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সুজানের প্রেমিক আরসালান। নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নার্গিসের প্রেমিককে ধন্যবাদ জানান তিনি। ২০২১ সাল নাগাদ প্রকাশ্যে উদয়ের সঙ্গে সম্পর্কে থাকার কথা মেনে নিয়েছিলেন নার্গিস। তখন অবশ্য তাঁদের সম্পর্কের পাঠ চুকে গিয়েছে। অভিনেত্রী বলেছিলেন, উদয় ‘ এক সুন্দর হৃদয়ের মানুষ’। পাশাপাশি তাঁর আফসোসের কথাও বলেছিলেন, আগে উদয়ের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সবার সামনে খোলসা করে কথা না বলায়। নার্গিস বলেছিলেন, 'ভারতে যত মানুষের সঙ্গে আলাপ হয়েছিল তাঁদের মধ্যে সবচেয়ে সুন্দর মনের মানুষ উদয় চোপড়া। ওঁর সঙ্গে আমার সম্পর্কের কথা আমাকে বলতে বারণ করা হয়েছিল। আমার অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন এই পরামর্শ দিয়েছিল। যা অক্ষরে অক্ষরে চুপচাপ মেনে নিয়েছিলাম। যা নিয়ে আজ বড্ড আফসোস হয়'।
‘মাদ্রাস ক্যাফে’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘মেয় তেরা হিরো’র মতো ছবি কাজ করেছেন নার্গিস। তবে এই বিদেশিনী সেইভাবে বলিউডে দাগ কাটতে পারেননি। টনির সঙ্গে সম্পর্ক নিয়ে এর আগে হিন্দুস্তান টাইমসকে নার্গিস বলেছেন, ‘আমি ততদিন সিঙ্গল, যতদিন পর্যন্ত আমার হাতের আঙুলে কারুর নামের আংটি না থাকে। শুধু এইটুকুই বলতে চাই’। নার্গিসকে শেষ পর্দায় দেখা গিয়েছে ‘তোরবাজ’-এ। আগামিতে তেলুগু ছবি ‘হরি হরা বীরা মাল্লু’তে রাজকুমারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নার্গিস ফাকরিকে।