বাংলা নিউজ > বায়োস্কোপ > Rupankar Bagchi On Social Media Trolling: রাগ কমাতে মনোবিদের কাছে রূপঙ্কর! মেয়ে-বউ-এর নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছেন গায়ক

Rupankar Bagchi On Social Media Trolling: রাগ কমাতে মনোবিদের কাছে রূপঙ্কর! মেয়ে-বউ-এর নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছেন গায়ক

সোশ্যাল মিডিয়া ট্রোল নিয়ে রূপঙ্কর বাগচি। 

কেকে মারা যাওয়ার পর চরম ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে বাঙালি গায়ক রূপঙ্কর বাগচিকে। ‘হু ইজ কেকে’ আগুনের মতো ছড়িয়ে পড়ে। বিশেষ করে সেই রাতেই যখন কেকে মারা যান। সোশ্যাল মিডিয়া থেকে এত পরিমাণে হুমকি আসতে থাকে যে পুলিশে যেতে হয়েছিল গায়ককে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভয়ঙ্কর সেই দিনের কথা নিয়ে মুখ খুললেন তিনি। 

এক টিভি চ্যানেলকে রূপঙ্কর জানালেন, ‘যেদিন একজন কমেন্ট করল আমার মাকে ধর্ষণ করা উচিত, সারা রাত ঘুমোতে পারিনি কষ্টে। মনে হয়েছিল ভাগ্যিস ২০১৩ সালে উনি চলে গিয়েছেন। যারা এগুলো করছেন তাঁদের জন্য বলব ভগবান আপনাদের ভালো করুক। আপনারা ভালো হোন, সুস্থ হন। এই ধরনের কথাবার্তা, আমার মেয়েকে আক্রমণ করা। আমার মেয়েকে বলছে, তোর বাবা একটা… এগুলো করবেন না। এটা তার কাছে খুব কষ্টের। আপনারও ছেলেমেয়ে আছে, ভাইবোন আছে। ওদের কথা ভেবেও দেখবেন আর করতে ইচ্ছে করবে না।’ আরও পড়ুন: ‘আমি ইনসিকিওর হলে রূপঙ্করদা…’, বিতর্কে মুখ খুললেন ইমন চক্রবর্তী

রূপঙ্কর আরও বলেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে খুব ভয় পেয়েছিলাম। ও মেট্রো করে স্কুল যায়। অনেকেই ওকে চেনে। আমার বউয়ের জন্য ভয় লাগত। সারাক্ষণ ওদের নিয়ে চিন্তা করছি। আমি ভীত হয়ে পড়েছিলাম ওই সময়টা। আমাকে শেষ পর্যন্ত টালা থানায় যেতে হয় নিরাপত্তা চাইতে। আপনাদের বলব এরকম মন্তব্য করা থেকে বিরত থাকুন। কারোকেই করবেন না।’ আরও পড়ুন: আরও আগে বাচ্চা নেওয়ার ইচ্ছে ছিল সোনমের, তবে এক বিশেষ কারণে তা হয়ে ওঠেনি!

এদিন কথা প্রসঙ্গে রূপঙ্কর জানান, ওই ঘটনার পর মনোবিদের দ্বারস্থও হয়েছিলেন তিনি। তবে সেখানে তাঁকে এমন ওষুধ দেওয়া হয়েছিল, যা খেলে তাঁর ঘুম পেত। ফলে চিকিৎসা চালিয়ে যেতে পারেননি। 

বন্ধ করুন