বাংলা নিউজ > বায়োস্কোপ > Rwitobroto-Surangana: সুরঙ্গনার গাল টিপে আদুরে ছবি দিলেন ঋতব্রত, বলছেন তাঁরা 'সহচরী', ব্যাপারটা কী?

Rwitobroto-Surangana: সুরঙ্গনার গাল টিপে আদুরে ছবি দিলেন ঋতব্রত, বলছেন তাঁরা 'সহচরী', ব্যাপারটা কী?

ঋতব্রত-সুরঙ্গনা

ঋতব্রত আরও বলেন, ‘এখানে এক্কেবারে তরুণ-তরুণীর প্রেমের গল্প। আমার চরিত্রটি সৌম্যর, যে কিনা কর্পোরেটে কাজ করে, আর মেয়েটি কলকাতায় এসেছে বাইরে থেকে মাস্টার্স করার জন্য। এমন একটা ইয়ং কাপলের প্রেমের গল্প এটি। যাঁরা আগে কলেজের বন্ধু ছিল, মেয়েটা মেসে থাকত। পরে তাঁরা একসঙ্গে থাকতে শুরু করে।'

সঙ্গী অভিনেত্রী, গায়িকা সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। যিনি কিনা আবার রিল লাইফে অভিনেতা ঋদ্ধি সেনের প্রেমিকা। বন্ধুর সেই প্রেমিকা সুরঙ্গনার গাল টিপে ধরে শুক্রবার একটি সুন্দর, হাসিখুশি ছবি পোস্ট করেছিলেন ঋতব্রত মুখোপাধ্যায়। লিখেছিলেন, ‘সুরঙ্গনা আর আমি আসছি আবার একসাথে, নিয়ে আমাদের গল্প। সহচরী।’ ঋতব্রত-এর পোস্টের পরই ছবি ঘিরে কৌতুহলের অন্ত ছিল না অনুরাগীদের। যদিও পোস্ট দেখে সকলেই বুঝেছিলেন, নিশ্চয় কোনও সিনেমা কিংবা ওয়েব সিরিজ আসতে চলেছে। অর্থাৎ রিল লাইফে সুরঙ্গনা এবার ঋতব্রতর 'সহচরী' হতে চলেছেন।

অবশেষে আজ শনিবার জানা গেল পুরো বিষয়টা। জানা গেল ‘সহচরী’ হল কিনা একটি ওয়েব সিরিজ। এদিন সামনে এসেছে রোহন সেন পরিচালিত এই ওয়েব সিরিজের ট্রেলার। যেখানে দুই অল্পবয়সী তরুণ-তরুণীর সুন্দর একটা মিষ্টি প্রেমের গল্প উঠে এসেছে। ট্রেলার বলছে ঋদ্ধি ও সুরঙ্গনা দুজনের মধ্যে বন্ধুত্ব হয়, সেই বন্ধুত্বে পরে প্রেমে বদলে যায়। পরে তাঁরা একে অপরকে ভালোবেসে সহবাস করতে শুরু করেন। তবে মাঝে আসে বেশকিছু সমস্যা।

'সহচরী' প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, ‘রোহন (সেন) এই ওয়েব সিরিজটি বানিয়েছে। এর আগে ও অপরাজিতা, শুভ বিজয়ার মতো ছবি বানিয়েছে। রোহন যদিও আমার থেকেও একবছরের ছোট, তবে ইতিমধ্যেই অনেকগুলো ছবি করে ফেলেছে। কিছুদিন আগে বনিদা(বনি সেনগুপ্ত-পার্নোদি (পার্নো মিত্র)কে নিয়ে পাকদণ্ডী বানিয়েছে। তো অনেকদিন ধরেই আমাদের একসঙ্গে কাজ করার কথা চলছিল, তারপর সহচরী বানানোর কথা হল। এটা রোহনেরও প্রথম ওয়েবে কাজ।’

ঋতব্রত আরও বলেন, ‘এখানে এক্কেবারে তরুণ-তরুণীর প্রেমের গল্প। আমার চরিত্রটি সৌম্যর, যে কিনা কর্পোরেটে কাজ করে, আর মেয়েটি কলকাতায় এসেছে বাইরে থেকে মাস্টার্স করার জন্য। তারপর সৌম্য এবং মেয়েটি লিভ-ইন করতে শুরু করে। এমন একটা ইয়ং কাপলের প্রেমের গল্প এটি। যাঁরা আগে কলেজের বন্ধু ছিল, মেয়েটা মেসে থাকত। পরে তাঁরা একসঙ্গে থাকতে শুরু করে। ওঁরা কীভাবে এই শহরে নানা ওঠাপড়া সামলে নিজেদের সম্পর্ককে চালিয়ে নিয়ে যায়, তা নিয়েই গল্প এগোবে।'

ঋতব্রতর কথায়, 'আসলে আমদের টিমের সকলেই তরুণ প্রজন্মের, তাই আমাদের প্রজন্মের জন্য কিছু করতে চেয়েছিলাম। সুরঙ্গনা করতে রাজি হয়। এর আগে অবশ্য সুরঙ্গনা-আমি হ্যাপি ভ্যালেন্টাইনস ডে কাজ করেছি, সেটাও অনেকের ভালো লেগেছিল। তারপর আবারও একসঙ্গে আমাদের এই কাজ। এটার মোট ৬টি এপিসোড আসছে।’

‘সহচরী’ পোস্টের নিচে ঋতব্রতর সঙ্গে সুরঙ্গনাকে দেখে অনেকে মজা করে অনেক কথাই লিখেছেন। কেউ লিখেছেন, 'তোমাদের 'ওপেন টি বায়স্কোপ' কতবার দেখেছি হিসেব নেই', কেউ সুরঙ্গনার সঙ্গে ঋতব্রতকে দেখে লিখেছেন, ‘ঋদ্ধি পেটাবে’। এপ্রসঙ্গে প্রশ্ন করলে ঋতব্রত বলেন, ‘লেকজন মজা করেই লেখেন, আমি তো এর মধ্যে কিছু কমেন্টের উত্তরে আমিও লিখে এসেছি, ঋদ্ধি জানে, অসুবিধা নেই।’ তবে 'সহচরী'র ট্রেলারে বেশ ভালোই প্রতিক্রিয়া পাচ্ছেন বলে জানান ঋতব্রত মুখোপাধ্যায়।

 

বায়োস্কোপ খবর

Latest News

ফোর্ড ফিরছে ভারতে, ফের খুলবে চেন্নাইয়ের কারখানা, বাংলায় আসে না কেন? মমতাকে ‘সামাজিকভাবে বয়কটের’ ডাক!রাজ্যপালকে পালটা ‘হেনস্থাকারী’ বলে কটাক্ষ সায়নীর মাহি কা জলওয়া! আকর্ষণ টানতে IPL-এ ফিরছে পুরনো নিয়ম…সুবিধা পাবে CSK-KKR…-রিপোর্ট মদ খেয়ে অডি গাড়িতে বিজেপি নেতার ছেলে, একের পর এক ধাক্কা, উধাও পানশালার ফুটেজ ‘এই মালগুলো গাঁজা, মদ খায়….’, শুভেন্দুর কথায় চটলেন ডাক্তাররা, দিলেন ‘ওয়ার্নিং’ আগামিকাল কি একটা ভালো দিন হবে? ১৪ সেপ্টেম্বরের লাকি রাশি কী কী? জানুন রাশিফল এই বাংলার মেয়ে, বাংলাদেশের ‘বউ’,গায়িকা সুনিধির থেকে সাড়ে ৫লক্ষ হাতাল দুষ্কৃতীরা IND v BAN: ভারত-বাংলাদেশ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান কাদের? সেরা ৫-এ রয়েছেন কোহলি বিতর্কের কোনও মানে হয় না, প্রধান বিচারপতির বাড়িতে মোদীর গণেশ বন্দনা, লিখলেন MP লাগাতার বিক্ষোভ-মিছিলে পুজোর আগে ক্ষতি ব্যবসার, পালটা পথে নামছেন হকাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.