HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বায়োস্কোপ > Saif Ali Khan Birthday: সইফ যেন বিতর্কের ঝুলি! জন্মদিনে দেখে নিন বেফাঁস মন্তব্যের ইতিবৃত্তান্ত

Saif Ali Khan Birthday: সইফ যেন বিতর্কের ঝুলি! জন্মদিনে দেখে নিন বেফাঁস মন্তব্যের ইতিবৃত্তান্ত

Saif Ali Khan: দীর্ঘ কেরিয়ারে নানা বিতর্কের জন্ম দিয়েছেন সইফ। কী কী? অভিনেতার জন্মদিনে জেনে নিন সবটা।

1/10 ৫৩ বছরে পা দিলেন সইফ আলি খান। ভারতের অন্যতম সফল এবং সুদক্ষ অভিনেতা তিনি। তবে তিনি তাঁর কেরিয়ারে নানা সময়ে এমন কিছু কথা বলেছেন যার জেরে উসকে গিয়েছে বিতর্ক। অভিনেতার জন্মদিনে সেগুলো ফিরে দেখা যাক। 
2/10 তানহাজি ছবি মুক্তির পর একটি সাক্ষাৎকারে ভারত প্রসঙ্গে কথা বলেন সইফ। সেটাতেই উসকে গিয়েছিল বিতর্ক। কী বলেছিলেন তিনি? ' ব্রিটিশদের জন্য ভারতের ভাবনা এসেছে। তার আগে এমন কিছু ছিল না।' একই সঙ্গে বলেন এই ছবিতে যে রাজনীতি দেখানো হয়েছে সেটা নিয়েও তাঁর সন্দেহ আছে। ব্রিটিশদের জন্যই ভারত স্বতন্ত্রতার এবং নিজেদের সরকার গঠনের কথা ভেবেছিল প্রথম। স্বরাজের বিষয়টাও নাকি ইতিহাসে ছিল না। তাঁর এই বক্তব্যের পর কঙ্গনা রানাওয়াত, বিবেক অগ্নিহোত্রী তাঁকে রীতিমত একহাত নেন। পরবর্তী সময়ে তিনি তাঁর এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। 
3/10 ২০১৭ সালের IIFA অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে সইফ আলি খান করণ জোহর এবং বরুণ ধাওয়ানের সঙ্গে মিলে নেপোটিজম রকস ধ্বনি তুলেছিলেন। জানিয়েছিলেন তাঁরা এই ইন্ডাস্ট্রিতে তাঁদের বাবাদের জন্যই এসেছেন। কেন এমনটা বলেছিলেন? কারণ ঠিক এর আগে আগেই কঙ্গনা রানাওয়াত তাঁর এক মন্তব্যে বলেছিলেন বলিউড নেপোটিজম রোগে আক্রান্ত। সেটার পাল্টা দিতে তাঁরা এই পুরস্কারের মঞ্চেকে বেছে নিয়েছিলেন। 
4/10 এটুকু ভাবছেন কি? তাহলে বলি ভুল! তিনি সুপ্রজননবিদ্যা নিয়েও কথা বলেছেন। জানিয়েছেন বলিউডেও নাকি সুপ্রজননবিদ্যা বা ইউজেনিক্সের প্রয়োজনীয়তা আছে। স্টার কিড প্রসঙ্গে তিনি বলেন, 'রেসে যে ঘোড়া দৌড়ায় সেগুলোকে ধরুন। একটা ডার্বি ঘোড়ার সঙ্গে আরও একটি ডার্বি ঘোড়ার সঙ্গম করান। তারপর দেখুন সেই ঘোড়া আরও একটি জাতীয় বিজয়ী ঘোড়া হিসেবে তৈরি হয় কিনা। হবেই। আর ঠিক তেমন ভাবেই জিন এবং স্টার কিডদের সম্পর্ক আছে।' 
5/10 সইফ আলি খান একবার আজান নিয়েও বিতর্কিত মন্তব্য করে বসেন। তাঁর মতে, 'একটা সময়ের পর আমার মনে হয় যত শব্দ কম হবে তত ভালো। প্রতিটা ধর্মীয় আচার আচরণের জন্য একটা নির্দিষ্ট ডিসেবল ঠিক করে দেওয়া উচিত। আমি জানি আজানের সময় জোরে মাইক বাজানো হয়, আর সেটা সম্পূর্ণ আসে নিরাপত্তাহীনতা থেকে। সংখ্যালঘু হিসেবে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতেই এটা করে থাকা হয়।' 
6/10 ছেলে ইব্রাহিমের একটি পোস্টে কমেন্ট করেও একবার তিনি শিরোনামে চলে আসেন। ইব্রাহিমের করা পোস্টে সইফ তাঁকে পরামর্শ দেন তিনি যেন সোশ্যাল মিডিয়ায় কম সময় কাটান। পরে তিনি এই প্রসঙ্গে বলেন, 'আমি চাই ও বুঝুক যে সোশ্যাল মিডিয়া আদতে একটা দুই দিকে ধার যুক্ত তলোয়ার।  আর লোকজনের ওর প্রতি আজ ইন্টারেস্ট আছে কারণ ওর পরিবার, ওর বাবা মায়ের জন্য।' অভিনেতার এই বক্তব্য বিতর্ক উসকে দেয়। 
7/10 সইফ আলি খান খানিক হমোফোবিকও বটে! কফি উইথ করণ শোতে তাঁর চরিত্রের সেই দিক প্রকাশ্যে আসে। সমকামী প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হলে অভিনেতা সাফ সাফ বলেন 'দুজন মহিলা সমকামী না হয়েও একে অন্যকে চুমু খেতে পারে। কিন্তু দুজন পুরুষ চুমু খেলে জানবেন ওঁরা সমকামী।' 
8/10 সইফ আলি খানকে শেষবার আদিপুরুষ ছবিতে দেখা গিয়েছে। তিনি এই ছবি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছিলেন এখানে নাকি রাবণের মানবিক তুলে ধরা হবে। সীতাকে কেন অপহরণ করা হয়েছিল সেটার জাস্টিফিকেশন দেওয়া হবে ছবিতে। অভিনেতার কথায়, 'সুর্পনখার নাক কাটার বদলা নিতেই যে রাবণ সীতাকে অপহরণ করেছিল সেটাই দেখানো হবে এই ছবিতে।' তাঁর এই মন্তব্যের জেরে উসকে গিয়েছিল বিতর্ক। পরে তিনি ক্ষমা চেয়ে বলেন তাঁর কাছেও রাম আদর্শ, আর আদিপুরুষ ছবিতে খারাপের বিরুদ্ধে ভালোর জয় দেখানো হবে। 
9/10 সইফ এবং করিনার প্রথম সন্তান তৈমুর ২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করে। তাঁর নাম রাখা নিয়েও একটা বিতর্ক দেখা দিয়েছিল। কেন তৈমুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নামে সন্তানের নাম রেখেছেন ওঁরা এই নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময়
10/10 সইফ একবার জানিয়ে ছিলেন তিনি করিনার সঙ্গে কাজ করতে চান না। কিন্তু কেন? স্ত্রীর সঙ্গে কেন কাজ করতে চান না সইফ? এই বিষয়ে অভিনেতা জানান, 'সাম্প্রতিককালে আমি বেবোর (করিনা) সঙ্গে আর কাজ করতে চাই না কারণ আমি আমার ব্যক্তিগত আর কর্ম জীবন সম্পূর্ণ আলাদা রাখতে চাই। এখন যেহেতু আমার বাবা নেই, সেহেতু আমি আমার পরিবারের মাথা, আর ধীরে ধীরে আমার জীবনকে দেখার ধরন বদলে গিয়েছে।' এছাড়াও তিনি এই বিষয়ে জানান, 'তাছাড়া আমি করিনার সঙ্গে স্ক্রিন ভাগ করলে ঠিক করে কাজ করতে পারি না। অনেকটা বোরিং হয়ে যায় বিষয়টা। না কম্পিটিশন থাকে না এনার্জি পাই।' 

Latest News

LSG-কে হারিয়ে তিনে উঠল SRH,রাহুলদের সমীকরণ জটিল হল, প্রথম দল হিসেবে ছিটকে গেল MI অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচে মন দেন ডোনা! দাবি সৌরভের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নজর কাড়ল চন্দননগরের যমজ বোন, কী নিয়ে পড়বে দুজনে? সবচেয়ে বেশি বল বাকি রেখে জয় এবং ১০ওভারে সর্বোচ্চ রান- ২টিতেই DC-এর নজির ভাঙল SRH হীরামান্ডির গল্পে বুঁদ দর্শক, প্রথম সিরিজেই কোন মাইলস্টোন ছুঁলেন সঞ্জয় লীলা? কোনও চাপে নেই হরিয়ানা সরকার, নির্দলদের সমর্থন তোলার জবাব দিলেন মুখ্যমন্ত্রী হুগলি: সকাল সকাল বাজারে পৌঁছলেন রচনা, প্রচারে আদিবাসী নৃত্যে তাল মেলালেন লকেট কোভিড টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, সিরাম বলছে, ‘পার্শ্বপ্রতিক্রিয়ার কথা …'

Latest IPL News

অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন পার্থ জিন্দাল, বললেন চিন্তায় ফেলে দিয়েছিল সঞ্জু আইপিএল জিতে বাড়ি ফেরার পর পাত্তাই দেননি স্ত্রী, বলছেন অজি অধিনায়ক-ভিডিয়ো ‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ