১৪ই এপ্রিল, নতুন বাংল বছরের ভোরে গুলি চলেছিল সলমন খানের বান্দ্রার বাড়ির সামনে। পরপর পাঁচ রাউন্ড গুলি চালানো হয় সুপারস্টারের বাড়ি লক্ষ্য করে। এই হামলার দায় স্বীকার করেন লরেষ্ণ বিষ্ণোই-এর ভাই। এক বছর আগেই সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন জেলেবন্দি গ্যাংস্টার। হুমকি ই-মেলের ঘটনার পরই সলমনকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেয় মহারাষ্ট্র সরকার, তারপরেও নায়কের বাড়ির সামনে চলল গুলি। এই ঘটনায় উদ্বিগ্ন ভাইজান ভক্তরা। আরও পড়ুন-সলমনের বাড়ির সামনে গুলি ‘পাবলিসিটি স্টান্ট’, গর্জে উঠলেন আরবাজ! ভরসা মুম্বই পুলিশে
হামলার ঘটনায় বিন্দুমাত্র বিচলিত নন সলমন, ঘটনার দিন কয়েক পরেই, গত শুক্রবার মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল বলিউড সুপারস্টার সলমন খানকে। একটি ইভেন্টের জন্য আপতত দুবাইয়ে রয়েছেন ভাইজান। মরু শহর থেকেই ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করলেন নায়ক।
দেখুন সলমন খানের নয়া ইনস্টা পোস্ট
দুবাইয়ের ডাউনটাউন প্রেক্ষাপটে। বহুতলের খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে সলমন জানান, তিনি একটি ক্যারাটে ইভেন্টের জন্য দুবাইতে হাজির হয়েছেন। তার পরনে ছিল কালো টি-শার্ট। মুখে মায়াবী হাসি অটুট। খোশমেজাজে অতীতের স্মৃতিতে ডুব দিলেন সুপারস্টার। কারণ এই ক্যারাটে টুর্নামেন্টের প্রেসিডেন্টকে একটা সময় হাতে ধরে ক্যারাটে শিখিয়েছেন সলমন। বলেন, ‘দু-বছর বয়স থেকে ও ক্যারাটে, তায়কোয়ান্দো করছে। তারপর হঠাৎ করেই সেই বাচ্চার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আজ জানলাম এই টুর্নামেন্টের প্রেসিডেন্ট আসিম…’।
হাঁফ ছেড়ে বাঁচল ফ্যানেরা
সাম্প্রতিক ঘটনার পর অনেকেই মনে করেছিলেন বন্দুকবাজদের হামলার ঘটনায় সলমন হয়ত খানিক বিচলিত। এই ভিডিয়োর কমেন্ট বক্সে একজন লেখেন, ‘দুবাইয়ে এই ভিডিয়োতে সলমনের মধ্যে মানসিক চাপের কোনো লক্ষণ দেখাচ্ছেন না। সম্প্রতি মুম্বাইয়ে সলমনের বাড়িতে গুলি চলেছে। তিনি সত্যিই সাহসী’। আরেক এক ভক্ত লিখেছেন, ‘নিরাপদে থাকুন ভাইজান’!
শুক্রবার মুম্বই ছেড়েছিলেন ভাইজান
শুক্রবার মুম্বই বিমানবন্দরে প্রবেশের সময় অভিনেতাকে চারদিকে প্রহরীদের দ্বারা পরিবেষ্টিত করা হয়েছিল। সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী শেরাও। ক্যাজুয়াল লুক ধারণ করে সালমান দূর থেকে মাথা নেড়ে বিমানবন্দরের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাজ্জিদের অভ্যর্থনা জানান।
সলমন খান কাণ্ডে গ্রেফতার যুবক
শুক্রবার মুম্বই পুলিশ জানিয়েছে, সলমনের মুম্বইয়ের বাড়ি থেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে ক্যাব বুক করার অভিযোগে ২০ বছরের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রোহিত ত্যাগী উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বছর কুড়ির যুবক। অন্যদিকে কচ্ছ পুলিশের হাতে আগেই গ্রেফতার হয়েছে মূল দুই অভিযুক্ত ভিকি গুপ্ত (২৪) ও সাগর পাল (২১)।