মাতৃ দিবসে মা সালমা খানের সঙ্গে একটা মিষ্টি ছবি শেয়ার করে নিলেন সলমন খান। রবিবার রাতের দিকেই সামাজিক মাধ্যমে ছবিটি পোস্ট করেন তিনি। দুটি ছবি দেন সলমন। প্রথম ছবিতে মাকে জড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আর পরের ছবিতে বসিয়েছেন মায়ের গালে চুমু।
ছবির ক্যাপশনে দাবাং খান লিখলেন, ‘মাম্মিইইইইই আই লাভ ইউ’। সলমন শেয়ার করার সঙ্গে সঙ্গেই তাঁর সেই পোস্ট ভাইরাল হয়। যাতে ভালোবাসা উজার করে দেয় তাঁর ভক্তরা। একজন মন্তব্য করে, ‘সত্যিই তুমি তোমার মায়ের যোগ্য সন্তান। গর্বিত মা।’ অপরজন লিখলেন, ‘মা-ছেলের ব্যাপারটাই আলাদা হয়’। তৃতীয়জনের মন্তব্য, ‘কিউট।’
হিন্দু পরিবারে জন্ম সালমার। বিয়ের আগে নাম ছিল সুশীলা। সলমনের বাবা সেলিম খানকে ভালোবেসে বিয়ে করার পর ধর্ম আর নাম দুটোই পরিবর্তন করেন। ১৯৬৪ সালে বিয়ে হয় তাঁদের। আর বিয়ের ১ বছর পরেই জন্ম হয় সলমন খানের। এরপর একে-একে জন্ম হয় আরবাজ (১৯৬৭), আলভিরা (১৯৬৯) আর সোহেল (১৯৭০)-এর।
মায়ের জন্যই কিন্তু অভিনয়ে ‘নো কিসিং পলিসি’ ফলো করেন সলমন। মা দেখেবে তাই তিনি ছবিতে চুমু খাবেন না, এই শর্ত আরোপ করেছেন অভিনেতা বহুদিন আগেই। তাতে যদিও সলমনের জনপ্রিয়তায় এক ফোঁটাও ভাঁটা পরেনি।
শনিবার দিনই কলকাতায় ছিলেন সলমন খান। ১৩ বছর পর শহরে আসেন তিনি। ইস্টবেঙ্গল ক্লাবে তাঁকে এক ঝলক দেখতে সেদিন হাজির ছিল হাজার-হাজার জনতা। দাবাং ট্যুরে সলমনের সঙ্গে ছিলেন সোনাক্ষী সিনহা, প্রভুদেবা, মণীশ পল, পূজা হেগড়ের মতো তারকারাও।
শনিবার যদিও সলমন সবার আগে গিয়েছিলেন কালীঘাটে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। এর আগে মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেও এই প্রথম দেখা হয় সলমন আর মমতার। 'ভাইজানে'র অপেক্ষায় আগে থেকেই বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন 'দিদি'। সলমনের গাড়ি তাঁর বাড়ির সামনে থামতে নিজে এগিয়ে যান। মমতার টালির চালের বাড়ি দেখে বেশ অবাকই হন বলিউডের দাবাং খান। মমতার ঘরে ছিলেন আধঘণ্টা মতো। খাবারে খান ফিশ ফ্রাই আর মিষ্টি। সেখান থেকেই সোজা ইস্টবেঙ্গল গ্রাউন্ডে চলে যান সলমন।
কাজের সূত্রে, সলমনকে শেষ দেখা গিয়েছে ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে। এরপর দেখা যাওয়ার কথা রয়েছে টাইগার ৩-তে ক্যাটরিনা কাইফ আর ইমরান হাসমির সঙ্গে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)