বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman-Hema: ‘সলমনের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কুকুরের মতো ব্যবহার করা হয়’, বিস্ফোরক দাবাং সহ অভিনেত্রী হেমা

Salman-Hema: ‘সলমনের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কুকুরের মতো ব্যবহার করা হয়’, বিস্ফোরক দাবাং সহ অভিনেত্রী হেমা

সলমন-হেমা

‘আমাকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ, আমি শুধু একটা ছবি তুলতে চেয়েছিলাম। এমনকি পন্ডিত জনার্ধনের সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়। ইউনিটের ১০০জন লোকের সামনে অপমান করা হয়েছিল। যাঁদের আমি ব্যক্তিগতভাবে চিনতাম না। ওই অপমানের পর ১০ দিন ঘুমোতে পারিনি।’

স্টারলেট হেমা শর্মা, যিনি কিনা সলমন খানের হোম প্রোডাকশন 'দাবাং থ্রি'-এ কাজ করেছেন। হঠাৎই সুপারস্টার সলমনের সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বিস্ফোরক দাবি করেছেন হেমা। অভিযোগ, ২০১৯-এ তিনি সলমনের সঙ্গে দেখা করতে চাইলে তাঁকে হেনস্থা করা হয়েছিল। এমনকি সলমন খানের বাউন্সাররা নাকি তাঁর গায়েও হাত তোলেন।

ঠিক কী বলেছেন হেমা?

হেমা বলেন, 'আমি সত্যিই 'দাবাং থ্রি'-এ কাজ করতে চেয়েছিলাম। আমি ওই ছবিতে কাজ করার জন্য আমার সামর্থ্য অনুযায়ী সবকিছু করেছি। কারণ, আমি সলমন খান স্যারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আগে আমার দৃশ্যটি ছিল সলমান স্যারের সঙ্গে ছিল বলে আমায় বলা হয়েছিল। তাই আমি খুব খুশি ছিলাম এবং এই সুযোগের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।'

তবে সেই দৃশ্যের শ্য়ুটিং নাকি সলমনকে ছাড়াই করেছিলেন হেমা। আর তাই হেমা বলেন, ‘আমি খুব হতাশ হয়েছিলাম। আমার জন্য শুটিং শেষ হওয়ার পর, আমি শুধু সলমন স্যারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।’ হেমা আরও বলেন, 'আমি সলমন স্যারের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করার জন্য অনেক লোকের সঙ্গে কথা বলেছি। সলমন খানের সঙ্গে একবার দেখা করার জন্য, একটা ছবি তোলার জন্য আমি অন্তত ৫০ জনের সঙ্গে কথা বলেছি। তারপর আমি পন্ডিত জনার্ধনের সঙ্গে যোগাযোগ করি, যিনি 'বিগ বস'-এও ছিলেন। ওঁর কাছে আমি সলমন স্যারের সঙ্গে দেখা করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করি। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে এটা ঘটবে। তবে যখন দেখা করতে গেলাম, তখন কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ, আমি শুধু একটা ছবি তুলতে চেয়েছিলাম। এমনকি পন্ডিত জনার্ধনের সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়। ওঁকেও বলা হয়, ঢোকা বন্ধ করে দেওয়া হবে।' হেমার দাবি, সলমনের নিরাপত্তারক্ষীরা তাঁকে ধাক্কা মেরে বের করে দেন।

স্টারলেট হেমা শর্মার বিস্ফোরক দাবি, ‘আমাকে ইউনিটের ১০০জন লোকের সামনে অপমান করা হয়েছিল। যাঁদের আমি ব্যক্তিগতভাবে চিনতাম না। ওই অপমানের পর ১০ দিন ঘুমোতে পারিনি। যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে না থাকলেও উনি (সলমন) আশেপাশেই ভ্যানিটি ভ্য়ানেই ছিলেন, চাইলেই পরিস্থিতি সামাল দিতে পারতেন, তিনি করেননি। তিনি সেখানে আসেনও নি।’

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও সলমন খানের বাউন্সারদের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। এমনকি দুবাইতে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভিকি কৌশলের সঙ্গেও খারাপ আচরণ করতে দেখা গেছে সলমনের নিরাপত্তারক্ষীদের।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক রাশির কেমন কাটবে আজ? রইল ১৭ সেপ্টেম্বরের রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ বিশ্বকর্মা পুজোয় কারা লাকি? বিশ্বকর্মা পুজোয় ছুটি বাংলার ব্যাঙ্কে? সরকারি অফিস খোলা? রইল কলকাতা মেট্রোর সূচি ‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.