নির্বাচনের নির্ঘন্ট সামনে আসবার পর থেকেই দোলাচলে টলিপাড়া। আগামী ১৯ এপ্রিল থেকে ১লা জুন পর্যন্ত অবধি সাত দফায় নির্বাচন হবে বাংলায়। এরপর ৪ঠা জুন ভোট গণণা। এই সময়কালে যে সব ছবি মুক্তির কথা ছিল, তার মধ্যে বেশকিছু ছবি রিলিজের দিনক্ষণ বদেলেছে। কিন্তু অনেকেই আছেন যাঁরা নির্বাচনী মুরসুমকে পাত্তা না দিয়ে পূর্ব নির্ধারিত পরিকল্পনা বজায় রাখতে চাইছেন। আরও পড়ুন-'সোনাম ওয়াংচুক আমার আদর্শ..', আসল র্যাঞ্চোকে সমর্থন, সন্দেশখালি ইস্যুতে ট্রোলড অরিজিৎ সিং
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, মে মাসে গরমের ছুটিতে ভোট চলাকালীনই মুক্তি পাবে সন্দীপ রায়ের নতুন ছবি ‘নয়ন রহস্য’। সম্ভাব্য তারখি ১০ই মে। এই ছবিতেও ফের একবার ফেলুদার ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। ২০২২ সালে সন্দীপ রায় তৈরি করেছিলেন ‘হত্যাপুরী’। সেই ছবিতেই নতুন ফেলুদা হিসাবে ইন্দ্রনীলের আত্মপ্রকাশ। তোপসের চরিত্রে দেখা মিলেছে আয়ুষ দাস ও লালমোহনবাবুর ভূমিকায় অভিজিৎ গুহকে। ‘নয়ন রহস্য’ ছবিতেও ফিরছে এই ত্রয়ী।
ইন্ডাস্ট্রিতে ‘নয়ন রহস্য’র মুক্তি নিয়ে নানান কথা শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে এই ছবির মুক্তি নিয়ে কিছুই জানাননি নির্মাতারা। ২০২২ সালের ক্রিসমাসে মুক্তি পেয়েছিল ‘হত্যাপুরী’। জানা গিয়েছিল ‘নয়ন রহস্য’ মুক্তি পাবে ২০২৩-এর বড়দিনে। কিন্তু প্রধান বনাম কাবুলিওয়ালার লড়াইয়ের ভিড়ে সামিল না হওয়াটাই শ্রেয়, এমনটাই ঠিক করেন নির্মাতারা।
ফেলুদাকে অপেক্ষাকৃত ফাঁকা সময়ে নিয়ে আসতে চাইছিলেন সন্দীপ রায়। সেইমতো গরমের ছুটি আদর্শ সময়। কিন্তু এমনটা সত্যি হলে বক্স অফিসে জোর টক্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ শিবপ্রসাদ-নন্দিতা জুটির আগামী ছবি ‘আমার বস’ আসছে গরমের ছুটিতে। মে মাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিন্তু তারিখ এখনই সামনে আসেনি। এই ছবির হাত ধরে দীর্ঘদিন পর বাংলা ছবির পর্দায় ফিরছেন রাখি গুলজার। তাছাড়া শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবির আলাদা একটা দর্শক রয়েছে, ঠিক যেমনটা ফেলুদার ছবির ক্ষেত্রে রয়েছে। ফলে বক্স অফিসে সোয়ানে সোয়ানে যুদ্ধ হবে।
বছর অগস্ট মাসে ‘নয়ন রহস্য’র শ্যুটিং শুরু করেছিলেন সন্দীপ রায়। শারীরিক অসুস্থতা সামলেই নির্দিষ্ট সময়ে শেষ হয় কাজ। ভোটের জন্য ইতিমধ্যেই মুক্তি পিছিয়েছে একঝাঁক ছবির পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার কথা ছিল অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত অথৈ-এর। কিন্তু আপতত অনির্দিষ্টকালের জন্য অথৈ-এর মুক্তি। একইদিনে মুক্তির পরিকল্পনা ছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি 'অযোগ্য'-র। শোনা যাচ্ছে ভোট মিটলে ৭ই জুন মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে আগামী ১০ মে মুক্তি পাওয়ার কথা ছিল সুপারস্টার জিতের আগামী ছবি 'বুমেরাং'-এর(Boomerang)। সেই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে ৭ই জুন পর্যন্ত। অর্থাৎ বক্স অফিসে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির মুখোমুখি হতে পারেন জিৎ-রুক্মিণী।