৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে জওয়ান। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল জওয়ান ট্রেন্ডিং। সর্বত্র আলোচনার হট টপিক একটাই জওয়ান। শাহরুখ খান চার বছর পর যে বিপুল ভাবে ফিরে এসেছেন সেটা অস্বীকার করার কোনও জায়গা নেই। আর তাই তো তাঁর ছবি মুক্তি পেলেই এখন বাকি সব ছবিকে সরে যেতে হচ্ছে। যে গদর ২ এতদিন দাপিয়ে ব্যবসা করল সেই ছবির শোয়ের সংখ্যা হুড়মুড়িয়ে কমেছে জওয়ান আসার পরই। সাধারণ মানুষ থেকে সমালোচক সহ বলিউডের তারকারা সকলেই জওয়ানের প্রশংসায় মগ্ন।
এদিন শুট আউট অ্যাট ওয়াডালা ছবির পরিচালক সঞ্জয় গুপ্তা টুইট করে জানান তিনি জওয়ান দেখেছেন। তাঁর প্রতিক্রিয়া কী সেটাও জানাতে ভোলেননি।
সঞ্জয় গুপ্তা এদিন তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, 'আমি জওয়ান দেখে এলাম। আর মনে হল এটা শেয়ার করা উচিত। ৯০ দশকে যখন আন্ডারওয়ার্ল্ডের তরফে ফিল্ম স্টারদের বুলি করা হতো এবং সেটা চরম সীমায় পৌঁছেছিল তখন একমাত্র শাহরুখ খান হাল ছাড়েননি। উনি তখন বলেছিলেন গুলি করতে চান? করে দিন। কিন্তু আপনাদের জন্য কাজ করব না। আমি পাঠান। উনি আজও ঠিক একই রকম আছেন।'
আরও পড়ুন: জওয়ানের পরিচালকের হাত কেটে ফেলার দাবি জনৈকের! আচমকা হল কী?
আরও পড়ুন: পাঠান মুক্তির আগেই তিনটি ছবি সুপারহিট হওয়ার ভবিষ্যদ্বাণী শাহরুখের, ভাইরাল পুরনো ভিডিয়ো
সঞ্জয় গুপ্তার এই টুইট আড়াই হাজারের বেশিবার রিটুইট হয়েছে। অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন এখানে। এক ব্যক্তি লেখেন, 'শাহরুখ ট্রোলারদের জন্য এটা বড়ই দুঃসংবাদ।' আরেকজন লেখেন, 'ইতিহাস জানে আন্ডারওয়ার্ল্ডের সামনে সলমন খান মাথা নত করেছিলেন। শাহরুখ খান সবসময় নির্ভীক ছিলেন। বলিউডের ইতিহাসে সব থেকে বড় আউটসাইডার।'
প্রসঙ্গত জওয়ান ছবিটি ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। এই ছবিতে শাহরুখ খান ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি আছেন। সঙ্গে সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ রয়েছেন।