যে কোনও পার্টিতে জীবন্ত করে তুলতে পারেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। বোনের বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে শাহরুখ খানের সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর গানের তালে নেচে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী। চেন্নাই এক্সপ্রেসের- ‘ওয়ান, টু, থ্রি, ফোর’ শাহরুখ খানের হিট গানের বিটে সানিয়ার নাচের ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিয়ের বাড়িতে সঙ্গীত অনুষ্ঠানে জমকালো সাজে সানিয়া। কালো ঝলমলে শাড়ি পরে ‘ওয়ান, টু, থ্রি, ফোর’-এর তালে বন্ধুর সঙ্গে তুমুল নাচছেন। দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: পরিচালকের মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মিউজিক কম্পোজার দর্শন, বিয়েতে হাজির কোন কোন বলি সেলেব
‘জওয়ান’ ছবিতে ডক্টর ইরাম তথা শাহরুখ খানের গার্লস গ্যাংয়ের অন্যতম সদস্যের চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। এরপর ভিকি কৌশলের সঙ্গে ‘স্যাম বাহাদুর’ ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে 'স্যাম বাহাদুর' ছবির ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির তারিখও! আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবিটি। অর্থাৎ, পর্দায় মুক্তির ৮ সপ্তাহের মাথাতেই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে ছবিটি।
একবার সানিয়া জানিয়েছিলেন, কেরিয়ারের শুরুর দিনগুলিতে যখনই তাঁর মন খারাপ করত তখনই মন্নতের সামনে চলে যেতেন। সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন উত্তর সেশনে এক ভক্ত অভিনেত্রীকে জিজ্ঞেস করেছিলেন, শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? উত্তরে অভিনেত্রী জানান, 'ভীষণ ভালো। আমি আশা করি আগামীতে যেন আবার ওঁর সঙ্গে কাজের সুযোগ পাব, ওঁর থেকে অনেক কিছু শেখার আছে। উনি আশপাশে থাকলেই একটা দুর্দান্ত অনুভূতি হয়।' একই সঙ্গে তিনি এই বিষয়ে জানান, ‘আমি দিল্লির মেয়ে। ১০ বছর আগে যখন আমি মুম্বইতে আসি আমি, আমার রুমমেট আমরা সকলেই শাহরুখ খানের দারুণ ভক্ত ছিলাম। আমাদের কারও যখনই মুড অফ হতো আমরা তখনই বাস ধরে সোজা শাহরুখ খানের বাড়ির সামনে চলে যেতাম নিজেদের মন ভালো করতে। আর বলে উঠতাম উনি তো দিল্লির বাসিন্দা’।