IIFA-য় যোগ দিয়ে গিয়েছিলেন দুবাই, দেশে ফিরে আবারও 'জারা বাঁচকে, জারা হাটকে' ছবির প্রচারে ব্যস্ত সারা আলি খান। ছুটলেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে। সেখানে গিয়ে দিলেন পুজো, শিবের মাথায় জলও ঢাললেন সারা। সোশ্যালে উঠে এসেছে সেই ভিডিয়ো।
উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে পুজো দেওয়ার সময় সারা পরেছিলেন সাধারণ ছিমছাম গোলাপি রঙের সালোয়ার কামিজ। ANI-তে উঠে আসা ভিডিয়োতে প্রথমে মন্দিরের মূল প্রবেশ দ্বারের সামনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় সারাকে। তাঁর কপালে ছিল পুজোর টিকা, পরে ঘট হাতে মন্দিরে প্রবেশ করেন অভিনেত্রী। ভিতরে ঢুকে শিবের মাথায় জল ঢালেন।
আরও পড়ুন-ষষ্ঠ শ্রেণিতে জ্যোতির প্রেমে পড়েন, বড় হয়ে তাঁকেই বিয়ে! কেমন ছিলেন প্রেমিক কেকে?
তবে শুধু মহাকালেশ্বর মন্দিরেই নয়, ভিকির সঙ্গে মিলে বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে বেড়াচ্ছেন সারা। পতৌদি পরিবারের কন্য গিয়েছিলেন উত্তরপ্রদেশের লখনউ শহরের এক শিব মন্দিরেও। সেখানে মন্দিরের ভিতরে মেঝেতে বসে হাত জোর করে প্রার্থনা করতে দেখা গিয়েছেন সারা ও ভিকিকে। সারা পরেছিলেন সাদা সালোয়ার কামিজ, আর ভিকির পরনে ছিল বাদামী রঙের শার্ট ও কালো ট্রাউজার। ইনস্টাগ্রামে সারা নিজেই সেই ছবি পোস্ট করে ক্য়াপশানে লিখেছেন 'জয় ভোলেনাথ'। লখনউতে গিয়ে সেখানকার বিরিয়ানি থেরে কাবাব নানান খাবার চেখে দেখতে ছাড়েননি সারা। ক্যাপশানে লিখেছেন, ‘এসব খাবার দেখে আমিও আর নিজেকে সরিয়ে রাখতে পারলাম না।’

লখনউতে সারা
এর আগে, 'জারা হাটকে জারা বাঁচকে' ছবির প্রচারে সারা রাজস্থানের আজমেঢ় শরিফ দরগায়তেও গিয়েছিলেন। আবার লখনউ পৌঁছানোর আগে সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে IPL ম্যাচও দেখেছিলেন। লক্ষ্মী উতেকার পরিচালিত ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবিটি মুক্তি পাবে আগামী ২ জুন।