বাংলা নিউজ > বায়োস্কোপ > Albert Kaboo: বউ-বাচ্চা নিয়ে সারেগামাপা'র মঞ্চে অ্যালবার্ট কাবো, মন ভাঙলো মহিলা ভক্তদের!

Albert Kaboo: বউ-বাচ্চা নিয়ে সারেগামাপা'র মঞ্চে অ্যালবার্ট কাবো, মন ভাঙলো মহিলা ভক্তদের!

জানতেন অ্যালবার্ট কাবো বিবাহিত? 

Albert Kaboo: মিষ্টি গানের গলা তাঁর, দেখতেও ততটাই মিষ্টি পাহাড়ের এই ভূমিপুত্রকে। তবে অনেকেই জানতেন না অ্যালবার্ট কাবো বিবাহিত, সারেগামাপা-র মঞ্চে স্ত্রী পূজা ও মেয়ের সঙ্গে পরিচয় করালেন এই প্রতিযোগি। 

সারেগামাপা-র চলতি সিজনের অন্যতম চর্চিত প্রতিযোগি অ্যালবার্ট কাবো লেপচা। কাবোর পাহাড়িয়া সুর মন ছুঁয়েছে সকলের। কালিম্পংয়ের এই ভূমিপুত্রর গানে দর্শকই নয় ফিদা সারেগামাপা-র বিচারকরাও। মহাগুরুর আসনে বসা পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকেও দেদার প্রশংসা কুড়িয়েছেন কাবো। জনপ্রিয়তার নিরিখে কাবো বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে। দুর্দান্ত গানের গলার পাশাপাশি কাবোর জনপ্রিয়তার অন্যতম কারণ তাঁর হ্যান্ডসাম লুকস। তরুণী হৃদয়ে তির চালানো এই গায়ক কিন্তু বিবাহিত। এবার নিজের স্ত্রী-কন্যাকে নিয়ে সারেগামাপা-র মঞ্চে হাজির তিনি।

আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে চলেছে সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে। ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে ট্রফির অন্যতম দাবিদার অ্যালবার্ট কাবো। রিয়ালিটি শো'র সাম্প্রতিক এপিসোডে কুমার শানুর গাওয়া এভারগ্রিন রোম্যান্টিক গান ‘কুছ না কহো’ শোনা গেল কাবোর কন্ঠে। হৃদয়ের আকারের লাল বেলুনে সাজানো মঞ্চ। সামনে মেয়ে কোলে বসে আছে কাবোর স্ত্রী। এরপর মঞ্চেও দেখা মেলে কাবোর হৃদয়ের টুকরোর। সেই ঝলক নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালেও শেয়ার করে নিয়েছেন গায়ক।

অ্যালবার্ট কাবোর স্ত্রীর নাম পূজা ছেত্রী। সবুজ শর্ট কুর্তা আর সিগারেট প্যান্টে সারেগামাপা-র মঞ্চে দেখা মিলল কাবো পত্নীর। বরের গান শুনে অটুট তাঁর মুখের হাসি। চারিদিকে এতো আলো আর লোকজন দেখে খানিকটা চমকে গিয়েছিল কাবো কন্যা। গোলগোল দৃষ্টিতে মায়ের দিকে তাকাতে দেখা গেল তাঁকে।

বউ-মেয়ের ছবি শেয়ার করে কাবো লেখেন, ‘আজ সারেগামাপা-র মঞ্চে আমার স্ত্রী ও কন্যার সঙ্গে অবশেষে পরিচয় করাচ্ছি’। খুদেকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে কাবো ভক্তরা। অনেকে অবশ্য লিখেছেন, ‘এ বাবা তুমি বিবাহিত, সেটাই তো জানা ছিল না’। সোশ্যাল মিডিয়ায় নিজের রিসেপশনশিপ স্টেটাস কোনওদিন গোপন করেননি কাবো। তবুও তিনি যে বিবাহিত এবং এক কন্যা সন্তানের বাবা, সেটা অনেকেই জানতেন না।

গ্র্যান্ড ফিনালের দৌড়ে জায়গা হয়েছে মাত্র ৫ জনের। সেই তালিকায় জায়গা পেয়ে উচ্ছ্বসিত কাবো। ফ্যানেদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘ধন্যবাদ জি বাংলা সারেগামাপা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আমার সকল ফ্যানকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এত আর্শীবাদ আর ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য’। 

মাস কয়েক আগেও একদম অন্যরকম ছিল কাবোর জীবন। টুরিস্ট গাইড হিসাবে কাজ করত সে। কোনওদিনই প্রকৃত প্রশিক্ষণ নেওয়া হয়নি গানের, তবে রাতের অন্ধকারে বর্ন-ফায়ারের আসরে কাবোর গান শুনে মুগ্ধ হয়নি এমন কেউ নেই। সবার পরামর্শ মতোই সারেগামাপা-র অডিশন দেন কাবো, আর এখন পুরোপুরি বদলে গিয়েছে তাঁর জীবন। 

ইতিমধ্যেই শ্যুটিং হয়ে গিয়েছে সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালের। সোশ্যাল মিডিয়ায় জোর কানাঘুষো দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কাবোকে। যদিও জনতার দরবারে কিন্তু ইতিমধ্যেই বিজয়ী অ্য়ালবার্ট কাবো। 

বায়োস্কোপ খবর

Latest News

হারল IPL তারকাখচিত দল, UP Premier League জিতল মীরাট মাভেরিকস খুশি হয়েছি হেরেছি! ম্যাচ হেরে আজব সাফাই পাকিস্তানি ক্রিকেটারের আনোয়ার আলি মামলায় নির্দেশ প্রত্যাহার PSC-র! কোন ক্লাবে রইলেন তিনি! রইল ধোঁয়াশা… শুরু হচ্ছে পিতৃপক্ষ, জেনে নিন পিতৃ দোষের লক্ষণ ও পিতৃ দোষ থেকে মুক্তির পথ ‘‌শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন?’‌‌ এখনও জানেন না পররাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল পেমেন্ট লিংক চালু করতে ভারত-সিঙ্গাপুর আলোচনা, বিরাট বিনিয়োগের সম্ভাবনা দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর বাবা-মা আফজল গুরুর সমব্যথী! স্বাতীর পোস্টে ক্ষুব্ধ আপ 'উৎসবে ফিরুন', মহালয়ার আগেই পুজো উদ্বোধন করবেন মমতা, প্রস্তুতি তুঙ্গে কে বলবে এক ছেলের মা! বিকিনিতে বোল্ড লুকে নুসরত,গভীর নাভিতে ফ্ল্যাট ভক্তরা বোলপুর পেল আরও ১ বন্দে ভারত! কখন দাঁড়াবে? থামবে রামপুরহাটেও, রইল পুরো টাইমটেবিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.