বাংলা নিউজ > বায়োস্কোপ > Satish Kaushik Last Film: মুক্তি পেল সতীশ কৌশিকের শেষ ছবির ট্রেলার, প্রিয় বন্ধুকে নিয়ে কী বললেন আবেগঘন অনিল কাপুর

Satish Kaushik Last Film: মুক্তি পেল সতীশ কৌশিকের শেষ ছবির ট্রেলার, প্রিয় বন্ধুকে নিয়ে কী বললেন আবেগঘন অনিল কাপুর

সতীশ কৌশিকের সঙ্গে অনিল কাপুর, পুরনো ছবি

Satish Kaushik Last Film: ‘কাগজ ২’ ছবিতে সতীশ কৌশিকের পাশাপাশি রয়েছেন অনুপম খের, দর্শন কুমার, নীনা গুপ্তা এবং অন্যান্যরা। ছবির পরিচালনা করেছেন ভিকে প্রকাশ। প্রযোজনা করেছেন সতীশ কৌশিক, রতন জৈন এবং গণেশ জৈন। শীঘ্রই মুক্তি পাবে এই ছবি।

প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের শেষ সিনেমা ‘কাগজ ২’। ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। দর্শকমহলে খুব ভালো প্রতিক্রিয়া মিলেছে ছবির ট্রেলারের। প্রয়াত বন্ধুকে স্মরণ করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অভিনেতা অনিল কাপুর।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির ট্রেলার শেয়ার করেছেন অনিল। সঙ্গে লিখেছেন একটি আবেগঘন বার্তা। অভিনেতা লেখেন, ‘এই ছবিটা একটু বেশিই স্পেশাল… আমার খুব প্রিয় বন্ধুর শেষ ছবি… নিজেকে খুব ভাগ্যবান মনে হয় ওকে শেষবার পারফর্ম করতে দেখছি… এটা শুধু লক্ষ্য নয়, প্রত্যেক মানুষের আবেগ’। আরও পড়ুন: মায়ের বায়োগ্রাফি লিখতে চান সোহা! কিন্তু বাদ সেধেছেন কি শর্মিলা নিজেই? কী হল আবার

সতীশ কৌশিকের আরও এক কাছের বন্ধু অনুপম খের। ‘কাগজ ২’তে সতীশ কৌশিকের পাশাপাশি অভিনয় করেছেন অনুপমও। ছবির পোস্টার শেয়ার করে একটি আবেগঘন বার্তা লিখেছেন ইনস্টাগ্রামে।

অভিনেতা লেখেন, ‘আমার প্রিয় সতীশ কৌশিক! আগামীকাল তোমার প্যাশন প্রোজেক্টের ট্রেলার রিলিজ ডেট। দুঃখিত, এটাই তোমার শেষ প্রোজেক্ট, কাগজ ২। বুঝতে পারি সিনেমার জন্য তোমার ক্রমশই নিজেকে উজাড় করে দেওয়াটা। আমরা নিশ্চিত করব যে এই সিনেমার প্রসার যেন বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছাতে পারে। তোমায় খুব ভালোবাসি’।

‘কাগজ ২’ ছবিতে সতীশ কৌশিকের পাশাপাশি রয়েছেন অনুপম খের, দর্শন কুমার, নীনা গুপ্তা এবং অন্যান্যরা। ছবির পরিচালনা করেছেন ভিকে প্রকাশ। প্রযোজনা করেছেন সতীশ কৌশিক, রতন জৈন এবং গণেশ জৈন।

সতীশ কৌশিকের মৃত্যু

৯ই মার্চ ২০২৩, মাত্র ৬৬ বছর বয়সে না ফেরার দেশে চলে যান সতীশ কৌশিক। কাজ করেছেন একাধিক হিট বলিউড ছবিতে। কখনও ‘ক্যালেন্ডার’ আবার কখনও ‘পাপ্পু পেজার’-- একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। মৃত্যুর আগে কাগজ ২, কিসি কা ভাই কিসি কী জান ছবির কাজ সেরেছিলেন। কিসি কা ভাই কিসি কী জান মুক্তির পরই এবার কাগজ ২ মুক্তি পেতে চলেছে।

পিটিআইকে দেওয়া একটা সাক্ষাৎকারে সতীশের কাছের বন্ধু অনুপম জানিয়েছিলেন, দিল্লিতে বন্ধুর বাড়িতেই ছিলেন প্রয়াত অভিনেতা, সেখানেই তাঁর একটা অস্বস্তি হচ্ছিল। অনুপমের কথায়, 'ওর অস্বস্তি হচ্ছিল। তখন ও ড্রাইভারকে হলে ওকে নিয়ে হাসপাতালে যেতে। রাস্তায় যেতে যেতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সতীশ। রাত ১টার দিকে ঘটনাটি ঘটে।'

সতীশ কৌশিকের কেরিয়ার

১৯৮৩ সালে বলিপাড়ায় পদার্পণ। তার পর চার দশক ধরে বলিউড জগতে কাজ করেছেন সতীশ কৌশিক। কখনও ক্যামেরার সামনে, কখনও বা বড় পর্দার পিছনে। বলিপাড়ার নামকরা তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন সতীশ। বিশেষ করে ইন্ডাস্ট্রির কাপুর পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। শেখর কাপুর থেকে অনিল কাপুরের বন্ধুর মতো ছিলেন সতীশ।

১৯৫৬ সালের ১৩ এপ্রিল হরিয়ানার মহেন্দ্রগড়ে জন্ম সতীশের। হরিয়ানাতেই স্কুলের পড়াশোনা শেষ করে দিল্লিতে চলে আসেন তিনি। ১৯৭২ সালে দিল্লির কিরোরি মাল কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন তিনি। অভিনয়ের প্রতি সতীশের আগ্রহ ছিল বরাবর। তাই পড়াশোনার পাশাপাশি থিয়েটারে যোগ দেওয়ার ভাবনাচিন্তা করছিলেন তিনি। নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা কলেজে অভিনয় শেখার জন্য ভর্তি হন তিনি। অনুপম খেরের সঙ্গে সেখানে অভিনয় শিখেছিলেন। থিয়েটার শিল্পী হিসাবে জনপ্রিয় ছিলেন সতীশ।

 

বায়োস্কোপ খবর

Latest News

Chennai Super Kings বনাম Sunrisers Hyderabad ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? DC ম্যাচে হারের জন্য তিলক বর্মাকেই দোষী মনে করেন MI ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া শাঁখা-পলা কী জানেন? মালদা থেকে মঙ্গলসূত্র বিতর্ক ফের হাজির করলেন মমতা অক্ষয় তৃতীয়া কেন পালিত হয়? কেন এই তিথিকে মানা হয় এত শুভ, জেনে নিন তার কারণ Chanakya Neeti: এই অভ্যেস সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় ‘ধুর! এক রান, দু রান নিতে ভালো লাগে না’… সরল স্বীকারোক্তি অস্ট্রেলিয়ান ব্যাটারের জুলাইতে বিয়ে, লন্ডনে চুপিচুপি হল আম্বানিদের ছেলে-বউমার ২য় প্রাক বিবাহ অনুষ্ঠান! ভিডিয়ো: DPL-এ বিতর্কিত আউটের প্রতিবাদে ১৩ মিনিট মাঠেই দাঁড়িয়ে থাকলেন মুশফিকুর ফ্ল্যাট থেকে উদ্ধার ভোজপুরি অভিনেত্রীর দেহ, মৃত্যুর আগে লিখে যান রহস্যজনক পোস্ট গাছ লাগানো স্রেফ সিজনাল আলোচনা! সোশ্যাল মিডিয়ার হাল আমলের ফ্যাশন এটা

Latest IPL News

DC ম্যাচে হারের জন্য তিলক বর্মাকেই দোষী মনে করেন MI ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ‘ধুর! এক রান, দু রান নিতে ভালো লাগে না’… সরল স্বীকারোক্তি অস্ট্রেলিয়ান ব্যাটারের বিরাটের পাশে দাঁড়ালেন গম্ভীর! কোহলির সমালোচকদের মোক্ষম জবাব দিলেন KKR মেন্টর ‘ওভাবে বোলিং করলে তো মার খাবেই’, স্পিনারদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখালেন মুরলি ইডেনে নাইট বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব কিংসের ক্রিকেটারদের- ভিডিয়ো সবটাই TRP পাওয়ার জন্য… কোহলির সঙ্গে নিজের খারাপ সম্পর্ক নিয়ে কী বললেন গম্ভীর? ‘ওকে রাখতেই হবে বিশ্বকাপের স্কোয়াডে’,সঞ্জুকে নিয়ে বার্তা টি২০ বিশ্বকাপজয়ী তারকার হাতে আঁকা রয়েছে সময়, কেন এমন ট্যাটু করেছেন নাইটদের রিঙ্কু সিং? ফাঁস করলেন রহস্য ‘প্রথমবার দেখেই বিরাট বলেছিল’…অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স নাচতে না জানলে উঠোন বাঁকা! ইডেনের পিচ নিয়ে নিন্দে শুনতে নারাজ কিউরেটর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.