কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবানি অভিনীত ‘সত্যপ্রেম কী কথা’ ছবিটি গত বৃহস্পতিবার, ২৯ জুন মুক্তি পেয়েছে বক্স অফিসে। ওম রাউতের ‘আদিপুরুষ’ যখন বিতর্কের জেরে প্রায় ধরাশায়ী তখনই সেখানে উত্থান দেখা গেল ‘সত্যপ্রেম কী কথা’ ছবিটির। তিনদিনে ছবিটি মোট ২৬ কোটি টাকা আয় করেছে বক্স অফিসে। শনিবার অর্থাৎ এই ছবি মুক্তির তৃতীয়দিনে এটি ১০ কোটি টাকা রোজগার করেছে।
‘সত্যপ্রেম কী কথা’ ছবিটির প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াওয়ালা এবং নামাহ পিকচার্স। এই মিউজিকাল ড্রামা ঘরানার ছবিটির পরিচালনা করেছেন সমীর বিদ্বান। ‘ভুলভুলাইয়া ২’ ছবিটির পর আবার এই ছবিতে একত্রে কাজ করেছেন কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবানি। এখানে কার্তিক এবং কিয়ারা ছাড়াও আছেন গজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, রাজপাল যাদব, অনুরাধা প্যাটেল, প্রমুখ।
এখানে কার্তিকের চরিত্রের নাম সত্যপ্রেম এবং কথার ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা। কথার প্রেমে পড়ে তাকে বিয়ে করে ফেলে সত্যপ্রেম। কিন্তু তারপর? নানা অসুবিধার সম্মুখীন হয় তারা। পড়েন বিপদেও। সেখান থেকে কী করে মুক্তি পায় এই জুটি সেই গল্পই বলছে ‘সত্যপ্রেম কী কথা’। এখানে দর্শকদের জন্য এক বিশেষ বার্তা রয়েছে।
সাচনিল্কের রিপোর্ট অনুযায়ী এই ছবিটি তার মুক্তির তৃতীয় দিনে ১০.১৫ কোটি টাকা আয় করেছে ভারতীয় বক্স অফিসে। মুক্তির প্রথমদিন অর্থাৎ ২৯ জুন ৯.২৫ কোটি টাকা রোজগার করেছিল। শুক্রবার, ৩০ জুন ৭ কোটি ঘরে তোলে এই ছবি। ফলে সবটা মিলিয়ে তিনদিনে মোট ২৬.৪০ কোটি টাকা লক্ষ্মীলাভ হয়েছে কার্তিকের এই ছবির।
অন্যদিকে ১৫ তম দিন ওম রাউতের ‘আদিপুরুষ’ ছবিটির হিন্দি ভার্সন দেশে ৫০ লাখেরও কম টাকা আয় করেছে। ভারতে দুই সপ্তাহে এই ছবি মোট ২৮২ টাকা রোজগার করতে পেরেছে। গত ১৬ জুন এটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম ভাষায় মুক্তি পেয়েছিল। প্রথম কদিন ব্যবসা করার পর চরম কটাক্ষের মুখে পড়ে এই ছবি এবং ছবির নির্মাতারা। পোশাক থেকে চরিত্রায়ন, সংলাপ থেকে VFX সবের জন্যই সমালোচিত হয়। আর সবটা মিলিয়েই মাত্র দুই সপ্তাহে ভরাডুবি ঘটল প্রভাস কৃতি অভিনীত এই ছবি।