বর্তমান সময়ে খারাপ টিআরপি থাকলেই ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেল। কখনও ৪-৬ মাসে বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়াল। এমনকী, দু মাসে ধারাবাহিক বন্ধ হওয়ার সাক্ষীও থেকেছে সিরিয়ালপ্রেমী বাঙালি। তবে সেই সময়তেই ৬০৭ পর্ব পার করল কালার্স বাংলার জনপ্রিয় মেগা তুমি যে আমার মা। বুধবার ২৪ জানুয়ারি ছিল শেষ দিনের শ্যুট।
২০২২ সালের ৬ জুন থেকে সম্প্রচার শুরু হয় এই ধারাবাহিকের। গল্পে দেখানো হয়েছিল মা মরা মেয়ে আরুকে। যার বাবার নাম অনিরুদ্ধ রায় চৌধুরী। আরু সবসময় খুঁজে বেড়াত নিজের মা-কে। আর এরপর নেমসেক আরোহীর সঙ্গে আলাপ হলে তাঁকেই মা হিসেবে পেতে চায়।
অনিরুদ্ধ কন্যা আরোহী রায় চৌধুরীর চরিত্রে দেখা গিয়েছে ঐন্দ্রিলা সাহাকে। যিনি এর আগে মিঠাই ধারাবাহিকে কাজ করেছিলেন নিপা হিসেবে। মিঠাই ধারাবাহিক শেষের মাসখানেকের মধ্যেই কালার্স বাংলার এই ধারাবাহিকে যোগ দেন তিনি।
সিরিয়ালে অনিরুদ্ধ রায় চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন সুমন দে। অরোহি চক্রবর্তী যে পরবর্তীতে স্মৃতি হারিয়ে তিয়াশা পরিচয় নিয়েছিল, সেই চরিত্রে দেখা গিয়েছে প্রিয়া মণ্ডলকে। ধারাবাহিকে আরুর আসল মায়ের চরিত্রে ও অনিরুদ্ধর স্ত্রী হিসেবে দেখা গিয়েছে রোশনি তন্বী ভট্টাচার্যকে। রাহুল দেব বোসও ছিলেন মেগায়। শিশু আরু হিসেবে ছিলেন আরাধ্যা বিশ্বাস।

তুমি যে আমার মা-এর শেষ দিনের শ্যুট।
তুমি যে আমার মা ধারাবাহিকে যোগ দেওয়ার আগে এক সাক্ষাৎকারে ঐন্দ্রিলাকে বলতে শোনা গিয়েছিল, নিপার থেকে আরু চরিত্রটা একেবারে আলাদা। নিপা ছিল ছটফটে, আরু অনেক শান্ত, ম্যাচিওর। মিঠাইয়ের শেষ শ্যুটের পর পরিবারের সঙ্গে তিনি যখন নর্থ বেঙ্গলে ছিলেন তখনই তাঁর কাছে এসেছিল এই কাজের অফারটা। প্রথমে একটু চিন্তাতেই ছিলেন। দর্শক তাঁকে সম্পূর্ণ নতুনভাবে মানিয়ে নিতে পারবে কতটা। তবে সাহস করে কাজটা হাতে নিয়ে ফেলেন। বাড়ির লোক, এমনকী মিঠাইয়ের সেটেরও কিছু কাছের মানুষের পরামর্শ নিয়েছিলেন সেই সময়তে।
তুমি যে আমার মা চর্চায় এসেছিল শিক্ষিকার Good, Gooder, Goodest শেখানো নিয়েও। বাংলা ধারাবাহিককে তুলোধনা করেছিলেন নেটপাড়া। পরে যদিও কালার্সের তরফে নিয়ে আসা হয়েছিল পুরো ভিডিয়ো। যাতে দেখা গিয়েছিল আসলে সেটা স্ক্রিপ্টেই ছিল। যেখানে দেখানো হবে ছোট্ট আরুকে শিক্ষিকা ভুল শেখাবে। আর তারপর সেই ভুল শুধরে দেবে ধারাবাহিকের নায়িকা প্রিয়া মণ্ডল। কালার্সের অন্যতম জনপ্রিয় মেগা শেষ হওয়ার খবর নিসন্দেহে কষ্ট দেবে দর্শকদের।