এবার ছুটি কাটাতে অফবিট ডেস্টিনেশন বেছে নিয়েছেন শাবানা আজমি। মুম্বই থেকে সোজা আজারবাইজান। সেখানেই সুস্বাদু খাবার উপভোগ করছেন তিনি। এখানকার রন্ধনপ্রণালী হল ইরান, তুরস্ক এবং ভূমধ্যসাগরের মতো অঞ্চলের স্বাদের মিশ্রন। বর্তমানে, প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি আজারবাইজানীয় রন্ধনপ্রণালীর সেরা কিছু খাবারের স্বাদ নিচ্ছেন।
রবিবার ইনস্টাগ্রামে সুস্বাদু খাবারের ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘আজারবাইজান বিশেষত্ব’ চেখে দেখলাম। বাইরে ময়দার পরত, আর তা কেটে বেরোচ্ছে বিরিয়ানি। সেই সুস্বাদু খাবারের স্বাদ উপভোগ করছেন শাবানা। দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: বিকিনি পরে ছবি পোস্ট করলেন দিশা, জানালেন একটা জিনিস খুব মিস করছেন তিনি
আরও পড়ুন: ‘বড়ে মিয়াঁ’ অক্ষয়কে জমিয়ে এপ্রিল ফুল করলেন ‘ছোটে মিয়াঁ’ টাইগার! ফাঁস হল ভিডিয়ো
শেষবার ‘রকি অউর রানি কি প্রেম কহানি' ছবিতে দেখা গিয়েছে শাবানাকে। আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি' ছবিতে তরুণ প্রজন্ম যেমন রয়েছে, তেমনই রয়েছেন বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরা। এই ছবিতে রণবীর-আলিয়ার রসায়নের পাশপাশি দর্শকদের নজর কেড়েছে রকি ও রানির দাদু-ঠাকুমা। ভূমিকায় শাবানা আজমি ও ধর্মেন্দ্র। আরও পড়ুন: ‘খুবই মজাদার’, ক্রু দেখে রিভিউ দিলেন করণ, করিনা-কৃতি-টাবুকে নিয়ে আর কী জানালেন
ছবিতে শাবানা আজমি এবং ধর্মেন্দ্রর একটি দৃশ্য যা সবাইকে চমকে দিয়েছে। ছবিতেই শাবানার ঠোঁটে ঠোঁট রেখেছেন ধর্মেন্দ্র। যা নিঃসন্দেহে দর্শকদের জন্য একটা চমক। এই নিয়ে নানা মুনির নানা মত। মানুষ এখনও এই দৃশ্য নিয়ে চর্চা করে। এই চরিত্রের জন্য শাবানা আজমি পুরস্কারও পেয়েছেন। শাবানা একটি সাক্ষাত্কারে প্রকাশ করেছেন যে টাবু এই দৃশ্যের জন্য তাঁর সঙ্গে বেশ মজাও করেছেন।
শাবানা আজমি ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পার্শ্ব চরিত্রের জন্য মনোনীত হয়েছিলেন এবং তিনি এই পুরস্কৃত হয়েছেন। অ্যাওয়ার্ড শোয়ের রেড কার্পেটে জুমের সঙ্গে এ বিষয়ে কথা বলেন শাবানা আজমি। প্রবীণ অভিনেত্রী বলেছেন, ‘আমার ভাগ্নি টাবু। ও খুব দুষ্টু। ও বলেছে, আমি নাকি ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছি। এখন আপনার বয়সী সব মেয়েরাই বলছে চুম্বন দৃশ্য থাকলে তবেই সেই সিনেমায় করতে রাজি হবেন’।
'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে ধর্মেন্দ্রর প্রেমিকা হয়ে ধরা দিয়েছিলেন শাবানা আজমি। RRKPK-তে শাবানার ঠোঁটে ঠোঁট রেখে প্রেম নিবেদন করেছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র।