বাংলা নিউজ > বায়োস্কোপ > Bagha Jatin-Dev: ‘কৃতিত্ব শুধু আমার নয়, মেকআপ শিল্পী সহ টিমের সকলের’, ‘বাঘাযতীন’ লুক নিয়ে বললেন দেব

Bagha Jatin-Dev: ‘কৃতিত্ব শুধু আমার নয়, মেকআপ শিল্পী সহ টিমের সকলের’, ‘বাঘাযতীন’ লুক নিয়ে বললেন দেব

'বাঘাযতীন' দেব

নিজের সোশ্যাল মিডিয়ায় 'বাঘাযতীন' লুক তুলে ধরে দেব লিখেছেন, ‘যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন ভবিষ্যতে প্রত্যেক ভারতবাসীর চিন্তনের স্বাধীনতা, মননের স্বাধীনতা।বাংলা মায়ের মাটির সন্তান বাঘা যতীনের অমর গাথা প্রথমবার বড় পর্দায় নিয়ে আসছি দুর্গা পুজোয়।’

ভয়ঙ্কর সেই রূপ! তিনি ‘বাঘাযতীন’। দেব এবার ধরা দিলেন রুক্ষ, রূঢ় চেহারায়। উস্কোখুস্কো কাঁচাপাকা চুল, একমুখ দাঁড়ি। সারা মুখে দগদগে ক্ষত। দেখলে শিউরে উঠতে হয়। দেখে মনে হবে এ কী অবস্থা দেবের! নাহ, উনি অবশ্য দেব নন, 'বাঘাযতীন'। টিজার মুক্তির পর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে সামনে আনা হয়েছে পর্দার 'বাঘাযতীন' দেবের নতুন লুক।

আর এই লুকের জন্য মেকআপ যিনি করেছেন, তিনি হলেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। নিজের এই লুকের প্রসঙ্গে নিউজ ১৮-কে দেব বলেন, ‘আমি বাঘা যতীনের চরিত্রটিকে যথাযত রূপ দিতে চেয়েছি। যিনি ব্রিটিশদের হাতে ধরা বন্দী হওয়া এড়াতে এবং লড়াই জারি রাখতে ছদ্মবেশ ধারণ করতেন। আমি ছবিতে আমার নিজের চরিত্রের সম্পূর্ণ বিপরীতে গিয়ে কিছু করতে চেয়েছি। যখন এই চেহারাায় আমাকে দেওয়া হয়েছিল তখন আমি আনন্দিত এবং উত্তেজিত ছিলাম। আমি বিশ্বাস করি যে আমরা যেটা অর্জন করতে চাইছে, তার কৃতিত্ব শুধু আমার নয়, মেকআপ শিল্পী, কস্টিউম ডিজাইনার, আমার ফটোগ্রাফার, পরিচালক সহ টিমের সকলের। বাঘাযতীনের এই চেহারা নিয়ে যাঁরা গবেষণা করেছেন তাঁদের প্রত্যেকেরই এর পিছনে ভূমিকায় রয়েছে। আমি সত্যিই সন্তুষ্ট যে আমি ছবিটির জন্য এই লুকটা তুলে ধরতে পারছি।’

প্রসঙ্গত, নিজের সোশ্যাল মিডিয়ায় 'বাঘাযতীন' লুক তুলে ধরে দেব লিখেছেন, ‘যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন ভবিষ্যতে প্রত্যেক ভারতবাসীর চিন্তনের স্বাধীনতা, মননের স্বাধীনতা।বাংলা মায়ের মাটির সন্তান বাঘা যতীনের অমর গাথা প্রথমবার বড় পর্দায় নিয়ে আসছি আমরা এই দুর্গা পুজোয়।’

আরও পড়ুন-বিয়ের মণ্ডপে চলল গুলি, অপহৃত নতুন বউ, তারপর? নতুন সিরিয়াল 'মিলি' আসার আগেই দেখুন শ্যুটিংয়ের দৃশ্য…

আরও পড়ুন-জওয়ান ঝড়ের গতি কমেছে! বিশ্বব্যাপী শাহরুখের ছবির কালেকশন দাঁড়াল মাত্র…১০০০কোটি হবে?

আরও পড়ুন-উস্কোখুস্কো চুল, একমুখ দাঁড়ি, সারা মুখে দগদগে ক্ষত! এ কেমন চেহারা দেবের…

অরূণ রায় পরিচালিত দেবের এই ছবি মুক্তি পাচ্ছে পুজোয়, ২০ অক্টোবর। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার তরফে 'বাঘাযতীন' টিজার সামনে আনা হয়েছে। যেখানে বীর বিপ্লবী, সেই বাঘাযতীন হিসাবে একাধিক লুকে দেখা মিলেছে দেবের। কখনও মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ, বিস্ফারিত চোখে পাঞ্জাবি লুকে, কখনও আবার ফ্যামিলি ম্যান বাঘাযতীন লুকে দেখা গিয়েছে দেবকে। আবার কখনও ধরা পড়েছেন সাধুবাবার বেশে। সবমিলিয়ে 'বাঘাযতীন'-এর টিজার দেখে প্রশংসায় পঞ্চমুখ সিনেমাপ্রেমীরা।

এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে সৃজা দত্ততকে। এই ছবিতে রয়েছেন সামিউল আলম, জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রীরা। 

বায়োস্কোপ খবর

Latest News

আগামিকাল কেমন কাটবে আপনার? কোনও ভালো খবর পাবেন? জানুন ৮ সেপ্টেম্বরের রাশিফল বাটলার চাননি, তাই ইংল্যান্ডের কোচ হতে পারেননি! সেই তারকাকেই লায়ন্সের কোচ করল ECB কপালে তিলক কেটে গণপতির আরাধনায় মধুমিতা... ছেলে, নাতি সকলকে নিয়ে পরিবারের সঙ্গে ৭৫ তম জন্মদিন উদযাপন রাকেশ রোশনের! স্বাধীনতার সময় বয়স ছিল ১৫, চিনুন কফি হাউেসের প্রবীন এই মানুষকে… ধর্ষণের সঙ্গে চলে নারকীয় অত্যাচার, মাটিগাড়া কাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা আদালতের ঋষভকে টেক্কা উড়ন্ত জুরেলের! তৃতীয় দিনে নিলেন ৫ ক্যাচ! একটা ক্যাচ না দেখলেই মিস… আউট হয়ে খেপে লাল রিয়ান! প্যাডে মারলেন ব্যাট, ভ্যাবাচাকা খেলেন ধারাভাষ্যকারও শশ রাজযোগে ৫ রাশির প্রেম জীবনে আসবে সুখ সমৃদ্ধি, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল বয়কট ট্রেন্ডে হাঁটল না তিন ক্লাব, দুর্গাপুজোর সরকারি অনুদান নিচ্ছে, জানান কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.