কোভিড ও কোভিড পরবর্তী দীর্ঘ খরা কাটিয়ে বলিউডকে ফের সাফল্যের মুখ যিনি দেখিয়েছেন, তিনি হলেন ‘কিং খান’। দীর্ঘদিন পরে পর্দায় ফিরেও শুধুমাত্র নিজের করিশ্মাতেই ফের বলিউডকে ব্যবসায় ফিরিয়েছেন শাহরুখ। ২০২৩-এ মুক্তি পাওয়া শাহরুখের তিনটি ছবির ২টিই ব্লকবাস্টার, তৃতীয়টিও সুপার হিট। শেষবছরে একাই ১৬০০ কোটির ব্যবসা দিয়েছেন শাহরুখ। আর এবার নতুন বছরে নতুন ছবির প্রস্তুতি শুরুর পালা।
তবে হাজারো ব্যস্ততার ফাঁকেও ছেলেমেয়েদের সময় দিতে ভোলেন না 'বাদশা'। সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। আর এবার মন্নতের ভিতরের মাঠে ছোট ছেলে আব্রামের সঙ্গে ফুটবল খেলতে দেখা গেল শাহরুখকে। টিম শাহরুখ নামে একটি ফ্যানপেজের তরফে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে শাহরুখ, আব্রাম সহ অন্যান্যদের সকলকে সাদা টি-শার্ট ও কালো প্যান্টে দেখা যাচ্ছে। শাহরুখ অবশ্য কালো শর্টস পরেছিলেন। তাঁর মাথার বড় চুল হেয়ার ব্যান্ড দিয়ে লাগানো। আব্রাম-শাহরুখের বল কাড়াকাড়ি দেখে মনে হল, দুজনে বিপরীত টিমে খেলছিলেন।
আরও পড়ুন-‘টিটো’র কনে সেজে আত্মহারা, পর্দার বর দেবোত্তমকে নিয়ে কী বললেন ইপ্সিতা?
প্রসঙ্গত, অনেকেই হয়ত জানেন না, শাহরুখ ফুটবলের বড়ই ভক্ত। তিনি ফিফা বিশ্বকাপ সহ একাধিক ফুটবল ম্যাচ মাঠে গিয়ে দেখেছেন। জানা যায়, SRK স্কুলে পড়ার সময় একজন ফুটবলার ছিলেন। বলিউডে পা রাখার পরেও, তাঁকে বহুবার ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ খেলতে দেখা গিয়েছে।
তবে শুধু আব্রামই নয় বড় দুই ছেলেমেয়ের পাশেও সবসময় থাকেন কিং খান শাহরুখ। ছেলে আরিয়ান খানের পোশাক ব্র্যান্ড লঞ্চের দিন উপস্থিত ছিলেন শাহরুখ। আবার মেয়ে সুহানা খানের 'দ্য আর্চিস'-এর শ্যুটিংয়ের সময়ও তাঁর ছবির সেটে উপস্থিত ছিলেন তিনি। এদিকে কিছুদিন আগে পর্যন্ত সুজয় ঘোষের ছবিতে শাহরুখ-সুহানাকে একসঙ্গে পর্দায় অভিনয় করতে দেখা যাবে বলে শোনা গিয়েছিল। তবে আপাতত সেই কাজটি স্থগিত রয়েছে। তবে এখন শোনা যাচ্ছে, শাহরুখ নাকি সুহানার জন্য নতুন চিত্রনাট্য খুঁজছেন।
এদিকে নিজের কাজের ক্ষেত্রে এখনও কিং খান তাঁর পরবর্তী ছবির কথা ঘোষণা করেননি। যেহেতু এই মুহূর্তে শাহরুখ তাঁর কেরিয়ারের শীর্ষে রয়েছেন, তাই বহু পরিচালকই তাঁর সঙ্গে কাজ করতে চাইছেন। এদিকে বছরের শুরুতেই শোনা গিয়েছেন দক্ষিণের যশ, গীতু মোহনদাস এবং টক্সিক নির্মাতারা গ্যাংস্টার-ভিত্তিক অ্যাকশন ছবিতে ক্যামিওর জন্য শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে তাতে শাহরুখ হ্যাঁ, বলেছেন কিনা তা স্পষ্ট নয়।