রবিবার, পয়লা বৈশাখের দিন ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়া কেকেআর বনাম এলএসজির ম্যাচে বাংলাকে জয় উপহার দিল শাহরুখের দল। এ যেন নববর্ষের উপহার। আর এই ম্যাচের সাক্ষী থাকতে এদিন মাঠে হাজির ছিলেন খোদ শাহরুখ খান। তাঁর সঙ্গে তাঁর দুই ছেলে মেয়ে অর্থাৎ আব্রাম এবং সুহানা খান ছিলেন। সঙ্গে সুহানার প্রিয় বন্ধু অনন্যা পাণ্ডেকেও দেখা যায়। এছাড়া সৌরভ দাস, রাইমা সেন, রাহুল বোস এসেছিলেন। এদিন কারা কী পরে এসেছিলেন?
কেকেআরের ম্যাচে তারকাদের পোশাক
কেকেআরের এদিনের ম্যাচে ইডেন গার্ডেন্সে যেন চাঁদের হাট বসেছিল। গতকাল মধ্যরাতেই শহরে পা রাখেন শাহরুখ খান। এদিন তিনি কেকেআরের জার্সি এবং জিন্স পরে এসেছিলেন। সঙ্গে একটি ঝুঁটি বেঁধে রেখেছিলেন। কেকেআরের জয়ের পর ছেলের হাত ধরে তিনি গোটা নাথ ঘোরেন। ভক্তদের ফ্লাইং কিস ছুঁড়ে দেন। এদিন আব্রাম কেকেআরের লোগো দেওয়া সাদা জার্সি এবং হাফ প্যান্ট পরে এসেছিল।
আরও পড়ুন: দ্বিতীয় বিবাহবার্ষিকীতে রণবীরের জন্য আদুরে পোস্ট আলিয়ার, অদেখা ছবি দিয়ে লিখলেন, 'এতদূর যেতে হবে...'
অন্যদিকে সুহানা কেকেআরের কালো জার্সি আর অনন্যা সাদা জার্সির সঙ্গে জিন্স পরে এসেছিলেন। তাঁদের দুজনকে পাশে বসে ম্যাচ উপভোগ করতে দেখা যায়।
অন্যদিকে সৌরভ দাস একাই মাঠে এসেছিলেন। তিনি একটি হালকা নীল রঙের টিশার্ট এবং জিন্স পরে এসেছিলেন। ভক্তদের সঙ্গে তিনি সেলফি তোলেন। কথা বলেন। উপভোগ করেন ম্যাচও।
অন্যদিকে রাহুল বোসের সঙ্গে দেখা যায় রাইমা সেনকে। তাঁরা দুজনেও এদিন কেকেআরের জার্সি পরে এসেছিলেন। তাঁদের জুটিতে এক ফ্রেমে দেখা যায়। প্রসঙ্গত রাহুল বোস এখন একটা ছবির শ্যুটিংয়ের জন্য কলকাতায় এসেছেন।
আরও পড়ুন: দাদাগিরিতে জীবনের পাঠ পড়ালেন সৌরভ, সুদীপ্তাকে কেন বললেন, 'রাস্তায় নেমে হাত না নোংরা হলে...'?
এদিন লখনউ সুপার জায়েন্টসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়েন্টস ১৬১ রান তোলে ৭ উইকেট খুইয়ে। অন্যদিকে উত্তরে মাত্র ১৫ ওভার ৪ বলেই ২ উইকেট খুইয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় শাহরুখের দল।