রবিবার, নববর্ষ উপলক্ষ্যে দাদাগিরি ১০ এ খেলতে এসেছিলেন সমস্ত তারকারা। সৌরভের সঙ্গে দাদাগিরি করেন সুদীপ্তা চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, জয়তী চক্রবর্তী, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য। তাঁদের সঙ্গে খেলার মাঝে নানা গল্প, আড্ডায় মেতে উঠেছিলেন তিনি। সেখানেই সৌরভ সকলকে জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন।
দাদাগিরি ১০ এর মঞ্চে সৌরভের বিশেষ জ্ঞান
এদিন সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর অ্যাকটিং আকাদেমির কথা ওঠে। তখন সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর থেকে জানতে চান, 'তোমার আকাদেমিতে কী শেখাও? অভিনয় তো ময়দানে না নামলে শেখা যায় না।' উত্তরে সুদীপ্তা বলেন, ' হ্যাঁ, একেবারেই তাই। অভিনয়ের আসল শিক্ষা ফ্লোরে না এলে পাওয়া যায় না। ময়দানে নামতেই হয় তার জন্য। তবে তুমি তোমার ক্রিকেট আকাদেমিতে যেমন টেকনিক্যাল জিনিস শেখাও, আমিও তেমনই অভিনয়ের টেকনিক্যাল জিনিস শেখাই।'
এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষার কথা বলতে শোনা যায়। তিনি বলেন, 'আমায় একবার একজন বলেছিলেন, রাস্তায় নেমে যতক্ষণ না হাত নোংরা হচ্ছে ততক্ষণ কাজ শেখা যায় না। ময়দানে নামতেই হয়।' তাঁর কথায় সকলেই সমর্থন করেন।
দাদাগিরি ১০ প্রসঙ্গে
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।
আরও পড়ুন: পয়লা বৈশাখে বিশেষ চমক প্রসেনজিৎ - ঋতুপর্ণার, প্রকাশ্যে অযোগ্যর মুক্তির দিন, কবে আসছে ছবিটি?
তবে এখন দাদাগিরির ভক্তদের অনুমান শীঘ্রই এই শো শেষ হতে চলেছে। কারণ ইতিমধ্যেই জি বাংলার তরফে তাদের আরেক জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার প্রোমো প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। জলদি শুরু হয়ে যাবে অডিশন।