শাহরুখ খানকে নিয়ে ভক্তদের না আছে উন্মাদনার শেষ, না আছে কৌতুহলের শেষ। অনস্ক্রিন তাঁর ক্যারিশমায় যেমন মজে থাকে তাঁর ভক্তরা, তেমনই তাঁর মজার মজা সব উত্তর মন ভরায় তাঁদের। ‘পাঠান’ স্ক্রিনে আসা মানেই ভক্তদের মন জয় করে নেওয়া। তবে তাঁর অভিনয়ের গুণ ছাড়াও আরও একটা মস্ত গুণ আছে, কী বলুন তো? হ্যাঁ, ঠিক ঠিক ধরেছেন সেন্স অব হিউমার।
শাহরুখ খান মাঝে মধ্যেই টুইটারে 'আস্ক এসআরকে' সেশন করে থাকেন। সেখানে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেয় তিনি। একই সঙ্গে নিজের বিষয়ে একাধিক অজানা বা কম জানা তথ্য প্রকাশ্যে আনেন তিনি। তবে তাঁর ভক্তরাও কম যান না। মাঝে মধ্যে তাঁরাও এমন একাধিক প্রশ্ন করে বসেন কিং খানকে যে তিনিও বিপাকে পড়ে যান।
সোমবার, ১২ জুন শাহরুখ খান যে ‘আস্ক এসআরকে’ সেশন করেছিলেন সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি কি ধূমপান ছেড়ে দিয়েছেন? আসলে কিং খান ভক্তরা সহ সকলেই জানান তিনি চেইন স্মোকার, ধূমপান ছাড়া তিনি থাকতে পারেন না। সেই অভ্যাসে এবার কি কোনও বদল এনেছেন সেটা জানতেই এই ব্যক্তি প্রশ্ন করেন। ভক্তের এই প্রশ্নের উত্তরে পাঠান বলেন, 'হ্যাঁ, সে মিথ্যে বলছে। চারদিকে ধোঁয়ায় ঢাকা আর তার হাতেই ক্যানসার হওয়ার কাঠি।'
বাদশার উত্তরে ভক্তরা রীতিমত চিন্তায় পড়ে যান। উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর কথায়। এক ব্যক্তি লেখেন, 'এটা লিখে আপনি আমায় কাঁদিয়ে দিলেন। আপনার কখনই কিছু হতে পারে না। আপনাকে থাকতেই হবে কারণ এই দুনিয়ায় আরও অনেক বেশি পরিমাণে ভালোবাসা ছড়ানো প্রয়োজন।' আরেক ব্যক্তি লেখেন, 'দয়া করে এসব বলবেন না। ভয় লাগে আমার। আমি সব সময় প্রার্থনা করি যাতে আপনি সুস্থ থাকেন।'
আরেক ব্যক্তি শাহরুখকে জিজ্ঞেস করেন এমন কী যা তাঁর কাছে আছে, অথচ অন্য অভিনেতাদের কাছে নেই? উত্তরে অভিনেতা বলেন, 'আমার কাছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, স্বদেশ, চক দে ইন্ডিয়া, পাঠান আছে। ওম শান্তি ওম আছে। ওহ এগুলো শো অফ বন্ধ করতে হবে। হাহা।'
.