আগেই শাহরুখের আগামী প্রজেক্ট নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে এবার মেয়ে সুহানার সঙ্গে বড় পর্দায় স্ক্রিন ভাগ করবেন শাহরুখ খান। তাঁদের এই অ্যাকশনে ঠাসা থ্রিলার ছবিটির নাম কিং। সুজয় ঘোষ এই ছবিটির পরিচালনা করবেন। অন্যদিকে এই ছবিটির প্রযোজনা করবেন গৌরী খান এবং সিদ্ধার্থ আনন্দ। এবার এই ছবির বিষয়ে আরও একটি তথ্য প্রকাশ্যে এল।
আবারও ডন হয়ে ফিরতে চলেছেন শাহরুখ খান
ফারহান আখতার পরিচালিত ছবি ডন ৩ ছবিতে থাকছেন না শাহরুখ খান। আগের দুটো ছবিতে তাঁকেই নাম মুখ্য ভূমিকায় দেখা গেলেও এবার তাঁকে সরিয়ে ডন হয়ে ধরা দেবেন রণবীর সিং। কিন্তু ডন ৩ তে শাহরুখ না থাকলেও তিনি আবারও পর্দায় ডন হয়েই ধরা দেবেন। তবে এবার কিং ছবিতে।
আরও পড়ুন: 'গণতন্ত্রের কাতিল' মুখ্যমন্ত্রী! চাকরি বাতিল নিয়ে সরব রুদ্রনীল, বললেন, 'এরপরও ঘুম কি আসে আপনার প্রতি রাতে?'
সূত্রের তরফে পিঙ্কভিলা জানতে পেরেছে 'শাহরুখ এখন এমন সব চরিত্র করতে চাইছেন যেখানে ভক্তরা তাঁকে গ্রে শেডের চরিত্রে দেখতে পায়। কিং একটি প্যাশন প্রজেক্ট। আর এটি নিয়ে নিরলস ভাবে কাজ করে চলেছেন সুজয় ঘোষ এবং সিদ্ধার্থ আনন্দ।' এছাড়া জানা গিয়েছেন এই ছবিতে শাহরুখ খানকে লম্বা সাদা চুলে দেখা যাবে, সঙ্গে থাকবে দাড়ি। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে ছবির শ্যুটিং।
বর্তমানে সিদ্ধার্থ আনন্দ এই ছবির অ্যাকশন দৃশ্যগুলো নিয়ে কাজ করছেন। সুজয় আবার ডায়লগে মন দিয়েছেন। এমনটাই সূত্রের তরফে জানানো হয়েছে।
কিং প্রসঙ্গে
কিং ছবিটি একটি দ্রুত গতির অ্যাকশন থ্রিলার হবে যেখানে গুরু শিষ্যের সম্পর্ক দেখানো হবে যে কী করে তারা সমস্ত বিপদ অতিক্রম করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। এই ছবির হাত ধরেই বড় পর্দায় ডেবিউ সারবেন সুহানা। আর শাহরুখ খান এখানে কিং অব দ্য আন্ডারওয়ার্ল্ড হিসেবে ধরা দেবেন।