বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Leaked Online: মুক্তির দিনই পাইরেসির খপ্পরে জওয়ান! অনলাইনে ফাঁস হয়ে গেল শাহরুখ ছবি

Jawan Leaked Online: মুক্তির দিনই পাইরেসির খপ্পরে জওয়ান! অনলাইনে ফাঁস হয়ে গেল শাহরুখ ছবি

অনলাইনে ফাঁস জওয়ান 

Jawan Leaked Online: রোখা গেল না পাইরেসি! মুক্তির কয়েকঘন্টার মধ্যেই অনলাইনে ফাঁস জওয়ান-এর এইচডি ভার্সন। কতটা ক্ষতিগ্রস্ত হবে শাহরুখের ছবির ব্যবসা?

শাহরুখ জ্বরে কাবু গোটা দেশ। দেশজুড়ে আজ থিয়েটারে আজ একটাই রব ‘জওয়ান’। শাহরুখের তুলনা তিনি নিজেই! পাঠান-এর পর ফের একবার মুক্তির দিন বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা দিতে চলেছন কিং খান। এতকিছুর মাঝেও রোখা গেল না পাইরেসি! মুক্তির কয়েকঘন্টার মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল শাহরুখ খানের ছবি। অ্যাটলির এই ছবিতে ‘নেভার সিন বিফোর’ অবতারে দেখা গিয়েছে বলিউডের বাদশাকে। তাঁর উড়ন্ত ঘুসি থেকে লাথি- পুরোদস্তুর 'মাস এন্টাটেনার' এই ছবি। আরও পড়ুন- জওয়ানের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ, পরিমাণটা নয়নতারার দশগুণ! 

এদিন কাকভোর থেকেই শো শুরু হয়েছে ‘জওয়ান’-এর। মুক্তির ঘন্টা চারেকের মধ্যেই একাধিক পাইরেটেড ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে জওয়ান। সূত্রের খবর টরেন্ট ওয়েবসাইটে মিলছে ‘জওয়ান’-এর এইচডি ভার্সন। তামিলরকার্স, টেলিগ্রাম, মুভিরুজের মতো ওয়েবসাইটগুলোতেও ফাঁস হয়ে গিয়েছে অ্যাটলির ছবি। তবে ‘জওয়ান’-এর প্রথ দিনের ব্যবসায় এই পাইরেসির প্রভাব খুব বেশি পড়বে না বলেই ধারণা বিশেষজ্ঞদের। কারণ ‘জওয়ান’- নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কপিরাইট আইন অনুসারে থিয়েটারে বসে ক্যামেরার মাধ্যমে সিনেমার ভিডিয়ো রেকর্ড করা এবং তা ছড়িয়ে দেওয়া আইনত অপরাধ এবং এর জন্য কড়া শাস্তিবিধানও রয়েছে। তবুও শতচেষ্টা করেও হিন্দি ছবির পাইরেসি আটকানো যাচ্ছে না। 

অনলাইনে ‘জওয়ান’ ফাঁস হওয়া নিয়ে এখনও কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্টের। শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা এর আগে অবশ্য কড়া ব্যবস্থা নিয়েছিল ‘জওয়ান’-এর লিক ভিডিয়ো নিয়ে। অগস্ট মাসে মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ ছবির বেশকিছু দৃশ্য ফাঁস হয়ে যায়। এরপর গত ১০ অগস্ট মুম্বইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করে গৌরী-শাহরুখের সংস্থা। এফআইরে উল্লেখ করা হয় পাঁচটি এক্স (টুইটার) হ্যান্ডেলের, যেখান থেকে ওই ভিডিয়োগুলো ছড়ানো হয়েছে। পাশাপাশি প্রযোজনা সংস্থার তরফে দিল্লি হাইকোর্টে অভিযোগ দায়ের করা হয়। হাইকোর্ট ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ততক্ষণাৎ ওই ভিডিয়ো ক্লিপগুলো ডিলিট করে দেওয়ার নির্দেশ দেয়। 

পাঁচ বছরের অপেক্ষার পর ‘পাঠান’ নিয়ে পর্দায় ফিরেছিলেন শাহরুখ। চলতি বছরের শুরুতেই বক্স অফিসে ছক্কা হাঁকায় সেই ছবি। বর্তমানে দেশের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি ‘পাঠান’। অন্যদিকে পাইরেসি কাঁটা পেরিয়ে বক্স অফিসে ধামাকা করবে এই ছবি, এমনটাই আশা অনুরাগীদের। 

বন্ধ করুন