বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan Bangladesh Release Exclusive: কাটল সেন্সর জট! আজ সন্ধ্যাতেই মুক্তি, একইদিনে শাহরুখের জওয়ান দেখবে বাংলাদেশ

Jawan Bangladesh Release Exclusive: কাটল সেন্সর জট! আজ সন্ধ্যাতেই মুক্তি, একইদিনে শাহরুখের জওয়ান দেখবে বাংলাদেশ

একই দিনে জওয়ান দেখার সুযোগ বাংলাদেশি ভক্তদের  (PTI)

Jawan Bangladesh Release Exclusive: কাটল সেন্সর জট। বৃহস্পতিবার সন্ধ্যাতেই ওপার বাংলায় মুক্তি পাবে জওয়ান। আনকাট সেন্সর সার্টিফিকেট ফেল শাহরুখের ছবি। 

তাঁর জনপ্রিয়তা দেশের গণ্ডি পার করেছে বহু আগেই। কাঁটা তারের ওপারেও বাদশাকে ঘিরে উন্মাদনার শেষ নেই। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যাতেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। সেন্সর জটে ছবির মুক্তি ঘিরে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তবে আর কোনও বাধা নেই। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় জওয়ান-এর সেন্সর স্ক্রিনিং হয়। সে দেশে শাহরুখের ছবির ডিস্ট্রিবিউটর অনন্য মামুন। হিন্দুস্তান টাইমসে ফোনের ওপার থেকে তিনি এক্সক্লুসিভলি জানালেন- ‘জওয়ান আন-কাট সেন্সর পেয়েছে’। 

ডিস্ট্রিবিউটারের কথায়, ‘সেন্সরের ছাড়পত্রের জন্যই অপেক্ষায় ছিলাম। মাল্টিপ্লেক্সে আজকে থেকেই রিলিজ করছে। সন্ধ্যা ৬টায় প্রথম শো। সিঙ্গল স্ক্রিনগুলোতে আগামিকাল থেকে মুক্তি পাবে’। জওয়ান-এর আগে গত মে মাসে শাহরুখের ‘পাঠান’ মুক্তি পেয়েছিল হাসিনার দেশে। সুদীর্ঘ আট বছর পর কোনও হিন্দি ছবি প্রদর্শনের ছাড়পত্র পেয়েছিল ওপার। ফাটিয়ে ব্যবসাও করেছিল পাঠান, তবে সেই ছবির মুক্তি নিয়ে কম জলঘোলা হয়নি। সেই ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বও সামলেছিল অনন্য মামুনের সংস্থা অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। সেই সময়ই তিনি কথা দিয়েছিলেন ভারতের পাশাপাশি একইদিনে বাংলাদেশেও মুক্তি পাবে জওয়ান। অবশেষে কথা রাখলেন অনন্য মামুন। স্বস্তি তাঁর কন্ঠে। 

হিন্দি ছবির অগ্রাসনের জেরে ক্ষতিগ্রস্ত হবে সে দেশের বাংলা ছবির, এমন অভিযোগ তুলে পাঠান-এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিল বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের একাংশ। ‘জওয়ান’-এর মুক্তি ঘিরেও উত্তাল বাংলাদেশ। নিয়ম ভেঙে সে-দেশে মুক্তি দেওয়া হচ্ছে ‘জওয়ান’-এর, এমন অভিযোগ তুলেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। শুক্রবার মুক্তি পাচ্ছে পরিচালকের ‘সুজন মাঝি’। ‘জওয়ান’ মুক্তি পেলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন তিনি। তবে এই সব বিতর্ক কান দিতে না-রাজ অনন্য মামুন। তিনি স্পষ্ট জানালেন- আমি এই বিরোধিতাকে সমর্থন করি না। কারণ মুক্ত বাজার অর্থনীতিতে সিনেমা যত চলবে সেটা অন্য সিনেমার পক্ষেও ততটাই ভালো। এটা চা খাওয়ার মতো বুঝলেন তো, আগে আমরা বিনা পয়সায় চা খেতাম, ইংরেজরা আমাদের ২০টাকা দিয়ে চা খাওয়া শিখিয়েছে। মানুষ হলে গিয়ে জওয়ান দেখলে অন্য ছবিও দেখবে।' 

 প্রযোজক সমিতির অলিখিত নিয়মে বাংলাদেশে সপ্তাহে দু-টির বেশি সিনেমা মুক্তি পায় না। আর সেই মুক্তির দিন শুক্রবার। এই সপ্তাহে মুক্তি পেতে চলেছে দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’, আরেকটি মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’। নিয়ম ভেঙে একদিন আগে জওয়ান-এর মুক্তি ঘিরে তাই প্রতিবাদে সরব এই দুই ছবির কলাকুশলীরা। প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের চলচ্চিত্রের ১৯টি সংগঠন এবং তথ্য-সম্প্রচার মন্ত্রীর সম্মিলিত বৈঠকে সিদ্ধান্ত নেয় বছরে ১০টি হিন্দি ছবি সে দেশে মুক্তি পাবে। 

 

 

বন্ধ করুন