বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh-Aryan: ‘আব্রামের চোখে স্টার হতে হবে!’, ৩ বছরের বিরতির পর সিনেমার সেটে ফেরা, শাহরুখকে সাহস জোগায় ছেলে আরিয়ান-ই

Shah Rukh-Aryan: ‘আব্রামের চোখে স্টার হতে হবে!’, ৩ বছরের বিরতির পর সিনেমার সেটে ফেরা, শাহরুখকে সাহস জোগায় ছেলে আরিয়ান-ই

৩ বছর পর সিনেমার সেটে ফেরার সাহস শাহরুখকে যুগিয়েছিলেন ছেলে আরিয়ান খান। 

জিরো-র পর শাহরুখ নিয়েছিলেন লম্বা বিরতি। তারপর ৪ বছর পর ২০২৩ সালেই ফিরলেন পাঠান আর জওয়ানের মতো পরপর দুটো ব্লকবাস্টার হিট দিয়ে। কিং খান প্রেস কনফারেন্সে জানালেন, তাঁকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছিল তাঁর ছেলে-মেয়ে আরিয়ান-সুহানা-আব্রাম। 

বক্স অফিসের বাদশা তিনি। তাঁর স্টারডম নিয়ে প্রশ্ন তোলার সাহস বোধহয় গোটা বিশ্বে কারও কখনও হবে না! কারণ, ৫৭ বছর বয়সে এসে ৯ মাসের মধ্যে পরপর দুটো ব্লকবাস্টার হিট দিয়ে সকলের মুখ হাঁ করে দেওয়ার ক্ষমতা হয়তো শুধু শাহরুখ খানেরই আছে। যার সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য এখনও একটা গোটা দেশের আট থেকে আশি রাত জাগে। যার বাড়ির সামনে হাজার হাজার মানুষের ভিড় সামলাতে প্রায় রোজই হিমশিম খায় পুলিশ। তিনি আর কেউ নন, সকলের প্রিয় এসআরকে ওরফে শাহরুখ খান। সেই কিং খানকে কিনা তাঁর বড় ছেলে বলেছিল, ছোট ছেলে আব্রামের কাছে নিজের তারকা খ্যাতি প্রমাণ করতেই হবে!

শুক্রবার জওয়ানের সাফল্যের পর আয়োজিত প্রেস কনফারেন্স আরিয়ান খানের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় পরামর্শ ভাগ করে নিতে দেখা গেল শাহরুখ খানকে। এমনিতেই নিজের সন্তানদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন বাদশা বরাবরই। তবে জানালেন, আরিয়ান তাঁকে এমন কিছু বলেছিল যা বদলে দিয়েছিল সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি। পাঠান আর জওয়ানমুক্তির আগে লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। শাহরুখ এদিন জানান, তিন বছর পর সেটে ফেরা নিয়ে একটা দ্বিধা কাজ করছিল তাঁর মনে। সেই সময় বাবার মনোবল বাড়াতে এগিয়ে এসেছিল আরিয়ানই।

শাহরুখের কথায়, ‘বড় জন আরিয়ান এসে আমায় বলে বড় হওয়ার সময়তে আমি দেখেছি তোমাকে নিয়ে মাতামাতি। মেয়ে সুহানা এসে বলে, আমিও বড় হওয়ার সময় দেখেছি তারকা শাহরুখকে নিয়ে মানুষের উচ্ছ্বাস। তবে ছোট আব্রাম জানে তুমি স্টার। কিন্তু নিজে সেটা কোনওদিন অনুভব করেনি। তোমাকে অন্তত ওর জন্য পাঁচটা সিনেমায় আরও কঠোর পরিশ্রম করতে হবে। হিট দিতে হবে। যাতে আব্রামও অনুভব করতে পারে আমাদের মতো তোমার স্টারডম।’

ছেলের কাছ থেকে আসা এই মহামূল্যবান পরামর্শ ভাগ করার পাশাপাশি শাহরুখ ডঙ্কি মুক্তিরও আভাস দিয়ে যান। বলেন, ‘ভগবানের অশেষ কৃপায় পাঠান সাফল্য পায়, জওয়ান সাফল্য পাচ্ছে। ২৬ জানুয়ারি আমরা পাঠান এনেছিলাম, জন্মাষ্টমীর শুভ দিনে এনেছিলাম জওয়ান। আর নতুন বছর আসছে, বড়দিনে আসছে, সেই সময় আমরা নিয়ে আসতে পারব ডঙ্কি। আর ভক্তদের উপর আমার পুরো ভরসা আছে। এমনিতেই আমার ছবি আসা মানেই তো ইদ।’

ডঙ্কির পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এছাড়াও দেখা যাবে ভিকি কৌশলকেও। এদিকে ৯ দিনে ঘরোয়া বক্স অফিসে প্রায় ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে অ্যাটলি পরিচালিত জওয়ান। আর বিশ্ববাজারে আয়ের অঙ্ক ছাড়িয়ে গিয়েছে ৭০০ কোটির ঘর।

 

বন্ধ করুন