বাংলা নিউজ > বায়োস্কোপ > Shahid Kapoor: করিনা, প্রিয়াঙ্কাদের ছেড়ে কেন মীরাকে বিয়ে করলেন? আসল কারণ ফাঁস করলেন শাহিদ

Shahid Kapoor: করিনা, প্রিয়াঙ্কাদের ছেড়ে কেন মীরাকে বিয়ে করলেন? আসল কারণ ফাঁস করলেন শাহিদ

২০১৫ সালে বিয়ে করেন শাহিদ-মীরা।

পরিবার সূত্রে শাহিদের সঙ্গে মীরার আলাপ। সেই আলাপ থেকে ভালো লাগা। ভালো লাগা থেকেই বিয়ে করার সিদ্ধান্ত।

করিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, বিদ্যা বালন— একাধিক বলিউড নায়িকার সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন শাহিদ কাপুর। সময় গড়িয়েছে। ভেঙেছে প্রেম। শেষমেশ ইন্ডাস্ট্রি থেকে শতহস্ত দূরে থাকা মীরা রাজপুতের সঙ্গে সাতপাক ঘুরেছিলেন অভিনেতা।

খুব সচেতন ভাবেই কি এই সিদ্ধান্ত? 'কফি উইথ করণ'-এ প্রশ্নের মুখোমুখি শাহিদ। 'কবীর সিং'-এর পাল্টা প্রশ্ন, 'সচেতন সিদ্ধান্ত? বিয়ে নিয়ে কি আদৌ সচেতন সিদ্ধান্ত নেওয়া যায়?'

তাঁর সংযোজন, 'আমার দু'টি দিক আছে। আমার ঝাঁ চকচকে অভিনেতা সত্তাটা সকলে দেখতে পান। কিন্তু আমার একটি ঘরোয়া এবং আধ্যাত্মিক দিকও রয়েছে।'

(আরও পড়ুন: ‘শাহিদকে চড় মারতে চাইছিলাম’, কেন কবীর সিং-এর উপর বিরক্ত কিয়ারা?)

২০১৫ সালে শাহিদ-মীরা বিয়ে করেন। আপাতত দুই সন্তান নিয়ে তাঁদের সুখের সংসার। অভিনেতা বলেন, 'আমি একজন নিরামিষাশী। মদ্যপান করি না। এমন কাউকে পাইনি যে আমার এই দিকটা বুঝবে। আমার বয়স তখন ৩৪। সংসার পাতার পরিকল্পনা করছিলাম কারণ ১০ বছর ধরে আমি একা ছিলাম।'

(আরও পড়ুন: শরীরের ‘সেক্সি জিনিস’ দেখানো যাবে না ক্যামেরায়, দুষ্টু কথা শাহিদের! করণের মুখ হাঁ)

পরিবার সূত্রে শাহিদের সঙ্গে মীরার আলাপ। সেই আলাপ থেকে ভালো লাগা। ভালো লাগা থেকেই বিয়ে করার সিদ্ধান্ত। শাহিদ বলেন, 'মীরার সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। ও আমাকে অনেক কিছু দিয়েছে। মীরার আমাকে একটা স্বাভাবিক জীবন যাপন করতে সাহায্য করে। ওর কাছে আমি কৃতজ্ঞ।'

শাহিদকে শেষ দেখা গিয়েছে 'জার্সি'তে। বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি। এ বার ওটিটি-তেও তাঁর হাতেখড়ি হবে। 'ব্লাডি ড্যাডি' বলে একটি অ্যাকশন থ্রিলারে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও অ্যামাজন প্রাইমে 'ফারজি' নামে একটি সিরিজে দেখা যাবে তাঁকে।

বন্ধ করুন