ফের একবার জুটি বাঁধছেন বলিউডের ব্লকবাস্টার জুটি শাহরুখ-দীপিকা। নাহ, নতুন ছবিতে নয়। এই জুটিকে ফের একবার একসঙ্গে দেখা যেতে পারে নতুন বিজ্ঞাপনে। কারণ হুন্ডাই মোটর ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন। ২৯ ডিসেম্বর শুক্রবার হুন্ডাই মোটর ইন্ডিয়ার তরফে দীপিকাকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করা হয়েছে।
এদিকে চলতি ডিসেম্বরেই কিং খান শাহরুখের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্ক উদযাপন করেছে হুন্ডাই। এই সংস্থার তরফে বাদশা শাহরুখকে SUV-এর ১,১০০ তম গাড়ি উপহার দেওয়া হয়েছে। আর এবার হুন্ডাই ইন্ডিয়ার সঙ্গে নাম জুড়ল কিং খানের ব্লকবাস্টার নায়িকা দীপিকার। যদিও শাহরুখকে আবার এই পদ থেকে সরিয়ে দীপিকাকে বসানো হয়েছে কিনা সেটা স্পষ্ট নয়। তবে যতদূর শোনা যাচ্ছে, শাহরুখের সঙ্গেই দীপিকাকেও নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যুক্ত করা হয়েছে। তাই শাহরুখ-দীপিকাকে হুন্ডাই গাড়ির নতুন কোনও বিজ্ঞাপনে একসঙ্গে দেখার আশায় রয়েছেন তাঁদের অনুরাগীরা।
প্রসঙ্গত ২০০৭ সালে 'ওম শান্তি ওম' ছবির হাত ধরে শাহরুখের নায়িকা হয়ে কেরিয়ার শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন। তারপর বহু ছবিতে কিং খানের সঙ্গে রোম্যান্স করেছেন দিপ্পি। হিন্দি ছবির দুনিয়ায় শাহরুখ-দীপিকার রসায়ন বরাবরই হিট। আর এই রসায়নে ভর করেই তাঁদের বহু ছবি হিটও হয়েছে।
চলতি বছরে কিং খানের দুটি ব্লকবাস্টার ছবি 'পাঠান' ও 'জওয়ান'-এ শাহরুখের সঙ্গী ছিলেন দীপিকা। শোনা যায়, দীপিকাকে লাকি চার্ম মানেন শাহরুখ। আর শুধুমাত্র সেকারণেই নাকি দিপ্পিকে ক্যামিও দৃশ্যে অভিনয়ের অনুরোধ করেছিলেন বাদশা। আর সে অনুরোধ ফেলতে পারেননি অভিনেত্রী। আর শাহরুখের ছবিতে দীপিকা যুক্ত হতেই ছবিও হিট।
এদিকে আবার হৃতিক রোশনের বিপরীতে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এরিয়াল অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘ফাইটার’-এ দেখা যাবে দীপিকাকে। হৃত্বিক-দীপিকা জুটির প্রথম ছবি হতে চলেছে এটি। তবে শাহরুখের সঙ্গে ফের কোন ছবিতে দিপ্পিকে দেখা যাবে, তা সময়ই বলবে।